২০২০ সালের অনার্স ১ম বর্ষ ব্যবহারিক পরীক্ষা ০২/০১/২০২২ তারিখের পরিবর্তে আগামী ২০/০১/২০২২ তারিখ থেকে শুরু হবে। বহিঃপরীক্ষকের তালিকা Online-এ প্রেরণ করা হবে। কেন্দ্র তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়।
পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর
গাজীপুর
স্মারক নং-জাতীঃবিঃ/পনি/অনার্স পার্ট-১/২০২০/৫৪৮৪ তারিখঃ ১১/০১/২০২২ খ্রিঃ
২০২০ সালের অনার্স ১ম বর্ষ ব্যবহারিক পরীক্ষার সংশােধিত বিজ্ঞপ্তি
স্মারক নং-জাতীঃবিঃ/পনি/অনার্স পার্ট-১/২০২০/৫৪৭৭, তারিখঃ ২৭/১২/২০২১ মােতাবেক প্রকাশিত বিজ্ঞপ্তির অনুবর্তিক্রমে জানানাে যাচ্ছে যে, ২০২০ সালের অনার্স ১ম বর্ষ ব্যবহারিক পরীক্ষা ০২/০১/২০২২ তারিখের পরিবর্তে আগামী ২০/০১/২০২২ তারিখ থেকে শুরু হবে। বহিঃপরীক্ষকের তালিকা Online-এ প্রেরণ করা হবে। কেন্দ্র তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। ব্যবহারিক পরীক্ষা আগামী ১০/০২/২০২২ তারিখ পর্যন্ত গ্রহণ করা যাবে। সুষ্ঠভাবে পরীক্ষা গ্রহণে সকলের সহযােগিতা কামনা করি। উল্লেখ্য, পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য নিয়মাবলি অপরিবর্তিত থাকবে।
(বদরুজ্জামান)
পরীক্ষা নিয়ন্ত্রক জাতীয় বিশ্ববিদ্যালয়,
গাজীপুর ফোন ঃ ০২-৯২৯১০১৭, ফ্যাক্স : ০২-৯২৯১০৪৪
ই-মেইল ঃ [email protected]
অনার্স ১ম বর্ষ ব্যবহারিক পরীক্ষার সংশােধিত বিজ্ঞপ্তি ২০২২: ডাউনলোড