সূচীপত্র
অনলাইনে সিএস এবং এসএ খতিয়ান প্রায় সবই আপলোড হয়েছে তবে আর খতিয়ান এখনও সব আপলোড হয়নি- ক্রমান্বয়ে সকল খতিয়ান/পর্চা আপলোড করা হবে – RS khatian online Application 2024
জমির পর্চা/খতিয়ান কিভাবে পাবো? –আপনার প্রশ্নের জন্য খতিয়ান/পর্চা টি পেতে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনটি আপনি https://www.eporcha.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে করতে পারবেন। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে ভূমি সেবা হেল্পলাইন ১৬১২২ নাম্বারে কল করুন
মৌজা ম্যাপ কোথায় পাবো? মৌজা ম্যাপটি পেতে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে https://eporcha .gov.bd ওয়েবসাইট এ প্রবেশ করে নাগরিক কর্নার থেকে মৌজা ম্যাপ আবেদন অপশনটি নির্বাচন করুন। এরপর মৌজা ম্যাপ অনলাইন আবেদন ফরম এ প্রবেশ করে প্রয়োজনীয় সকল তথ্যাদি পূরণ করে মৌজা ম্যাপ আবেদন সম্পাদন করুন। মৌজা ম্যাপটি যদি অফিস কাউন্টার থেকে নিতে চান সেক্ষেত্রে ৫২০ টাকা এবং ডাকযোগের মাধ্যমে নিতে চাইলে ৬৩০ টাকা প্রয়োজন হবে।
নাম দিয়ে সার্চ করে পর্চা বের করা যায়? হ্যাঁ। আপনি আপনার জমির খতিয়ান কিংবা দাগ নাম্বার দিয়ে অনলাইন ই পর্চায় সার্চ করুন। খতিয়ান, দাগ নাম্বার জানা না থাকলে জমির মালিক বা তার পিতার নাম দিয়ে সার্চ করেও আপনার জমির বিস্তারিত দেখতে পারবেন। এজন্য আপনি https://www.eporcha.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে করতে পারবেন।
আমার মৌজার তথ্য পাচ্ছিনা কেন? পর্যাক্রমে অনলাইনে রেকর্ড আপলোড করার কাজ চলছে কিছু দিনের মধ্যে অনলাইনে আপলোড করা হবে। এক্ষেত্রে আপনাকে অপেক্ষা করার জন্য অনুরোধ করছি। উপজেলা ভূমি অফিস বা জেলা রেকর্ড রূমে যোগাযোগ রাখতে হবে। অনুগ্রহ করে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে ভূমি সেবা হেল্পলাইন ১৬১২২ নম্বরে কল করুন।
মৌজা ম্যাপ অনুসন্ধান 2024 । অনলাইনে মৌজা ম্যাপ । মৌজা ম্যাপ পিডিএফ ডাউনলোড
[কোনো মৌজা আয়তনে অনেক বড় আকারের হলে একটি কাগজে পুরো নকশা প্রিন্ট করা অসম্ভব হয় বিধায় বড় মৌজার নকশাকে কয়েকটি ভাগে ভাগ করে প্রিন্ট করা হয়। এদের প্রত্যেকটিকে সীট বলা হয়। বর্তমানে কোন নির্দিষ্ট দাগের জমি মৌজা ম্যাপে কোন সীটের অন্তর্ভুক্ত তা সহজে জানতে পারবেন না। সাধারণত প্রত্যেক মৌজা ম্যাপে সীট নম্বর থাকে। নির্দিষ্ট ম্যাপের সীট নম্বর জানতে হলে সেটেলমেন্ট অফিসে গিয়ে ম্যাপ বের করে সীট নম্বর দেখতে হবে অথবা অন্য কোন ভাবে জানতে হবে। তবে যে সকল মৌজায় আর,এস জরিপ চলমান রয়েছে, সেখানকার খতিয়ানগুলোতে সীট নম্বর দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।]
Caption: eporcha.gov.bd
জমির মৌজাম্যাপ আবেদন নিয়ম 2024 । মৌজা ম্যাপ উত্তোলন পদ্ধতি দেখুন
- প্রথমে eporcha.gov.bd লিংক ভিজিট করে “মৌজা ম্যাপ” ক্লিক করুন।
- বিভাগ সিলেক্ট করুন।
- জেলা সিলেক্ট করুন।
- উপজেলা/সার্কেল সিলেক্ট করুন।
- মৌজা সিলেক্ট করুন।
- সীট সিলেক্ট করুন।
- অনুসন্ধান করুন লেখায় ক্লিক করুন। সীট অনুযায়ী ছোট মৌজা ম্যাপ দেখতে পাবেন।
- সার্টিফাইড কপি পেতে আবেদন করুন লেখায় ক্লিক করুন।
- ডেলিভারীর প্রয়োজন থেকে “সাধারণ” ও “জরুরী” এর মধ্যে একটি সিলেক্ট করুন।
- ডেলিভারী মাধ্যম থেকে “অফিস কাউন্টার” ও “ডাকযোগে” এর মধ্যে একটি সিলেক্ট করুন। “ডাকযোগে” হলে “জেলার অভ্যন্তরে” অথবা “জেলার বাইরে” সিলেক্ট করুন।
- নাম, ইমেইল, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নং, মোবাইল নম্বর এবং দুইটি এক ডিজিটের সংখ্যার যোগফল লিখুন।
- পরবর্তী ধাপ (পেমেন্ট) লেখায় ক্লিক করুন।
- CARDS, “MOBILE BANKING” “INTERNET BANKING” “WALLETS”
- MOBILE BANKING এর মাধ্যমে পরিশোধ করতে চাইলে “SERVICE” শব্দের নিচে “BKASH”, “NAGAD”, “Upay- UCB” অথবা “ROKET” এর বা পার্শে গোলাকার চিহ্নটিতে ক্লিক করুন।
- Pay Now লেখায় ক্লিক করুন।
- Yes লেখায় ক্লিক করে পেমেন্ট এর পরবর্তী প্রক্রিয়া শেষ করুন।
খতিয়ান বের করার নিয়ম?
খতিয়ান বের করার জন্য প্রবেশ প্রবেশ করুন এই লিংকে https://eporcha.gov.bd এবং মেনু থেকে “খতিয়ান” অপশনটি সিলেক্ট করুন। পরবর্তী পেইজে খতিয়ানের ধরন বাছাই করে বিভাগ জেলা উপজেলা ও মৌজা এবং আপনার খতিয়ান নাম্বার টি উল্লেখ করুন। সবশেষে অনুসন্ধান বাটনে ক্লিক করুন। আপনি সার্টিফাইড কপি পোস্ট অফিসের মাধ্যমে বাসায় পেতে পারেন অথবা সরাসরি কিউআর কোড যুক্ত কপি ডাউনলোড করে প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন।