সূচীপত্র
বাংলাদেশে ডিজেলের দাম বর্তমানে ১০৪.০০ টাকা নির্ধারিত হয়েছে- চলতি মাসেই জ্বালানি তেলের দাম সমন্বয় করে নতুন মূল্য নির্ধারিত হয়েছে এবং প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারের সাথে রেট সমন্বয় করে নতুন মূল্য ঘোষণা করা হবে – জ্বালানি তেলের দাম ২০২৫
দেশে একক তেল বিক্রেতা কে? – বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) দেশের চাহিদা বিবেচনায় জ্বালানি তেল ও জ্বালানি পণ্য আমদানি ও ভোক্তা পর্যায়ে বিক্রয় করে থাকে। বিপিসি বিভিন্ন দেশ ও ও স্থানীয় উৎস হতে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) আমদানি/ ক্রয়ের মাধ্যমে এবং ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড (ইআরএল) কর্তৃক প্রক্রিয়াকরণের মাধ্যমে বিভিন্ন প্রকার জ্বালানি পণ্য (ডিজেল, অকটেন, পেট্রোল, কেরোসিন, ফার্নেস অয়েল, জেট ফুয়েল, মেরিন ফুয়েল ইত্যাদি) উৎপাদন/ সংগ্রহ/ বিপণন করে থাকে।
অপরিশোধিত জ্বালানি কেনা হয়? আন্তর্জাতিক বাজার মূল্য বলতে পরিশোধিত জ্বালানি তেলের ক্ষেত্রে Platts S&P Global এ প্রকাশিত Mean of Platts Arab Gulf (MOPAG) অনুযায়ী বিপিসির আমদানিকৃত বিভিন্ন গ্রেডের জ্বালানি তেলের মূল্যকে বুঝাবে। অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) এর ক্ষেত্রে ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড (ইআরএল) এর ব্যবহৃত ক্রুড অয়েলের মূল্যকে বুঝাবে।
পরিবহন খরচ ও কোম্পানির মার্জিনও যোগ হয়? হ্যাঁ। জ্বালানি তেল বিপণনের ক্ষেত্রে পেট্রোল পাম্প ডিলার/ এজেন্টকে (প্যাক্ড পয়েন্ট ডিলারসহ) খুচরা পর্যায়ে জ্বালানি তেল বিক্রয়ের জন্য লিটার প্রতি যে কমিশন প্রদান করা হয় তাকে ডিলার/ এজেন্টস কমিশন বুঝাবে। সরকার কর্তৃক প্রকাশিত গেজেট অনুযায়ী ডিলার/ এজেন্টস কমিশন এর মধ্যে অবচয় ও অন্যান্য সকল খরচ অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি সরকারি গেজেট প্রজ্ঞাপন অনুযায়ী ডিলার/ এজেন্টস ট্যাংকলরীর ভাড়া হিসেবে ডিপোর ৪০ কিলোমিটারের মধ্যে পরিবহণ খরচ প্রাইসিং ফর্মুলায় অন্তর্ভুক্ত থাকবে। জ্বালানি নিরাপত্তার স্বার্থে জ্বালানি তেলের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে বাস্তবায়িত প্রকল্পের ব্যয়িত অর্থ রিকভারি এবং বাস্তবায়িতব্য প্রকল্পের আর্থিক সংস্থানের জন্য সংগৃহীত তহবিলকে বুঝাবে। সারাদেশে সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রয়ের জন্য তেল বিপণন কোম্পানিসমূহকে লিটার প্রতি প্রদত্ত মার্জিন বুঝাবে।
পেট্রোলিয়াম পণ্যের স্থানীয় বিক্রয় মূল্য ২০২৫ /নতুন মূল্য ঘোষণা করা হলেই তা আপডেট করে এখানে প্রকাশ করা হল
দেশে বর্তমানে ডিজেলের চেয়ে অকটেনের খুচরা বিক্রয়মূল্য লিটারপ্রতি ১ টাকা বেশি। বর্তমানে ডিজেলের দাম ১০৪.০০ টাকা যেখানে অকটেনের দাম ১২৫ টাকা এবং পেট্রোলের দাম ১২১ টাকা পুন:নির্ধারণ করা হয়েছে।
Caption: Check New Rate Now
জ্বালানি তেলের নতুন দাম ২০২৫ । এখনও নতুন রেট ঘোষণা করা হয়েছে
- ডিজেল ১০৪.০০ (টাকা/লিটার)
- কেরোসিন ১০৪.০০ (টাকা/লিটার)
- অকটেন ১২৪.০০ (টাকা/লিটার)
- পেট্রোল ১২১.০০ (টাকা/লিটার)
আন্তর্জাতিক বাজারে ডিজেলের রেট কত?
এ সপ্তাহের শুরুতে গতকাল আইসিই ফিউচারস ইউরোপে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ২ ডলার ৫ সেন্ট কমেছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৮১ ডলার ৬২ সেন্টে। এক ব্যারেল সমান ১৫৮.৯৮ লিটার অর্থাৎ প্রতি লিটারের দাম ৮১.৬২/১৫৮.৯৮ = ০.৫১৩ ডলার/ লিটার। সে হিসাবে ১১০*০.৫১৩ = ৫৬ টাকা ডলার। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ ডলার ১২ সেন্ট বা ২ দশমিক ৭ শতাংশ কমেছে।