এইচএসসি/আলিম/সমমান পরীক্ষার ফরম ফিলাপের ফি পরিশােধের নির্দেশিকা- “Sonali eSheba (সােনালী ই-সেবা)” মােবাইল অ্যাপ এর মাধ্যমে অথবা https://sbl.com.bd:7070/BoardFee/Fee/ লিংক ব্যবহার করে অথবা শিক্ষা বাের্ডের ওয়েবসাইটের Student Panel থেকে অথবা শিক্ষার্থীদের নিকট প্রেরিত SMS এ প্রাপ্ত Link ব্যবহার করে এইচএসসি/আলিম/সমমান পরীক্ষার ফরম ফিলাপের ফি খুব সহজেই পরিশােধ করুন।
“Sonali eSheba (সােনালী ই-সেবা)” মােবাইল অ্যাপ এর মাধ্যমে এইচএসসি/আলিম/সমমান পরীক্ষার ফরম ফিলাপের ফি পরিশােধের জন্য প্রথমে Google Play Store থেকে Sonali eSheba অ্যাপটি আপনার মােবাইলে ইন্সটল করুন। তারপর অ্যাপটি ওপেন করে নিচে প্রদর্শিত ধাপগুলাে অনুসরণ করুনঃ
# সােনালী ব্যাংক লিমিটেডের যে কোন শাখায় আপনার একাউন্ট থাকলে আপনি “Account Transfer” আইকনে ক্লিক করে আপনার একাউন্ট থেকেই ফি পরিশােধ করতে পারবেন।
# আপনি সােনালী ব্যাংক লিমিটেডের ডেবিট/ক্রেডিট/প্রি-পেইড কার্ডধারী হলে কার্ড চিহ্নিত আইকনে ক্লিক করে আপনার কার্ডের মাধ্যমেই ফি পরিশােধ করতে পারবেন।
# যে কোন ব্যাংকের ভিসা/মাস্টার কার্ড, এমেক্স কার্ড, ডাচ-বাংলা ব্যাংকের নেক্সাস কার্ড ব্যবহার করেও আপনি ফি পরিশােধ করতে পারবেন।
# মােবাইল ব্যাংকিং (bKash, Nagad, Rocket, Upay) ব্যবহার করেও আপনি ফি পরিশােধ করতে পারবেন।
HSC Form Fillup Fee Payment by Sonali eSheba tutorial: Download