বর্তমানে অফিসে কর্মকর্তা/কর্মচারীদের মধ্যে অনেকে মাস্ক পরিধান করছেন না। কোভিড-১৯-এর প্রকোপ কিছুটা কমলেও; একেবারে নির্মূল হয়নি। বরং করােনা ভাইরাস (কোভিড-১৯)-এর নতুন ধরণ ‘ওমিক্রন’ সনাক্ত হয়েছে। করােনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরােধে মাস্ক পরিধান স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রশাসন-১ শাখা
www.mopa.gov.bd
স্মারক নম্বর: ০৫.০০.০০০০.১১০.৯৯.০৪০.২০.১২২৮ তারিখ: ১২ ডিসেম্বর ২০২১
বিষয: করােনা ভাইরাস (কোভিড-১৯) মােকাবেলায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি পরিপালন।
উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, বর্তমানে অফিসে কর্মকর্তা/কর্মচারীদের মধ্যে অনেকে মাস্ক পরিধান করছেন না। কোভিড-১৯-এর প্রকোপ কিছুটা কমলেও; একেবারে নির্মূল হয়নি। বরং করােনা ভাইরাস (কোভিড-১৯)-এর নতুন ধরণ ‘ওমিক্রন’ সনাক্ত হয়েছে। করােনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরােধে মাস্ক পরিধান স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি। এ কারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সকল অনুবিভাগ প্রধান এবং অধীন দপ্তর/সংস্থার প্রধাণগণকে তার আওতাধীন কর্মকর্তা/কর্মচারীদের মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
মােঃ এনামুল হক
উপসচিব
ফোন: ৯৫৪০২১৮
ইমেইল: adminint@mopa.gov.bd
করােনা ভাইরাস (কোভিড-১৯) মােকাবেলায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি পরিপালন: ডাউনলোড