সূচীপত্র

অনলাইনে ফ্রিতে পর্চার অনলাইন কপি এখন পাওয়া যায় না-তবে আপনি দাগ নম্বর এবং খতিয়ান নম্বর পেতে পারেন – সাধারন কোর্ট ফি মাত্র ৫০ টাকা বিকাশ বা যে কোন মোবাইল ব্যাংকিং এ পেমেন্ট করে সার্টিফাইড কপি পাওয়া যাবে – আর এস খতিয়ান অনলাইন কপি

অনলাইনেই ফ্রিতে পর্চা পাওয়া যাবে  – এখন বিশেষ করে সিএস এবং এস.এ খতিয়ান বা পর্চা অনলাইন কপি দেখা যায়। তবে সব দপ্তরে বা ভূমি অফিস এটি আপলোড বা এন্ট্রি করা না থাকায় সহজলভ্য নয়। তবে আপনি ট্রাই করে দেখতেই পারেন। শুধুমাত্র দাগ নম্বর বা খতিয়ান নম্বর জানা থাকলে আপনি পর্চার অনলাইন কপি ঘরে বসে সংগ্রহ করতে পারবেন।

আপনি চাইলে অনলাইনে পর্চা যাচাইও করতে পারবেন। পর্চা যাচাই করার পদ্ধতি ২০২৪- সর্বপ্রথম eporcha.gov.bd/khatian লিংকে যান এবং অতপর বিভাগ সিলেক্ট করবেন। অতপর আপনার জেলার লিষ্ট থেকে নিজের জেলা বাছাই করবেন। জেলার নাম সিলেক্ট করলেই উপজেলার নাম দেখতে পাবেন। মৌজা সিলেক্ট করার পর আপনি খতিয়ান টাইপ সিলেক্ট করবেন। খতিয়ান নম্বর বা মালিকের নাম অথবা দাগ নম্বর ইনপুট দিবেন। আপনি ক্যাপচা এন্ট্রি করার পর অনুসন্ধান করুন এ ক্লিক করলেই তথ্য দেখাবে। অনলাইনে খতিয়ানের আবেদন করার নিয়ম ২০২২ । ৯০ টাকায় ডাকযোগে পর্চা আসবে বাড়িতে

মূল মাষ্টার নকশা বা ম্যাপ কি? যেটা জরিপের সময় মূল নকশা হিসেবে প্রস্তুত করা হয় এবং DLR অফিস বা জরিপ অধিদপ্তরে সংরক্ষণ করা থাকে। কিন্তু এই নকশাটি জমির মালিকের পাওয়ার কোনোরকম সুযোগ নেই। উল্লেখ্য মাষ্টার নকশায় ডাবল ডাবল দাগ থাকে। এই ম্যাপটি থেকে ৪ ধরনের ম্যাপ পাওয়া যায় । অনলাইনে জমির ম্যাপ সংগ্রহের নিয়ম ২০২২ । ডাকযোগে ঘরে আসবে জমির ম্যাপ

ভূমি বা জমির খতিয়ান বা দাগ নম্বর দিয়ে অনলাইন কপি সংগ্রহ / অনলাইন কপি কোন রেজিস্ট্রি বা দলিলিক কাজে ব্যবহার করা যাবে না। এখন এমন পর্চা পাওয়া যায় না তবে দাগ ও খতিয়ান নম্বর পাওয়া যায়

নিচের প্রদত্ত কপির মত অনলাইন কপি সংগ্রহ করতে পারবেন। এটি উপর অনলাইন কপি, সার্টিফাইড কপি হিসেবে ব্যবহার যোগ্য নয় জলছাপ দেয়া থাকবে।

আর এস খতিয়ান অনলাইন কপি । ফ্রিতে পর্চা বের করবেন যেভাবে

Caption: Khotian or Porcha Online Copy

যেভাবে আপনি অনলাইন হতে পর্চা কপি ডাউনলোড করতে পারবেন। এজন্য কোন প্রকার ফি দিতে হবে না। এটির মাধ্যমে মূলত যাচাই করা যায় আপনার প্রাপ্ত বা হতে থাকা কপিটি সঠিক কিনা।

  1. ই পর্চা লিখে গুগল করে প্রথম লিংকে ক্লিক করুন অথবা সরাসরি এই eporcha.gov.bd/khatian লিংকে ভিজিট করুন।
  2. বিভাগ, জেলা, খতিয়ানের ধরন (সিএস বা অন্য যে কোনটি সিলেক্ট করুন), উপজেলা, মৌজা সিলেক্ট করুন।
  3. খতিয়ান, দাগ, মালিকের নাম বা পিতা/স্বামীর নাম এর যেকোন একটি সিলেক্ট করুন।
  4. খতিয়ান নম্বর দিন (এখানে দাগ নম্বরও দিয়েও খুজতে পারেন)
  5. ক্যাপচা এন্ট্রি করুন। অনুসন্ধান করুন ক্লিক করুন।
  6. আবেদন করুন ক্লিক করুন
  7. অনলাইন কপি সিলেক্ট করুন
  8. জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, মোবাইল নম্বর দিয়ে যাচাই করুন ক্লিক করুন।
  9. ইমেইল ও ক্যাপচা লিখুন
  10. পরবর্তী ধাপ সিলেক্ট করলেই আপনি অনলাইন কপি দেখতে পাবেন এবং সেটি ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবে।
  11. এটিতে জলছাপ দেওয়া থাকে তাই এটি কোনভাবে দাপ্তরিক কাজে গ্রহণযোগ্য হবে না। তবে আপনি তথ্যগুলো বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন এবং তথ্য নিশ্চিত হয়ে সার্টিফাইড কপি’র জন্য অন্যলাইনে আবেদন করতে পারবেন।

যে কোন জমির অনলাইন কপি দেখা যাবে?

হ্যাঁ। আপনি যে কোন জমির অনলাইন কপি দেখতে পারবেন। তবে ভূমি অফিস সব জমির তথ্য এন্ট্রি করেনি বিধায় সব জমির দেখতে পারবেন না। ক্রমান্বয়ে সেগুলো আপলোড করা হচ্ছে এবং আপনি দেখতে পারবেন। তবে মজার বিষয় হচ্ছে আপনি আপনার নিজের এবং পরের জমির পর্চাও দেখতে পারবেন। জমির মালিক না হলেও কোন অর্থ ব্যয় না করে আপনি জমির মালিকানা সংক্রান্ত তথ্য দেখতে পারবেন।

খতিয়ানের জন্য নিজে অনলাইনে আবেদন করলে প্রয়োজন হবে জেলা প্রশাসক কর্তৃক নির্ধারিত ফি (৩১ থেকে ৫০ টাকা)। আর ডিজিটাল সেন্টারের মাধ্যমে ফরম পূরণ করে আবেদন করলে কোর্ট ফি ছাড়া ডেলিভারি চার্জ দেওয়া লাগবে। অনলাইনে আবেদন করা জমির খতিয়ান ডাকযোগেও পাওয়া সম্ভব।

ভিডিও আসছে…………

ই নামজারি করার নিয়ম ২০২২ । নামজারি সংক্রান্ত সাধারণ তথ্য ও জিজ্ঞাসা বিষয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *