বাংলাদেশের নাগরিক হিসেবে করযোগ্য আয় করলে আয়কর দিতে হবে- এক্ষেত্রে গত অর্থ বছরের সর্বনিম্ন আয় হারের কোন পরিবর্তন হয়নি-চলতি ২০২৪-২৫ অর্থ বছরে আয়কর সিলিং এ কোন পরিবর্তন পরিবর্তন পরিবর্ধন বা পরিমার্জন করা হয়নি –Income Tax Ceiling for fy 2024-25

সারচার্জ কি? বিত্তশালী ব্যক্তি করদাতাদের নিকট হতে বর্তমানে নীট সম্পদের ভিত্তিতে প্রদেয় আয়করের শতকরা হারে সারচার্জের বিধান রয়েছে। সারচার্জের বিদ্যমান কাঠামো অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উৎসে কর কর্তন কমানো যেমন- ধান, চাল, গম, আলু, মাছ, মাংস, পিঁয়াজ, রসুন, মটর, ছোলা, মসুর, আদা, হলুদ, শুকনা মরিচ, ডাল, ভূট্টা, আটা, ময়দা, লবণ, ভোজ্যতেল, চিনি ইত্যাদি সরবরাহের ক্ষেত্রে উৎসে কর কর্তনের বিদ্যমান হার ২% হতে কমিয়ে ১% নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। গ্যাস ও পেট্রোলিয়াম তেল সরবরাহের বিপরীতে উৎসে কর কর্তন এবং গুঁড়ো দুধ, অ্যালুমিনিয়াম পণ্য, সিরামিক পণ্য হতে উৎসে কর সংগ্রহের হার যৌক্তিকীকরণপূর্বক উক্তরূপ কর্তিত কর ন্যূনতম কর হিসেবে গ্রাহ্য করার প্রস্তাব করা হয়েছে। কোন ব্যক্তির বাস, মিনিবাস, কোস্টার, প্রাইম মুভার, ট্রাক, লরি, ট্যাংক লরি, পিকআপ ভ্যান, হিউম্যান হলার, অটোরিকশা ও মোটর সাইকেল ব্যতীত অন্যান্য গাড়ি একের অধিক থাকলে একের অধিক যত গাড়ি থাকবে তার উপর ২০২৩-২০২৪ অর্থবছরে পরিবেশ সারচার্জ আরোপের বিধান প্রস্তাব করা হয়েছিল। এই অর্থবছরে উক্ত পরিবেশ সারচার্জ এর বিদ্যমান কাঠামো বহাল রাখার প্রস্তাব করা হয়েছে।

ফলমুলের উপর কর হার কত? ফল ও ফুল আমদানির ক্ষেত্রে আমদানি পর্যায়ে উৎসে করহার ৫% হতে বৃদ্ধি করে ১০% করার প্রস্তাব করা হয়েছে। ফ্রেইট ফরওয়ার্ড এজেন্সির আয় হতে উৎসে কর কর্তন কমানোর প্রস্তাব করা হয়েছে। কোনো সেলুলার মোবাইল ফোন অপারেটর কর্তৃক পরিশোধিত আয় বন্টন বা কোনো লাইসেন্স ফি বা অন্য কোনো ফি বা চার্জ হইতে কর কর্তন করার হার বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে। ট্রাস্ট, ব্যক্তিসংঘ, সরকারি বিশ্ববিদ্যালয় ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানের সুদ আয় হতে ২০% হারে এবং বিভিন্ন ফান্ড ও প্রাথমিক বিদ্যালয়ের সুদ আয় হতে ১০% হারে কর কর্তন করার প্রস্তাব করা হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর অধীনে ইট প্রস্তুত বা উৎপাদনের লাইসেন্স প্রদান বা নবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি কর্তৃক লাইসেন্স প্রদান বা নবায়নের ক্ষেত্রে কর সংগ্রহের বিধান যৌক্তিকীকরণ করার প্রস্তাব করা হয়েছে।

উৎসে কর কর্তন বা সংগ্রহের নিমিত্ত রিসোর্ট, মোটেল, রেস্টুরেন্ট, কনভেনশন সেন্টারকে নির্দিষ্ট ব্যক্তির সংজ্ঞায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। হোটেল, রেস্টুরেন্ট, মোটেল, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারসমূহের লাইসেন্স প্রাপ্তি ও নবায়নকালে এবং কমিউনিটি সেন্টার, কনভেনশন হল বা সমজাতীয় কোনো সেবা গ্রহণকালে রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপনের বাধ্যবাধকতা আরোপ করার প্রস্তাব করা হয়েছে। ব্যবসা স্থানে রিটার্ন দাখিলের প্রমাণ প্রদর্শনের ব্যর্থতায় অন্যূন ২০ হাজার টাকা এবং অনধিক ৫০ হাজার টাকা জরিমানার বিধান করার প্রস্তাব করা হয়েছে।

২০২৪-২৫ অর্থ বছরে কি আয়কর সীমার কোন পরিবর্তন হয়েছে । ন্যূনতম কর হার কত জেনে নিন

আয়কর আইন, ২০২৩ বা অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, আয়কর কর্তৃপক্ষসহ অন্য কোনো সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ কোনো ব্যক্তির কোনো পরিসম্পদ অর্জনের উৎস নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করতে পারবে না, যদি উক্ত ব্যক্তি ১ জুলাই ২০২৪ হইতে ৩০ জুন ২০২৫ তারিখের মধ্যে (উভয় দিন অন্তর্ভূক্ত) ২০২৪-২০২৫ করবর্ষের রিটার্ন বা সংশোধিত রিটার্ন দাখিলের পূর্বে অপ্রদর্শিত স্থাবর সম্পত্তি যেমন, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট ও ভূমির জন্য নির্দিষ্ট করহার এবং নগদসহ অন্যান্য পরিসম্পদের উপর ১৫% কর পরিশোধ করেন।

income tax ceiling for fy 2024-25 । পুরুষ ও মহিলাদের ২০২৪-২৫ অর্থ বছরের আয়কর সিলিং কত দেখে নিন

Caption: income tax schedule

নতুন আয়কর নীতিমালা ২০২৪-২৫ । ফ্রিল্যান্সিং সহ তিন বছর করমুক্ত করার প্রস্তাব করা হয়েছে

  1. এআই বেজড্ সলিউশন ডেভেলপমেন্ট (AI based solution development);
  2. ব্লকচেইন বেজড্ সলিউশন ডেভেলপমেন্ট (blockchain based solution development); রোবোটিক্স প্রসেস আউটসোর্সিং (robotics process outsourcing);
  3. সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস (software as a service);
  4. সাইবার সিকিউরিটি সার্ভিস (cyber security service);
  5. ডিজিটাল ডেটা এনালাইটিক্স ও ডেটা সাইয়েন্স (digital data analytics and data science); মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সার্ভিস (mobile application development service);
  6. সফটওয়্যার ডেভেলপমেন্ট 13 কাস্টমাইজেশন (software development and customization);
  7. সফটওয়্যার টেস্ট ল্যাব সার্ভিস (software test lab service);
  8. ওয়েব লিস্টিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট ও সার্ভিস (web listing, website development and service);
  9. আইটি সহায়তা ও সফটওয়্যার মেইনটেন্যান্স সার্ভিস (IT assistance and software maintenance service);
  10. জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস (geographic information service);
  11. ডিজিটাল এনিমেশন ডেভেলপমেন্ট (digital animation development);
  12. ডিজিটাল গ্রাফিক্স ডিজাইন (digital graphics design ) ;
  13. ডিজিটাল ডেটা এন্ট্রি ও প্রসেসিং (digital data entry and processing);
  14. আইটি ফ্রিল্যান্সিং (IT freelancing);
  15. ই-লার্নিং প্লাটফর্ম ও ই-পাব্লিকেশন (e-learning platform and e-publication);
  16. কল সেন্টার সার্ভিস (call center service);
  17. ডকুমেন্ট কনভারশন, ইমেজিং ও ডিজিটাল আর্কাইভিং (document conversion, imaging and digital archiving)

কোম্পানি কর হার কি পরিবর্তন হয়েছে?

আয়কর আইনে সংজ্ঞায়িত কোম্পানিসমূহের মধ্যে যারা পাবলিকলি ট্রেডেড নয় এইসব কোম্পানির ক্ষেত্রে করহার শর্তসাপেক্ষে ২৭.৫% থেকে ২৫% ধার্য রয়েছে। এক ব্যক্তি কোম্পানির করহার শর্তসাপেক্ষে ২২.৫% থেকে ২০% আরোপিত। পরিশোধিত মূলধনের নির্দিষ্ট পরিমাণের অধিক শেয়ার IPO (Initial Public Offering) এর মাধ্যমে হস্তান্তর হলে তালিকাভুক্ত কোম্পানির জন্য করহার শর্তসাপেক্ষে ২২.৫% থেকে ২০% প্রযোজ্য। সমবায় সমিতির জন্য করহার ১৫% থেকে ২০% করা হয়েছে। এক্ষেত্রে, সকল প্রকার আয় ও প্রাপ্তি এবং প্রত্যেক একক লেনদেনে ৫ লক্ষ টাকার অধিক ও বার্ষিক সর্বমোট ৩৬ লক্ষ টাকার ঊর্ধ্বে সকল প্রকার ব্যয় ও বিনিয়োগ ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করতে হবে। অন্যান্য করহার এর বিদ্যমান কাঠামোটি বহাল রাখার প্রস্তাব করা হয়েছে।

মহিলাদের ক্ষেত্রে কি ৪ লক্ষ টাকা সর্বনিম্ন কর সীমা? হ্যাঁ। সাধারণ করদাতা ৩ লক্ষ ৫০ হাজার টাকা অপরিবর্তিত রয়েছে। মহিলা ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতা ৪ লক্ষ টাকা অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে প্রতিবন্ধী ব্যক্তি করদাতা অপরিবর্তিত রয়েছে। এছাড়াও ৪ লক্ষ ৭৫ হাজার টাকা গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা অপরিবর্তিত আছে। এছাড়াও  ৫ লক্ষ টাকা তৃতীয় লিঙ্গ করদাতা এবং ৪ লক্ষ ৭৫ হাজার টাকা অপরিবর্তিত রয়েছে। কোন প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের ক্ষেত্রে এরূপ প্রত্যেক সন্তান/পোষ্যের জন্য করমুক্ত সীমা ৫০,০০০/- টাকা বেশী।

TDS for Artist Remuneration in Bangladesh । অনিয়মিত শিল্পীদের সম্মানী হতে আয়কর কর্তনের বিধান

বেসরকারি প্রভিডেন্ট ফান্ডের উপর কর ২০২৩ । পিএফ এর উপর ১৫% আয়কর পুন:নির্ধারণ করে গেজেট?

Tax return verification bd । আয়কর রিটার্ণ দাখিল সফল হয়েছে কিনা চেক করুন

আয়কর রিটার্ন বিধিমালা ২০২৩ । ব্যক্তি আয়কর ফরম পূরণের নিয়ম কি?

ট্যাক্স কমিয়ে আনার নিয়ম । সর্বনিম্ন আয়কর দেয়ার উপায় (উদাহরণ সহ)

রিটার্ণ দাখিলের নিয়ম । সঞ্চয়পত্রে বিনিয়োগে প্রতিবছর আয়কর দেয়া লাগবে কি?

৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয়ে সর্বশেষ আয়কর নির্দেশনা

আপনাকে আয়কর দিতে হবে কি না জেনে নিন

কোন দিন কি দিবস ২০২৪ । জাতীয় ও

আন্তর্জাতিক দিবস সমূহ pdf ডাউনলোড করে নিন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *