প্রথমত আপনি যে এন জি ওতে চাকরির সুযোগ পেয়েছেন ঐ এনজিও সম্পর্কে ভালো ভাবে তথ্য নিন। কেননা প্রতিটা এন জি ওতে জামানত দিয়ে ঢুকতে হয়। তাই ঐ এনজিওতে ঢুকার পর যদি দেখেন সুযোগ সুবিধা ভালো নাই তবে না পারবেন ছাড়তে আর না পারবেন চাকরি করতে। চাকরি ছাড়লেও লস আবার করলেও লস।
দ্বিতীয়ত দেখতে হবে বেতন স্কেল। যে প্রতিষ্ঠানের বেসিক বেতন যত বেশী সে প্রতিষ্ঠানের বেতন তত দ্রুত বৃদ্ধি পায়। তাছাড়া অন্যান্য সুযোগ সুবিধাও বেসিক বেতনের উপর নির্ভরশীল। তৃতীয়ত অন্যান্য সুযোগ সুবিধা যেমনঃ যাতায়াত ভাতা, লাঞ্চ ভাতা, বোনাস ইত্যাদি আছে কিনা।
শেষ কথা হলো হুট করে কোন প্রতিষ্ঠানে ঢুকবেন না। ভালো প্রতিষ্ঠানে চাকরি করলে ভবিষ্যৎ ভালো হয়। তাই খোঁজ খবর নিয়ে সিদ্ধান্ত নিন। অভিজ্ঞ দের কাছ থেকেও পরামর্শ নিতে পারেন।