আপনি বা আপনার পরিচিত কেউ কি জমি কেনার কথা ভাবছেন? অথবা কেউ কি জমি কেনার বিষয়ে আপনার পরামর্শ চাইছে? জমি কেনার পর বিপদে পড়তে না চাইলে আপনাকে অবশ্যই উক্ত জমির মালিকানা সম্পর্কে নিশ্চিত হতে হবে। তবে এজন্য আপনাকে কোন সরকারি অফিসে যেতে হবেনা। আজকের এই পোস্ট টি পড়লেই আপনি ঘরে বসে আপনার মোবাইল দিয়েই যেকোন জমির মালিকানা আপনি জানতে পারবেন। এজন্য আপনাকে শুধুমাত্র উক্ত জমির দাগ নম্বর জানলেই হবে। এখন দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম জানা যায়।
প্রথমেই জানি দাগ বা দাগ নম্বর কী?
দাগ শব্দের অর্থ ভূমিখণ্ড। যখন জরিপ ম্যাপ প্রস্তুত করা হয়, তখন মৌজা নকশায় ভূমির সীমানা চিহ্নিত/ সনাক্ত করার জন্য প্রত্যেকটি ভূমি খন্ডকে আলাদা আলাদা নাম্বার দেয়া হয় আর এটিই দাগ নাম্বার।
এবার আসুন দাগ নম্বর দিয়ে কিভাবে জমির মালিকানা বের করবো।
এজন্য নিম্নোক্ত ধাপ অনুসরণ করুনঃ
ধাপ ১ঃ আপনার ইন্টারনেট সংযোগ সম্বলিত স্মার্টফোনের যেকোন একটি ব্রাউজারে প্রবেশ করুন। Mozilla Firefox অথবা Google Crome ব্যবহার করতে পারেন।
ধাপ ২ঃ ব্রাউজারের সার্চ বক্সে land.gov.bd অথবা E Porcha gov BD টাইপ করুন বা সাইট টিতে প্রবেশ করুন। এবার আপনার মোবাইলটিকে Desktop Mode এ অন করুন।
ধাপ ৩ঃ এরপর আরএস খতিয়ান নাম্বার এ যেতে হবে। এবার পর্যায়ক্রমে বিভাগ, জেলা, উপজেলা, মৌজা বাছাই করুন অথবা সার্চ বক্সে লিখুন।
- তারপর দাগ নং অনুযায়ী সিলেক্ট করে দিন।
- বক্সে দাগ নম্বর টি লিখুন।
- ক্যাপচা পুরন করুন।
- এখন আপনি ওই জমির সমস্ত খতিয়ান নাম্বার গুলো মোবাইলে পেয়ে যাবেন।
- কোন খতিয়ানের মালিকের নাম জানতে চান তা জেনে রাখুন।
ধাপ ৪ঃ এবার খতিয়ান নম্বর দিয়ে মালিকের নাম জানুন
- আপনার প্রাপ্ত খতিয়ান নাম্বার গুলো দিয়ে এখন আপনি মালিকের নাম জানতে পারবেন।
- পূর্বের ইন্টারফেসে এবার আপনি খতিয়ান নাম্বারটি লিখুন।
- তারপর ক্যাপচা ঘরটি পূরন করুন।
- এরপর খুঁজুন অপশনটিতে ক্লিক করুন।
তাহলে মালিকের নাম পেয়ে যাবেন। এখন ওই জমিতে ওই মালিক কতটুকু পরিমান অংশ পাবে তার পরিমাণ টি দেখাবে। এভাবে আপনি মোবাইলের সহায়তাই এবং দাগ নম্বর ব্যবহার করে জমির প্রকৃত মালিকের নাম জানতে পারবেন। জমি ক্রয়ের ক্ষেত্রে জমির প্রকৃত মালিকের নাম জানা থাকলে কোনরকম Duplicate হওয়ার চান্স নেই।
জমির বিএস পর্চা উত্তোলন
অনলাইনেই আবেদন করা যায়।
মৌজা কাদলা কচুয়া চাঁদপুর এস এ 363
অনলাইনে ভূমি অফিস এখনও এন্ট্রি করেনি।
Recort jans
মৌজা কাদলা কচুয়া চাঁদপুর বি এস 870
অনলাইনে ভূমি অফিস এখনও এন্ট্রি করেনি।
আমার কাছে আর এস খতিয়ানের দাগ নাম্বার আছে। কিন্তু আর এস দাগ নাম্বার দিয়ে কি ভাবে সি এস খতিয়ান পেতে পারি জানাবেন প্লিজ।
এক খতিয়ান দিয়ে অন্য খতিয়ান বের করা যায় না। এজন্য ভূমি অফিসের বালাম নং ও রেজিস্টার খুজতে হবে।
2164
আমার এস এ খতিয়ান লাগবে
যেহেতু অনলাইন হয়নি তাই ভূমি অফিসে ম্যানুয়ালি যোগাযোগ করুন।
মৌজা কাদলা 128 কচুয়া চাঁদপুর এস এ 362
অনলাইনে ভূমি অফিস এখনও এন্ট্রি করেনি।
Ami 2 ti jomir dag number dibo Malik ke bolte parle 5000 taka dibo.
01828138205
Rekot 40/62
Onusare
আপনি দাগ খতিয়ান নম্বর দিন। আমি বলতে ট্রাই করবো। কিন্তু কোন টাকা দিতে হবে না।
দাগ নং 1979/80
বি আর এস
654 নং খতিয়ান
মৌজা জানা থাকতে হবে তো। এই লিংকে গিয়ে তথ্যগুলো দিন https://eporcha.gov.bd/khatian-search-panel
দাগ নাম্বার দিয়ে খতিয়ান বের করার উপায় জানতে চায়
It is very good program.