সূচীপত্র
সরকারি ছুটির দিনেও আপনি অনলাইনে খতিয়ানের সার্টিফাইট কপির জন্য আবেদন করতে পারবেন– জমি মৌজা ম্যাপের জন্য অনলাইনে আবেদন করুন
মৌজার বি আর এস অনলাইনে আসে না কেন? – মৌজা খুঁজে না পেলে https://eporcha.gov.bd এই ওয়েব সাইটটিতে প্রবেশ করে সাপোর্ট টিকেট অপশনটি বাছাই করতে হবে, এরপর সেখানে উল্লেখিত সকল তথ্য সঠিকভাবে পূরণ করে সাপোর্ট টিকেট সম্পন্ন করতে হবে এবং অপেক্ষা করতে হবে। উক্ত মেইল অ্যাড্রেস এ আপনাকে সাপোর্ট টিকেটের ফলাফল জানানো হবে। বিস্তারিত জানতে ভুমি সেবা হেল্প লাইন ১৬১২২ নম্বরে কল করুন ।
অনলাইনে মৌজার ম্যাপ দেখার জন্য কোন সিট নাম্বার আসে না কেন? ই-পর্চায় মৌজা ম্যাপ আপলোড এর কার্যক্রমটি বর্তমানে চলমান অবস্থায় রয়েছে। আপনার কাঙ্খিত মৌজার তথ্য খুজে না পেলে অনুগ্রহ করে অপেক্ষা করতে হবে। অথবা https://eporcha.gov.bd/ ওয়েবসাইটে ভিজিট করে সাপোর্ট টিকেট অপশন সিলেক্ট করে সংশ্লিষ্ট সমবিস্তারিত উল্লেখ করে একটি সাপোর্ট টিকেট প্রস্তুত করতে হবে। সমবিস্তারিত তে অবশ্যই জেলা, উপজেলা, মৌজা ও খতিয়ান/পর্চা নম্বর উল্লেখ করতে হবে। সাপোর্ট টিম আপনার প্রদত্ত ইমেইল এড্রেস/ ফোন নম্বরে আপনাকে যথোপযুক্ত উত্তর প্রদান করবে।
গত ৬ মাস আগে অনলাইনে ভূমি সেবার মাধ্যমে তিনটি টি সি এস খতিয়ানের আবেদন করেছি টাকা ও পরিশোধ করেছেন, কিন্তু আজও পাননি? আপনি অনলাইনে আবেদন করে খতিয়ান পেতে পারেন। অনলাইনে খতিয়ান আবেদনের জন্য https://eporcha.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর নাগরিক কর্নার থেকে খতিয়ান আবেদন অপশনটি নির্বাচন করে খতিয়ান অনলাইন আবেদন ফরম এ গিয়ে ফরমের যাবতীয় তথ্যাদি দিয়ে তথ্যানুসন্ধানের মাধ্যমে খতিয়ানের আবেদন সম্পন্ন করুন। পর্চার সার্টিফাইড কপি ডাকযোগে নিলে ৯০ টাকা, সার্টিফাইড কপি অফিস কাউন্টার থেকে নিলে ৫০ টাকা, অনলাইন কপি ডাকযোগে নিলে ৪০ টাকা এবং অনলাইন কপি নিজে ডাউনলোড করে নিলে কোন চার্জ প্রয়োজন হবে না।
জমি মৌজা ম্যাপ ডাউনলোড বাংলাদেশ / মৌজা ম্যাপ কি প্রিন্ট কপি ভালো নাকি স্ক্যান কপি
জি। আপনি জমি মাপার ক্ষেত্রে স্ক্যান বা প্রিন্ট কপি দুটোই ব্যাবহার করা যায়।
জমি মৌজা ম্যাপ ডাউনলোড [JPEG File]
জমি মৌজা ম্যাপ বাংলাদেশ । জমির মৌজা ম্যাপের আবেদন ফি কত?
- অনলাইনে খতিয়ান আবেদনের জন্য https://eporcha.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
- এরপর নাগরিক কর্নার থেকে খতিয়ান আবেদন অপশনটি নির্বাচন করে খতিয়ান অনলাইন আবেদন ফরম এ গিয়ে ফরমের যাবতীয় তথ্যাদি দিয়ে তথ্যানুসন্ধানের মাধ্যমে খতিয়ানের আবেদন সম্পন্ন করুন।
- পর্চার সার্টিফাইড কপি ডাকযোগে নিলে ৯০ টাকা, সার্টিফাইড কপি অফিস কাউন্টার থেকে নিলে ৫০ টাকা, অনলাইন কপি ডাকযোগে নিলে ৪০ টাকা এবং
- অনলাইন কপি নিজে ডাউনলোড করে নিলে কোন চার্জ প্রয়োজন হবে না।
আবেদন প্রিভিউ দেখাচ্ছে অনেক সময় ধরে কিন্তু দাখিল হয় না?
অপেক্ষা করুন। না হলে বিস্তারিত জানতে ভুমি সেবা হেল্প লাইন ১৬১২২ নম্বরে কল করুন। অনলাইন আবেদনের মাধ্যমে যে মৌজা ম্যাপটি প্রদান করা হয় তা সার্টিফাইড কপি অর্থাৎ অরিজিনাল কপি প্রদান করা হয়। অনলাইন হতে সরাসরি ডাউলোড করে প্রিন্ট করে নেয়া যায় কিন্তু সেগুলো সঠিক মাপের হয়না। তবে অরিজিনাল বা ডাউনলোডকৃত ফাইল হতে যদি প্রিন্টিং প্রেসে নিয়ে প্রিন্ট করা হয় তবে সেটি কার্যকর হবে।
Pingback: বি এস খতিয়ান অনলাইন আবেদন ২০২৩ । বাসায় বসে খতিয়ান পেতে কি করতে হবে? - ReportBD
Pingback: মৌজা ভিত্তিক জমির মূল্য তালিকা ২০২৪ । করটিয়া মৌজার জমির সরকারি দাম কত? - Reportbd