ভূমি অফিস হতে প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড অথবা আপনি নিজে রেজিস্ট্রেশন করে থাকলে তো আপনার কাছে ইউজার আইডি পাসওয়ার্ড আছে সেটি দিয়ে নাগরিক লগিন করতে হবে – ভূমি উন্নয়ন কর পরিশোধ রশিদ ডাউনলোড

ভূমি কর রশিদ কিভাবে ডাউনলোড করে?– প্রথমে ldtax.gov.bd লিংকে প্রবেশ করে নাগরিক লগিনে গিয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগিন বা প্রবেশ করবেন। দাখিল  ক্লিক করে বিস্তারিত ক্লিক করবেন। খাজনা বা কর পরিশোধ থাকলে রশিদ দেখতে পাবেন। পরিশোধ না থাকলে আপনি পেমেন্ট অপশন পাবেন। বিকাশ বা নগদ বা ডেবিট কার্ডে কর পরিশোধ করলেই সাথে সাথে রশিদ পাবেন।

ভূমি কর কেন দিতে হয়? প্রচলিত ভাষায় খাজনা বললেও প্রকৃতপক্ষে ভূমি ব্যবহারের জন্য সরকারকে যে কর দিতে হয় তা ভূমি উন্নয়ন কর বা Land Development Tax। ভূমির শ্রেণী এবং ব্যবহার অনুযায়ী ভূমি উন্নয়ন কর ধার্য হয়।২৫ বিঘা পর্যন্ত কৃষি জমির ভূমি উন্নয়ন কর দিতে হয়না। এছাড়া, শহর এলাকায় আবাসিক, শিল্প এবং বাণিজ্যিক শ্রেণী অনুযায়ী ভূমি উন্নয়ন কর ধার্য করা হয়। ভূমি উন্নয়ন কর অধ্যাদেশ, ১৯৭৬ (Land Development Tax Ordinance, 1976) এবং ভূমি উন্নয়ন কর বিধিমালা, ১৯৭৬ অনুযায়ী ভূমি উন্নয়ন কর বা খাজনা আদায় করা হয়। এছাড়া, ভূমি মন্ত্রণালয় সময় সময় পরিপত্র জারী করে এই হারপুনঃনির্ধারণ করেও থাকে। খাজনা বকেয়া রাখা উচিৎ নয়। নিয়মিত খাজনা পরিশোধ করা উচিৎ। এতে জমির উপর ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধিকার সুদৃঢ় হয়। খাজনা বাংলা সন অনুযায়ী নেয়া হয়। খাজনাপরিশোধ করতে হয় তহসিল অফিসে। প্রকৃতপক্ষে তফসিল অফিসের নাম ইউনিয়ন ভূমি অফিস এবং ঢাকা মহানগরে ভূমি অফিস।

ঢাকায় ভূমি কর হার কত? স্থানের নাম বাণিজ্যিক কাজে ব্যবহৃত জমির ভূমি উন্নয়ন করের হার শিল্প কাজে ব্যবহৃত জমির ভূমি উন্নয়ন করের হার আবাসিক ও অন্যান্য কাজে ব্যবহৃত জমির ভূমি উন্নয়ন করের হার ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর ও সিলেট সিটি কর্পোরেশনভুক্ত এলাকা। ৩০০.০০ টাকা ১৫০.০০ টাকা ৬০.০০ টাকা।

টাঙ্গাইল সহ অন্যান্য জেলায় খাজনা রেজ কত? ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, নোয়াখালী, পাবনা, বগুড়া, দিনাজপুর, কুষ্টিয়া, যশোর ও পটুয়াখালী জেলাসদরের পৌর এলাকা। গাজীপুর জেলার শ্রীপুর, কালিয়াকৈর, কালিগঞ্জ, খুলনা জেলার ফুলতলাউপজেলার আটরা গিলাতলা ইউনিয়ন ও দামোদর ইউনিয়নের মশিখালি মৌজা। নারয়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরএলাকা। ব্রাক্ষণবাড়িয়া জেলার আশুগঞ্জ, কুমিল্লা জেলার লাকসাম ওচাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলা। ময়মনসিংহ জেলার মুক্তাগাছা পৌরএলাকা এবং টাঙ্গাইল জেলার মির্জাপুর পৌরএলাকা। নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভা। কিশোরগঞ্জ জেলার ভৈরব বাজারপৌরএলাকা। ২০০.০০ টাকা ১২৫.০০ টাকা ৪০.০০ টাকা

কৃষি জমির ক্ষেত্রে সর্বনিম্ন দাখিল কত?/ যেহেতু ২৫ বিঘা পর্যন্ত মওকুফ তাই ১০ টাকা দিয়ে দাখিলা সংগ্রহ করতে হবে

সর্বনিম্ন ভূমিকর কি ১০ টাকা? হ্যাঁ। অন্যান্য জেলা সদর পৌরএলাকা। অন্যান্য সকল প্রথম শ্রেণীর পৌরএলাকা। নোয়াখালি জেলার সোনাইমুরি ও চাটখিল পৌরএলাকা এবং লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ পৌরএলাকা ও রায়পুর পৌরএলাকা।নারয়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন। বগুড়া জেলার শান্তাহার পৌরএলাকা ও শেরপুর পৌরএলাকা। জয়পুরহাট জেলার পাঁচবিবি পৌরএলাকা এবং পাবনা জেলার ঈশ্বরদী পৌরএলাকা।খুলনা জেলার দিঘলিয়া উপজেলার যোগীপুর ইউনিয়ন ও আড়ংঘাটা ইউনিয়ন, বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন, ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়ন এবং যশোর জেলার অভয়নগর পৌরসভা।দিনাজপুর জেলার পার্বতীপুর পৌরসভা। নোয়াখালী জেলার বশুরহাট পৌরএলাকা। ১০০.০০ টাকা ৭৫.০০ টাকা ২০.০০ টাকা অন্যান্য সকল পৌরএলাকা ৬০.০০ টাকা

ভূমি উন্নয়ন কর সিস্টেম অটোমেশন

Caption: ldtax.gov.bd

জমির হোল্ডিং রেজিস্ট্রেশনের প্রক্রিয়ার কাগজপত্রাদি ২০২৪ । ভূমি কর দিতে কি কি কাগজপত্র লাগে?

  1. রেকর্ড/খারিজ খতিয়ানের কপি।
  2. পূর্ববর্তী দাখিলার কপি বা খাজনার (রশিদ সর্বশেষ)।
  3. পাসপোর্ট সাইজের ছবি ০১ কপি।
  4. জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
  5. সচল মোবাইল নম্বর।

ভূমি কর কি নিজে নিজেই দেয়া যায়?

ভূমি উন্নয়ন কর নিজে নিজেই দেওয়া যায়। ldtax.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে এনআইডি মোবাইল নম্বর, এনআইডি, নাম ঠিকানা তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে আপনি পর্চার কপি আপলোড করলেই হোল্ডিং নম্বর এন্ট্রি দিয়ে দিবে ভূমি অফিস।অতপর আপনি হোল্ডিং নম্বর ব্যবহার করে অনলাইনে মোবাইল ব্যাংকিং ব্যবহার করেই ভূমি কর পরিশোধ করতে পারবেন। মনে রাখবেন আপনি খাজনার রশিদ যদি আপলোড না করেন তবে আপনাকে ৪৭ বছরের কর নির্ধারণ করে দিবে। তাই খতিয়ানের সাথে রশিদ দাখিল করুন।

ভূমি উন্নয়ন কর আইন ২০২৩ । ভূমি কর বকেয়া পড়লে কত শতাংশ জরিমানা দিতে হবে? ভূমি উন্নয়ন কর ও বিভিন্ন ফি ২০২৩ । কত বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ?
Online LD Tax Payment System । অনলাইনে ভূমি উন্নয়ন কর দাখিলার নিয়ম দেখুন ldtax gov bd । অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের নিয়ম দেখুন
  রাজশাহী খুলনাতে রেট কেমন?

রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর ও কুমিল্লা সিটি কর্পোরেশন ভুক্ত এলাকা। ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলা সাভার, ধামরাই, চট্টগ্রাম জেলার সীতাকুন্ড, হাটহাজারি ও কক্সবাজার জেলা সদরেরপৌরএলাকা। নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার তারাবো পৌরএলাকা এবং সোনারগাঁও উপজেলার কাঁচপুর ও মেঘনাঘাট এলাকা। ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ী, জামিরদিয়া, ধানসুর, ভানডাব, কাঁঠালি ও মেহেরবাড়ী মৌজা। নোয়াখালী জেলার চৌমুহনি পৌর এলাকা। রাজউকের আওতাধীন পূর্বাচল আবাসিক এলাকা। ২৫০.০০ টাকা ১৫০.০০ টাকা ৫০.০০ টাকা।

https://reportbd.net/%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%aa-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *