প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন খোলা নিয়ে নতুন নির্দেশনা জারি।

খুলছে শিক্ষা প্রতিষ্ঠান/ শিক্ষা প্রতিষ্ঠানের শারিরিক পাঠদান বন্ধ থাকবে চলতি মাস ২০২২

আসছে ২১ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ রয়েছে।  সে প্রক্ষিতে আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিদ্যালয়-১ অধিশাখা, ঢাকার স্মারক নম্বর: ৩৮. ০০. ০০০০. ০০৭. ০৮. ০০২. ২০২১ -৪৫ ২০ ফেব্রুয়ারি ২০২২ তারিখে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

দেশে করােনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্রমাগত ভাবে বৃদ্ধি পাওয়ায় মন্ত্রিপরিষদ বিভাগের ০৩/০২/২০২২ তারিখের ১৪৩ সংখ্যক স্মারকের নির্দেশনা মােতাবেক ২১/০২/২০২২ তারিখ পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রাখা হয়েছে।

এরই ধারাবাহিকতায় আগামী ০১/০৩/২০১২ তারিখ পর্যন্ত সকল ধরনের সরকারি/বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে।

শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে/ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

 

আগামী মাস পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

ক্যাপশন: প্রাথমিক বিদ্যালয়সমুহ খােলা ও শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালুকরণ প্রসংগে।

তাহলে স্কুল খুলবে কবে?

আগামী ০২/০৩/২০২২ তারিখ হতে দেশের সকল প্রাথমিক বিদ্যালয় খােলা ও শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালুর নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য www.mopme.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে নির্দেশনা প্রদান করা হয়েছে। এ নির্দেশনা প্রদান করেছেন মােহাম্মদ কামাল হােসেন, উপসচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিদ্যালয়-১ অধিশাখা, ঢাকা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *