সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ২টি শিফটে চলবে এবং সময়সূচী মোতাবেক ক্লাস পরিচালিত হইবে – প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুটিন ২০২৩ pdf

কখন কখন শিফট দুটি চলবে?– বিদ্যালয় কার্যক্রমের সময়সূচি এক শিফট সকাল ৯:০০ ঘটিকা থেকে বিকাল ৪:১৫ ঘটিকা পর্যন্ত, দুই শিফট বা দ্বিতীয় শিফট সকাল ৯:০০ ঘটিকা থেকে বিকাল ৪:১৫ ঘটিকা পর্যন্ত (১ম শিফট ৯.০০ ঘটিকা থেকে ১২.১৫ ঘটিকা পর্যন্ত (২য় শিফট ১২.০০ ঘটিকা থেকে ৪.১৫ ঘটিকা পর্যন্ত  চলবে। তবে ঢাকা মহানগরীর জন্য পরিপত্র অনুযায়ী নির্ধারিত সময়সূচি প্রযোজ্য হবে।

শিশু শ্রেনীর ক্লাস কখন শেষ হবে? প্রাক-প্রাথমিক কার্যক্রমের সময়সূচি ৫+ শ্রেণি- সকাল ৯:৩০ থেকে ১২.০০ ঘটিকা পর্যন্ত (২ ঘণ্টা ৩০ মিনিট) চলবে এবং 8 + শ্রেণি- প্রাক-প্রাথমিক শিক্ষার নীতিমালার আলোকে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসারের সাথে আলোচনাক্রমে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার সময়সূচি নির্ধারণ করবেন

ক্লাস মূল্যায়নের ডেট লাইন আছে কি? ক্লাস মূল্যায়নের সময়সূচি (১ম শেণি হতে ৫ম শ্রেণি) প্রথম প্রান্তিক মূল্যায়ন ০৫ মে ২০২৪ থেকে ১৪ মে ২০২৪ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে এবং দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন ১৮ আগস্ট ২০২৪ থেকে ২৮ আগস্ট ২০২৪ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে এবং তৃতীয় প্রান্তিক মূল্যায়ন আগামী ০২ ডিসেম্বর ২০২৪ থেকে ১১ ডিসেম্বর২০২৪ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে।

প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুটিন ২০২৪ দুই শিফট । সংশোধিত ক্লাস রুটিন ২০২৪

বাংলা বিষয়ে প্রতিটি শ্রেণিতে শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলার জন্য বার্ষিক পাঠ পরিকল্পনায় পুনরালোচনার দিনগুলোতে কমপক্ষে ১০ (দশ) মিনিট সংশ্লিষ্ট নির্দেশনার আলোকে সম্পূরক পঠন সামগ্রী (এস আর এম) ব্যবহার করবেন।

Caption: Full Class Routine or Time table PDF Download Link

প্রতিদিন ক্লাসের সূচি ২০২৩ । ৩-৫ম শ্রেণীতে রবিবার কি কি ক্লাস হবে?

  1. বাংলা -১২.০০-১২.৩০
  2. গণিত-১২.৩০-১.১০
  3. বাংলাদেশ ও বিশ্বপরিচয়-২.২০-৩.০০
  4. শারিরিক ও মানসিক স্বাস্থ্য-৩.০০-.৪০
  5. পঠন ও লিখন দক্ষতা উন্নয়ন-৩.৪০-৪.১৫

প্রাথমিক বিদ্যালয়ে সপ্তাহে কতদিন ক্লাস হয়?

প্রাথমিক বিদ্যালয়ে ১- ৫ম শ্রেণীর প্রতিদিন ক্লাস হবে না। সাপ্তাহিক ছুটি ২ দিন হওয়ার কারণে এখন ৫ দিন ক্লাস পরিচালনা করা হয়। প্রতি রবিবার হতে বৃহস্পতিবার ৫টি করে ক্লাস ৫ দিন হবে। অর্থাৎ স্কুল এখন ৫ দিন খোলা থাকে। অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মত স্কুল ৫ দিন খোলা থাকে।

বার্ষিক ছুটির তালিকা দেখুন: ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *