জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষ পরীক্ষার ফল ইতোমধ্যে প্রকাশিত হয়েছে যদি কারও ফল সম্পর্কে সন্দিহান থাকেন তবে আপনি ফি পরিশোধপূর্বক খাতার পুনরায় দেখানোর ব্যবস্থা করতে পারেন – ডিগ্রী পাস ৩য় বর্ষ ফলাফল চ্যালেঞ্জ ২০২৩

ডিগ্রী ফলা চ্যালেঞ্জ করার শেষ তারিখ – ২০২০ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ চূড়ান্ত পরীক্ষার ফলাফল-এর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আগামী ২৬/০২/২০২৩ তারিখ হতে ১৫/০৩/২০২৩ পর্যন্ত online-এ আবেদনসহ ব্যাংকে টাকা জমা দেয়া যাবে।

Pay Slip সংগ্রহ ও জমাদানের নিয়মাবলী- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট https://www.nu.ac.bd/ =>Services = > Re-scrutiny (উত্তরপত্র পুননিরীক্ষণ) or http://103.113.200.36 / PAMS/ICTUnit/Re-scuting.aspx থেকে Online-এ আবেদন ফরম পুরণ করে Pay Slip ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যেকোন শাখার মাধ্যমে নির্ধরিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে অথবা সোনালী ব্যাংকের Online payment gateway ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা- নগদ, বিকাশ, রকেট অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমনঃ AMERICAN EXPERESS, VISA, DBBL, NEXUS, MASTER CARD অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকে Online -এ টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে। ফি জমাদানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে ।

নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফরম পূরণ করা, Pay Slip ডাউললোড করা এবং টাকা জমা দেয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোন ফরমে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোন প্রকার উদ্ভুত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

অনলাইনেই ফরম পূরণ এবং ফি পরিশোধ করা যাবে / অনলাইনেই ডিগ্রী পরীক্ষার চ্যালেঞ্জ করে আবেদন করা যাবে

অনলাইনে ফরম পূরণ করে পে স্লিপ ডাউনলোড করতে হবে অথবা মোবাইল ব্যাংকিং ব্যবহার করে অনলাইনে ফি জমা দিতে হবে। কোন হার্ড কপি প্রেরণ করতে হবে না।

ডিগ্রী পাস ৩য় বর্ষ ফলাফল চ্যালেঞ্জ ২০২৩ । ডিগ্রী পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করার নিয়ম

Caption: Degree 3rd Year Result Recheck Process 2023

ডিগ্রী পরীক্ষার ফর পুন:নিরীক্ষণ আবেদন পদ্ধতি যেভাবে আপনি অনলাইন হতে ফরম সংগ্রহ করে আবেদন করবেন

  1. পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য অনলাইন হতে ফরম সংগ্রহ করে আবেদন করতে হবে। সাধারণত আবেদনপত্রটি পরীক্ষার পর এক মাসের মধ্যে জমা দিতে হবে।
  2. আবেদনপত্রে উল্লেখ করতে হবে পরীক্ষার নাম, সন এবং তারিখ, পরীক্ষার রোল নম্বর, প্রাপ্ত নম্বর এবং পুনঃনিরীক্ষণের কারণ।
  3. আবেদনপত্রটি সম্পর্কিত পরীক্ষার নির্দেশিত ফি জমা করতে হবে অর্থাৎ ৫০০ টাকা ফি জমা দিতে হবে।
  4. পরীক্ষা কমিটি বা যোগ্যতা পরীক্ষা কর্তৃপক্ষ এই আবেদনপত্র এবং সংশ্লিষ্ট সকল কাগজপত্রের উপর নির্ভর করে পুনঃনিরীক্ষার নির্দেশ দেবে। পুনঃনিরীক্ষার ফলাফল পরবর্তীতে আবেদনকারীকে জানানো হবে।

ফি কত পরিশোধ করতে হবে?

ডিগ্রী পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ আবেদন ফি প্রতি উপর নির্ভর করে ভিন্ন হতে পারে। কিছু প্রতিষ্ঠানে এই ফি ফ্রি হতে পারে এবং কিছু প্রতিষ্ঠানে ফি প্রদান করতে হতে পারে। তবে সাধারণত ফির পরিমাণ খুব বেশি নয়। আপনার নির্দিষ্ট শিক্ষা মন্ত্রণালয়ের ও পরীক্ষাদাতার ওয়েবসাইট বা অফিসে যোগাযোগ করে ফি সম্পর্কিত তথ্য জানতে পারেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ ফি- প্রতিপত্র ৫০০/- (পাঁচশত) টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *