ঢাকা, ২৮ অগ্রহায়ণ (১৩ ডিসেম্বর) : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু বলেছেন, সুবিধাবঞ্চিতদের যথাযথ প্রশিক্ষণ ও সহযোগিতা করা গেলে তারাও দেশের সম্পদে পরিণত হবে।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর গুলশানের রিও লাউঞ্জে আরভী ফাউন্ডেশন আয়োজিত প্রান্তিক জনগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য মানবিক সেবায় অবদানের জন্য সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আরভী ফাউন্ডেশনের চেয়ারম্যান বুশরা আরাবীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার মোঃ আতিক জামান, ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম. কে বাশার।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করেছেন আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সমৃদ্ধির স্বর্ণশিখরে পৌঁছে দিচ্ছেন। সবাই মিলে একসাথে কাজ করে এ সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে হবে।
পরে মন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় অসামান্য অবদানের জন্য ২০ ব্যক্তি, সংগঠক ও প্রতিষ্ঠানকে ‘হিরো অ্যাওয়ার্ড ‘ তুলে দেন।
সূত্র: তথ্য অধিদফতর