বাংলাদেশ রেলওয়ে বিধি নিষেধে টিকেট ইস্যুর ক্ষেত্রে নতুন নিয়ম প্রবর্তন সংক্রান্ত।

যাত্রীদের সামাজীক ও শারীরিক দুরত্ব নিশ্চিত করণার্থে আন্তঃনগর ট্রেনসমূহের বিদ্যমান আসনসংখ্যার অর্ধেক টিকিট ইস্যুকরণ। হ্রাসকৃত আসনসংখ্যার অর্ধেক (অর্থাৎ মােট আসনসংখ্যার ২৫%) টিকিট কাউন্টারের মাধ্যমে এবং বাকী অর্ধেক আসনের (অর্থাৎ মােট আসনসংখ্যার ২৫%) টিকিট মােবাইল অ্যাপ/অনলাইনের মাধ্যমে ইস্যু করা। ঘ) ইতিপূর্বেকার রেলপথ মন্ত্রণালয় কর্তৃক অনুমােদিত ইমার্জেন্সী কোটা ও আন্তঃনগর ট্রেন ম্যানুয়াল অনুযায়ী পাশ কোটা ব্যতীত আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রয়ে বিদ্যমান সকল প্রকার কোটা ব্যবস্থা রহিত করা। আন্তঃনগর ট্রেনসমূহের স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্লাটফরম টিকিট ইস্যু সম্পূর্ণরুপে বন্ধ থাকবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

মহাপরিচালকের কার্যালয় 

বাংলাদেশ রেলওয়ে রেলভবন, ঢাকা।

নং-৫৪.০১.২৬০০.০০৭.১৮.০০৪.০৮-২০ তারিখঃ ১১ জনুয়ারী ২০২২

সিসিএম (পূর্ব ও পশ্চিম) 

বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রাম ও রাজশাহী।

বিষয়ঃ করােনাডাইরাসজনিত রােগ (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে বাংলাদেশ রেলওয়ের যাত্রীবাহী ট্রেনসমূহে চলাচলে বিধি নিষেধ আরােপের পরিপ্রেক্ষিতে টিকেট ইস্যুর ক্ষেত্রে নতুন নিয়ম প্রবর্তন প্রসঙ্গে।

সুত্রঃ মন্ত্রীপরিষদ বিভাগের পত্র নং-০৪,০০,০০০০,৫১৪,১৬,০০১.২১-১৩১; তারিখঃ ১০ জানুয়ারী ২০১২।

করােনাভাইরাসজনিত রােগ (কোডিড-১৯) এর বিস্তার রােধকল্পে সার্বিক কার্যাবলী/চলাচলে সরকার কর্তৃক বিধি-নিষেধ আরােপ করে প্রজ্ঞাপন জারী করা হয়েছে। জারীকৃত প্রজ্ঞাপনে ট্রেন, বাস ও লঞ্চে সক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে মর্মে নির্দেশনা প্রদান করা হয়েছে।

এমতাবস্থায়, যাত্রীবাহী ট্রেন পরিচালনার ক্ষেত্র রেলওয়ের কর্মকর্তা/কর্মচারী ও সম্মানীত যাত্রীগণের স্বাস্থ্যগত নিরাপত্তার স্বার্থে শারীরিক দুরত্ব ও মাস্ক পরিধান নিশ্চিতকরণের মাধ্যমে আন্তঃনগর ট্রেনসমূহের টিকিট বিক্রয়ে নিয়ে বর্ণিত সংশােধনীসমূহ আনয়ন করা হলােঃ

ক) যাত্রীদের সামাজীক ও শারীরিক দুরত্ব নিশ্চিত করণার্থে আন্তঃনগর ট্রেনসমূহের বিদ্যমান আসনসংখ্যার অর্ধেক টিকিট ইস্যুকরণ;

খ) হ্রাসকৃত আসনসংখ্যার অর্ধেক (অর্থাৎ মােট আসনসংখ্যার ২৫%) টিকিট কাউন্টারের মাধ্যমে এবং বাকী অর্ধেক আসনের (অর্থাৎ মােট আসনসংখ্যার ২৫%) টিকিট মােবাইল অ্যাপ/অনলাইনের মাধ্যমে ইস্যু করা;

গ) আন্তঃনগর ট্রেনসমূহের স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্লাটফরম টিকিট ইস্যু সম্পূর্ণরুপে বন্ধ থাকবে; 

ঘ) ইতিপূর্বেকার রেলপথ মন্ত্রণালয় কর্তৃক অনুমােদিত ইমার্জেন্সী কোটা ও আন্তঃনগর ট্রেন ম্যানুয়াল অনুযায়ী পাশ কোটা ব্যতীত আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রয়ে বিদ্যমান সকল প্রকার কোটা ব্যবস্থা রহিত করা;

ঙ) কাউন্টারে টিকিট ইস্যু ও ঐনে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীর মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে;

চ্) প্রচলিত নিয়মানুযায়ী ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালনপূর্বক আন্তঃনগর ট্রেনে ক্যাটারিং সেবা প্রদান ও ট্রেনে রাত্রীকালীন বেডিং সরবরাহ করতে হবে;

টিকিট ইস্যর উপরিল্লিখিত সংশােধনীসমূহ আগামী ১৫ জানুয়ারী ২০২২ তারিখ (যাত্রার তারিখ বিবেচনায়) হতে কার্যকর হবে। এক্ষেত্রে সময়ে সময়ে জারীকৃত টিকিট ইস্যু এবং স্বাস্থ্যবিধি পরিপালন করার অন্যান্য নিয়মাবলী অপরিবর্তিত থাকবে।

(মাে, নাহিদ হাসান খান)

উপ-পরিচালক(টিসি)

বাংলাদেশ রেলওয়ে বিধি নিষেধে টিকেট ইস্যর ক্ষেত্রে নতুন নিয়ম প্রবর্তন সংক্রান্ত: ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *