ভাল মানুষ – ভাল মানুষ শব্দটির সাথে মহান ও উদার শব্দটি যুক্ত আমরা আমাদের চার পাশে খোজ করলে বা খেয়াল করলেই অসংখ্য ভাল মানুষ খুজে পাই যারা মানুষের উপকার করে বেড়ায় কোন ভাবেই কোন মানুষ বা পশুর ক্ষতিও করে না। তবে পৃথিবীর সব চেয়ে ভাল মানুষের কথা চিন্তা করলেই যে নামটি প্রথমে আসে সেটি হচ্ছে ” প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সঃ)”।

হযরত মুহাম্মাদ (সঃ) ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) আরবের মক্কায় মা আমিনার কোল আলো করে জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দে মাত্র ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।

পৃথিবীল সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগলে best man, best human, best human in the world, ‘who is the best man in the world  ইত্যাদি লিখে সার্চ করলে প্রথমেই চলে আসে হযরত মুহাম্মাদ (সা.) এর নাম। মাইকেল হার্টসের লেখা ‘বিশ্ব সেরা ১০০ মনীষী’ গ্রন্থে প্রথম স্থানেই রয়েছে হযরত মুহাম্মদ (স)-এর নাম। ১৯৭৮ সালে প্রকাশিত ওই বইটি বিভিন্ন মহলে ব্যাপক হইচই ফেলে দেয়।

Best Man in the World / Best Human In the World

Who is the best Man in the world / পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ কে?

পৃথিবীর সবচেয়ে ভাল মানুষ

Caption: পৃথিবীর সবচেয়ে ভাল মানুষের নাম / Best man in the world

Ranking Of The 20 Best Man in The World

মুহাম্মাদ ইসলামের প্রধান নবী, আরব সংস্কারক
আইজাক নিউটন পদার্থবিজ্ঞানী
ঈসা/যিশু খ্রিস্টান ও মুসলমানদের নবী
গৌতম বুদ্ধ বৌদ্ধধর্মের প্রতিষ্ঠাতা
কনফুসিয়াস কনফুসীয়বাদের প্রবর্তক
সেইন্ট পল খ্রিস্টান সংস্কারক
সাই লু কাগজ নির্মাতা
ইয়োহান গুটেনবার্গ অগ্রগতি মুদ্রণ যন্ত্র; বাইবেল মুদ্রণ প্রবর্তন
ক্রিস্টোফার কলম্বাস আমেরিকার অবস্থান আবিষ্কারক
১০ আলবার্ট আইনস্টাইন পদার্থবিজ্ঞানী
১১ লুই পাস্তুর পেনিসিলিনের আবিষ্কারক
১২ গ্যালিলিও গ্যালিলি জ্যোতির্বিদ
১৩ এরিস্টটল গল্পকার , দার্শনিক, বিজ্ঞানী
১৪ ইউক্লিড গণিতে ইউক্লিডীয় জ্যামিতির জনক
১৫ মোজেস/মূসা ইহুদি, খ্রিস্টান ও মুসলিমদের নবী
১৬ চার্লস ডারউইন বিবর্তনবাদের জনক
১৭ কিন শি হুয়াং চীনের মহারাজা
১৮ আউগুস্তুস রোম সম্রাট
১৯ নিকোলাস কোপারনিকাস জ্যোতির্বিদ
২০ অঁতোয়ান লাভোয়াজিয়ে রসায়ন, অর্থনীতি এবং যুক্তিবিজ্ঞান বিশেষজ্ঞ

পৃথিবীর সবচেয়ে ভাল মানুষের বিভিন্ন জরিপে কার নাম এসেছে?

গুগলের এ তথ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘Best Man In The World ’Prophet Muhammad’. অর্থাৎ ‘নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বিশ্বের সেরা মহামানব’ ইত্যাদি হ্যাশট্যাগে ভাইরাল হয়েছে। বিভিন্ন ধর্মের মানুষের ভোট এবং তথ্য চিত্রে পৃথিবীর সবচেয়ে ভাল মানুষের শীর্ষ অবস্থান করছে হযরত মুহাম্মদ (সা.)

তথ্য সূত্র: Wikipedia