জোড়পূর্বক ছাড়পত্র (TC) প্রদানকারী প্রতিষ্ঠানের জন্য জরুরি বিজ্ঞপ্তি।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বাের্ড, ঢাকা -এর আওতাধীন কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান অকৃতকার্য শৃঙ্খলা ভঙ্গকারী শিক্ষার্থীদের নিজ প্রতিষ্ঠান থেকে জোড়পূর্বক ছাড়পত্র (TC) প্রদান করছে, যা তাদের এখতিয়ার বহির্ভুত।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বাের্ড, ঢাকা

www.dhakaeducationboard.gov.bd

১৩-১৪, জয়নাগ রােড, বসিবাজার, ঢাকা – ১২১১

জরুরি বিজ্ঞপ্তি

পত্র নং : বাবর/৩০2. তারিখ : ১০../০১/২০২২

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বাের্ড, ঢাকা -এর আওতাধীন কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান অকৃতকার্য শৃঙ্খলা ভঙ্গকারী শিক্ষার্থীদের নিজ প্রতিষ্ঠান থেকে জোড়পূর্বক ছাড়পত্র (TC) প্রদান করছে, যা তাদের এখতিয়ার বহির্ভুত। উল্লেখ, ছাড়পত্র (TC) দেয়ার এখতিয়ার শুধুমাত্র বাের্ডের। কোন শিক্ষার্থী অকৃতকার্য হলে তাকে পূর্ববর্তী শ্রেণিতে রেখে যথাযথ শিক্ষাদানের মাধ্যমে মান উন্নয়নের ব্যবস্থা করতে হবে এবং শৃঙ্খলা ভঙ্গকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বাের্ড, ঢাকা -এর মাধ্যমে প্রযােজ্য ক্ষেত্রে ছাড়পত্রের (TC) অনুমতি নিতে হবে। এ বিষয়ে কোন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযােগ পাওয়া গেলে বিধি মােতাবেক ব্যবস্থা নেয়া হবে।

বিষয়টি অতীব জরুরি।

চেয়ারম্যানের মহােদয়ের আদেশক্রমে

প্রফেসর আবু তালেব মােঃ মােয়াজ্জেম হােসেন

কলেজ পরিদর্শক

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বাের্ড, ঢাকা

ফোন : ০২-৫৮৬১২৪৭৬, মােবাইল : ০১৫৫০৪১১২০৪

সভাপতি / অধ্যক্ষ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বাের্ড, ঢাকা -এর আওতাধীন কলেজসমূহ।

জোড়পূর্বক ছাড়পত্র (TC) প্রদানকারী প্রতিষ্ঠানের জন্য জরুরি বিজ্ঞপ্তি: ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *