সূচীপত্র
চলতি মাসেই এইচ.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত হইবে-সেই ধারাবাহিকতায় এডমিট কার্ড বিতরণ শুরু হয়েছে–HSC Admit Card Distribution
অফিস চলাকালীন সময়ে নিতে হবে? হ্যাঁ। ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র আগামী নিম্নলিখিত সময়সুচি অনুযায়ী উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখা হতে বিতরণ করা হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তাঁর প্রাধিকার প্রাপ্ত কোন শিক্ষককে (স্বাক্ষর সত্যায়িতসহ) কেন্দ্রের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস সময় চলাকালীন সময়ে গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।
কোন অবস্থাতেই শিক্ষক ব্যতীত অন্য ব্যাক্তিকে প্রবেশপত্র গ্রহণ করার ক্ষমতা প্রদান করা যাবে না। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলে, আবেদন পত্রে গভর্নিং বডির সভাপতি/জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে। তিনি তাঁর কেন্দ্রাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপত্র দ্রুত সময়ের মধ্যে বিতরণ করবেন। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে প্রবেশপত্র যাচাইপূর্বক কোন প্রকার ত্রুটি/কম/বেশি হলে সংশোধন করিয়ে নেয়ার জন্য অবশ্যই ২৩/০৬/২০২৪ হতে ২৭/০৬/২০২৪ তারিখের মধ্যে উপ পরীক্ষা নিয়ন্ত্রক (উমা:)-এর নিকট নিম্নের ছক অনুযায়ী আবেদনপত্র জমা দিয়ে সংশোধন করিয়ে নিতে হবে। অন্যথায় পরীক্ষায় কোন প্রকার জটিলতার সৃষ্টি হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণই দায়ী থাকবেন ।
এইচ.এস.সি কি? বাংলাদেশে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচ.এস.সি) পরীক্ষা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) কর্তৃক পরিচালিত একটি জাতীয় পরীক্ষা। এটি দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য, যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (এমএসএস) বা সমমানের প্রতিষ্ঠানে পড়াশোনা করে। এইচ.এস.সি পরীক্ষা দুটি অংশে বিভক্ত: মৌখিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষা। মৌখিক পরীক্ষা ইংরেজি, বাংলা, এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সহ মোট তিনটি বিষয়ে অনুষ্ঠিত হয়।
এইচ.এসসি পরীক্ষার প্রবেশ পত্র বিতরণ / এডমিট কার্ড সংগ্রহ করুন
লিখিত পরীক্ষা মোট আটটি বিষয়ে অনুষ্ঠিত হয়, যার মধ্যে রয়েছে বাধ্যতামূলক বিষয় বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান (জীববিজ্ঞান বা পদার্থবিদ্যা) এবং ঐচ্ছিক বিষয় তিনটি ঐচ্ছিক বিষয়।
Caption: info source
এডমিট কার্ড বিতরণ ২০২৪ । কোন কোন জেলায় প্রবেশ পত্র বিতরণ করা হবে?
- টাংগাইল
- নরসিংদী
- ফরিদপুর
- রাজবাড়ী
- শরীয়তপুর
- মাদারীপুর
- গোপালগঞ্জ
- কিশোরগঞ্জ জেলা ।
- ঢাকা মহানগর
- ঢাকা জেলা
- গাজীপুর
- মুন্সিগঞ্জ
- নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জ জেলা ।
এস.এসসি পরীক্ষায় কি পরিমাণ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে??
এইচ.এস.সি পরীক্ষার ফলাফল নির্ধারণ করা হয় মৌখিক এবং লিখিত পরীক্ষার উভয় অংশের মোট নম্বরের উপর ভিত্তি করে। এইচ.এস.সি পরীক্ষা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এটি উচ্চশিক্ষা এবং কর্মজীবনের জন্য প্রয়োজনীয় একটি গুরুত্বপূর্ণ যোগ্যতা। ২০২৪ সালের এইচ.এস.সি পরীক্ষা ১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। মোট ১১ লাখ ৮৮ হাজার ৫৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এবারও খুব একটা কম হবে না।