Download Masters Admission Form । অনলাইন হতে মাস্টার্স ভর্তি ফরম সংগ্রহ করুন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ভর্তিতে ১ম মেরিট লিস্টে যদি আপনি উত্তীর্ণ হয়ে থাকেন। তবে আপনি তা মোবাইলে ম্যাসেজের মাধ্যমে জেনে নিতে পারেন। আবার চাইলে আপনি অনলাইনেও এ তথ্য জেনে নিতে পারেন। এজন্য আপনাকে www.nu.ac.bd/admissions  লিংক ভিজিট করতে হবে।

কিভাবে ভর্তি ফরম ডাউনলোড করবেন

১। প্রথমে www.nu.ac.bd/admissions লিংকে গিয়ে আপনার রোল নম্বর এবং পিন বসিয়ে লগিন করুন।

২। স্ক্রিনে দেখাবে আপনি ১ম মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছেন কিনা।

৩। যদি হয়ে থাকেন তবে Download PDF এ ক্লিক করলে আপনার সামনে একটি ফরম আসবে সেটি পূরণ করুন।

৪। আপনার গার্ডিয়ানের নাম, আয়, আপনার জাতীয়তা, ধর্ম, অস্থায়ী ও স্থায়ী ঠিকানা পূরণপূর্বক সেইভ করুন।

৫। তথ্য সেইভ করে ফরম ডাউনলোড করতে পারবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ভর্তি ফরম ডাউনলোডে অতিরিক্ত তথ্য প্রদান সংক্রান্ত স্ক্রীন

মাস্টার্স (নিয়মিত) ভর্তি

Congratulations!
You are assigned ISLAMIC HISTORY AND CULTURE (1651) at Govt. Saadat College, TANGAIL according to First merit list.
Your application for admission is now pending for the approval from the college authority.
Please click on DOWNLOAD PDF to download the Application Form. You must print the PDF and submit it to your college with required documents.

ফরমটি ডাউনলোড করে প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করে কলেজে ফি জমা প্রদান পূর্বক ফরমটি সাবমিট করলে কর্তৃপক্ষ আপনার তথ্য অনলাইনে অনুমোদন করলে আপনার ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।

মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি -২০২১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *