লঞ্চের ভাড়া বাড়লো– প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটীরে জনপ্রতি যাত্রীভাড়া ২.৩০ টাকা হতে ০.৭০ টাকা বৃদ্ধি করে ৩.০০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং প্রথম ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রীভাড়া ২.০০ টীকা হতে ০.৬০ টাকা বৃদ্ধি করে ২.৬০ টীকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে ন্যূনতম ভাড়াও পুন: নির্ধারণ করা হল: জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা হতে ৮ টীকা বৃদ্ধি করে ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। তেলের দাম বৃদ্ধির ফলে বাস ভাড়ার পর নৌপথে নাগরিকদের ব্যয় বৃদ্ধি পেল। মূল্য স্ফিতিতে দ্রব্যমূল্যের সাথে অন্যান্য ব্যয়ও বৃদ্ধি পাচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পীরমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯ এর বিধি ২৭ মোতাবেক সরকার নৌযানে যাত্রী পরিবহনের জন্য কিলোমিটার প্রতি সর্বোচ্চ ও সর্বনিম্ন যাত্রীভাড়া পুনঃনির্ধারণের লক্ষ্যে গঠিত কমিটির সুপারিশের আলোকে বিআইডব্লিউটিএ’র প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নিম্নরূপভাবে যাত্রীভড়িী পুনঃনির্ধারণ করল।

নৌপথে যাতায়াতের ভাড়া বৃদ্ধি করা হল / নৌযানে যাত্রী পরিবহনে ভাড়া পুনঃনির্ধারণ ২০২২

এ আদেশ আজ ১৬/০৮/২০২২ তারিখ হতেই কার্যকর করা হয়েছে।

Caption: Boat Rent will be revised by Bangladesh Government

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের বিভিন্ন বিধিমালা ২০২২

১. বিআইডব্লিউটিএ পেনশন বিধিমালা
২. বিআইডব্লিউটিএ ​রুলস অব বিজনেস ১৯৫৯
৩. বিআইডব্লিউটিএ ​রুলস অব বিজনেস ১৯৭২
৪. নিমজ্জিত/ দূর্ঘটনা কবলিত নৌযান উদ্ধার বিষয়ক স্থায়ী আদেশ

৫. The Removal of Wrecks & Obstructions in Inland Navigable Waterways Rules, 1973
৬. অভ্যন্তরীণ জলপথ ও তীরভূমিতে স্থাপনাদি নির্মাণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০১০
৭. পোর্ট রুলস ১৯৬৬
৮. পাইলটেজ ফি বিধিমালা ২০০৩
​৯. টাইম এন্ড ফেয়ার টেবিল এপ্রুভাল রুলস​ ১৯৭০

১০. ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি

১১. বেসরকারী উদ্যোগে অভ্যন্তরীণ নৌ-কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনা নির্দেশিকা-২০১৩

১২. সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সংক্রান্ত নির্দেশিকা ২০১৬

১৩. বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯

বাস ভাড়া কত % বেড়েছিল?

বাসের ভাড়া বাড়ল ১৬-২২% – ডিজেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে দূর পাল্লায় ৪০ পয়সা এবং নগরে ৩৫ পয়সা বাড়ানো হয়েছে। দূর পাল্লায় আগের ভাড়া ১ টাকা ৮০ পয়সার জায়গায় ৪০ পয়সা বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা করা হয়েছে। বেড়েছে ২২ শতাংশ। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ১৬ শতাংশ বাড়িয়ে নতুন ভাড়া করা হয়েছে ২ টাকা ৫০ পয়সা। আগে ভাড়া ছিল ২ টাকা ১৫ পয়সা। প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে ৩৫ পয়সা।

নৌযানে যাত্রী পরিবহনে ভাড়া পুনঃনির্ধারণ ২০২২ । প্রতি কি:মি: ৬০ পয়সা বৃদ্ধির প্রজ্ঞাপন দেখুন: ডাউনলোড