আজকের খবর ২০২৫

আয়কর ও ভ্যাট কর্তনের তালিকা ২০২৩-২০২৪ । সরকারি নিলাম পণ্যের উপর কত % আয়কর কাটতে হয়?

সরকারি প্রতিষ্ঠানে উৎসে কর এবং আয়কর সঠিক ভাবে কর্তন না করা হলে বিলে অডিট আপত্তি পড়বে – আয়কর ও ভ্যাট কর্তনের তালিকা ২০২৩-২০২৪

উৎসে কর সঠিকভাবে কর্তন করা করলে জরিমানা? হ্যাঁ। উৎসে কর কর্তনকারী সত্তা এবং সরবরাহকারী উৎসে কর কর্তন এবং সরকারি কোষাগারে জমা প্রদানের জন্য যৌথ ও পৃথকভাবে দায়ী থাকিবে। উৎসে কর্তনের দায়িত্ব থাকা সত্ত্বেও মূসক কর্তন করা না হইলে, আইনের ধারা ৮৫ এর উপ-ধারা (১ক) এবং ধারা ১২৭ এর বিধান অনুযায়ী মূল্য সংযোজন কর কর্তনকারী ব্যক্তি, কর্তিত মূল্য সংযোজন কর জমা প্রদানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাইবে। বর্তমানে আয়কর আইন ২০২৩ প্রযোজ্য হইবে। এখানে প্রায় ২৫০০০ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

যে কোন প্রতিষ্ঠান কি উৎসে কর কর্তন করে সরকারি কোষাগারে জমা করিতে পারিবে? না। কেন্দ্রীয় নিবন্ধিত প্রতিষ্ঠানসমূহের শাখা বা বিক্রয়কেন্দ্র তাহাদের [কেন্দ্রীয়ভাবে নিবন্ধিত ইউনিটের মাধ্যমে উৎসে কর্তিত মূসক জমা প্রদান করিবে। একটি সরবরাহের মধ্যে একাধিক উপাদান থাকিবার কারণে উৎসে মূসক কর্তন নিয়ে জটিলতার সৃষ্টি হইলে টেন্ডার, কোটেশন বা বিলে সরবরাহের উপাদানসমূহ ও প্রতিটি উপাদানের বিপরীতে মূল্য আলাদাভাবে উল্লেখ করিতে হইবে এবং প্রতিটি উপাদানের উপর প্রযোজ্য হারে সমুদয় মূসক উৎসে কর্তন করিতে হইবে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ কার্যকর হইবার পূর্বে চুক্তিবদ্ধ কিন্তু মূল্য পরিশোধিত হয় নাই এমন সরবরাহের ক্ষেত্রে পরিশোধকালীন সময়ে প্রযোজ্য বিধান প্রযোজ্য হইবে

ভ্যাট বা মূল্য সংযোজন কর কি? ভ্যাট বা মূল্য সংযোজন কর বা মূসক হচ্ছে একটি পরোক্ষ কর আরও সহজ ভাবে বলা যায় যে, কোন ক্রেতা যখন কোন পণ্য বা সেবা ক্রয় করেন, তার মূল্যের অতিরিক্ত যে কর তিনি দিয়ে থাকেন, সেটাই হচ্ছে ভ্যাট বা মূসক। কোন পণ্য বা সেবার সর্বশেষ ভোক্তা বা ক্রেতাই সেই পণ্য বা সেবার মূসক দাতা। এটি সরকারের একটি বড় ধরনের রাজস্ব আয়। কর্তৃপক্ষ কর্তন না করলে জরিমানা গুণতে হয়।

ভ্যাট কর্তনের হার ২০২৩-২০২৪ pdf । আয়কর পরিপত্র ২০২৩-২০২৪ pdf download

উৎসে কর কর্তনের সর্বশেষ আদেশ জারি করা হয় ২০২১ সালে এবং পরবর্তীতে সংশোধনী জারি করা হয়েছে। সে সকল নির্দেশনা মেনে ভ্যাট কর্তন করতে হবে।

আয়কর ও ভ্যাট কর্তনের তালিকা ২০২৩-২০২৪ । সরকারি নিলাম পন্যের উপর কত % আয়কর কাটতে হয়?

২০২৩-২০২৪ অর্থ বছরের ভ্যাট কর্তন তালিকা PDF পূর্নাঙ্গ কপি সংগ্রহে রাখুন: ডাউনলোড

ভ্যাট কর্তনের হার ২০২৩-২০২৪ । কোন খাতে কত ভ্যাট কাটতে হবে?

  • ০১. অপ্যায়ন/খাদ্য দ্রব্য ক্রয় (এসি) -১০%
  • ০২. অপ্যায়ন/খাদ্য দ্রব্য ক্রয় (নন এসি)-৫%
  • ০৩. মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ-১০%
  • ০৪. আসবাবপত্র বিপনন কেন্দ্র-৭.৫%
  • ০৫. জ্বালানী (সিএনজি/অকটেন/ডিজেল)-৫%
  • ০৬. যান্ত্রিক লন্ড্রি-১০%
  • ০৭. ডকইয়ার্ড-১০%
  • ০৮. নিলামকারী সংস্থা-১০%
  • ০৯. নিলামকৃত পন্যের ক্রেতা-৭.৫%
  • ১০. তথ্য প্রযুক্তি নির্ভর সেবা-৫%
  • ১১. ছাপাখানা-১০%
  • ১২. ইন্ডেটিং সংস্থা-৫%
  • ১৩. ইন্টারনেট সংস্থা-৫%
  • ১৪. মেরামত ও সার্ভিসিং-১০%
  • ১৫. শীতাতপ নিয়ন্ত্রিত বা তাপানুকুল লঞ্চ সার্ভিস-৫%
  • ১৬. বোর্ড সভায় যোগানদারকারী-১০%
  • ১৭. ভবন , মেঝে ও অংগন পরিস্কার বা রক্ষণাবেক্ষণকারী সংস্থা-১০%
  • ১৮. ক্রয় বা যোগানদার -৭.৫%

সকল ক্ষেত্রেই কি আয়কর সর্বনিম্ন ৩% প্রযোজ্য?

না। সর্বনিম্ন আয়কর কর্তনের হার ৫০ লক্ষ টাকা পর্যন্ত ৩% ধার্য্য থাকলেও কোন কোন ক্ষেত্রে আয়কর ৫% কর্তন প্রযোজ্য হইবে। এক্ষেত্রে সংশোধনীগুলো অনুসরণ করতে হবে এবং আয়কর আইন ২০২৩ অনুসরণ করে বিল হতে আয়কর কর্তন করতে হবে। উৎসে আয়কর কর্তনের হার ২০২৩-২৪ । ৩% উৎসে আয়কর কর্তন পরিপত্র

উৎসে আয়কর কর্তনের হার ২০২৩-২৪ । ৩% উৎসে আয়কর কর্তন পরিপত্র২০,৪২০ টাকা মূল বেতন হলে আয়কর কর্তন করতে হবে কিনা জেনে নিন।Income Tax Act 2023 । নতুন আইন মোতাবেক শিল্পী সম্মানীর উপর ১০% আয়কর কর্তন করতে হবে?

https://bdservicerules.info/%E0%A6%AD%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9F-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%A8-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B9/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *