২০১৯ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স। ৩য় বর্ষ ব্যবহারিক পরীক্ষা ০৫/১২/২০২১ থেকে শুরু হয়েছে এবং আগামী ৩০/১২/২০২১ তারিখে মধ্যে পরীক্ষা গ্রহণ ও ডাটা এন্ট্রির কাজ শেষ করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়

গাজীপুর

স্মারক নং ০৫(৫২০) জাতীঃ বিঃ/পরীঃ/ডিগ্রী পাস/২০১৯/৪০৩৮ তারিখ : ০৯/১২/২০২১

২০১৯ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ ব্যবহারিক পরীক্ষা

সংক্রান্ত বিজ্ঞপ্তি

সংশ্লিষ্ট সকলকে জানানাে যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স। ৩য় বর্ষ ব্যবহারিক পরীক্ষা ০৫/১২/২০২১ থেকে শুরু হয়েছে এবং আগামী ৩০/১২/২০২১ তারিখে মধ্যে পরীক্ষা গ্রহণ ও ডাটা এন্ট্রির কাজ শেষ করতে হবে।

এ পরীক্ষার বহিঃপরীক্ষকগণকে TMIS Login-এ নিজ নিজ User Name, Password ব্যবহার করে TMIS Profile-এর Inbox থেকে নিয়ােগপত্র ডাউনলােড করার জন্য অনুরােধ করা হলাে।

একই সাথে সংশ্লিষ্ট কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট WWW.nu.ac.bd-এর Service মেন্যু হতে TMIS Login থেকে কলেজের জন্য নির্ধারিত User Name, Password ব্যবহার করে TMIS Profile-এর Inbox থেকে Degree Pass & Certificate Course, 3rd Year 2019-এর বিষয়ওয়ারী বহিঃপরীক্ষকের তালিকা ডাউনলােড করে নিবেন।

(বদরুজ্জামান)

পরীক্ষা নিয়ন্ত্রক

জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর

২০১৯ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি: ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *