How to cancel SIM Registration bd – NID ও স্মার্টকার্ড দিয়ে সব। অপারেটর মিলিয়ে সর্বোচ্চ ১০টি সিম রাখা যাবে। ১ আগস্ট ‘২৫ এর মধ্যে গ্রাহকসেবা কেন্দ্র থেকে অতিরিক্ত সিমের মালিকানা পরিবর্তন করার নির্দেশনা ছিল। যদিও এখন কোনভাবে ১০টি’র বেশি সিম একজন ব্যক্তির নামে রেজিস্ট্রেশন করা যাচ্ছে না। নিবন্ধিত সিমের সংখ্যা জানতে ডায়াল *১৬০০১#

আপনার নামে কত গুলো সিম আছে চেক করুন- প্রথমে *16001# ডায়াল করুন এবং পরবর্তী ধাপে গিয়ে আপনার নিজের এনআইডি নম্বরের শেষ ৪ ডিজিট ইনপুট দিন Send চাপুন। ফিরতি ম্যাসেজে নিচের চিত্রের মতো এনআইডি’র বিপরীতে সীম নম্বর দেখাবে। সেখানে চেক করুন এই সিমের নম্বরের শেষ ২ ডিজিট মিলছে কিনা। যদি মিলে থাকে তবে মালিক আপনি নিজে। সিমের মালিকানা বের করার নিয়ম ২০২৫ | How to check Ownership of Sim

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী একজন গ্রাহকে প্রি-পেইড, পোস্ট পেইড মোবাইল অপারেটর নির্বিশেষে সিম/রিক এর সংখ্যা নির্ধারণ করা হয়েছে। সিম/রিম এর সর্বমোট সংখ্যা ১৫ নির্ধারণ করা হয়েছে। ২০২৫ সাল হতে ১০ সীমার বাইরে কোন গ্রাহক (কর্পোরেট গ্রাহক ব্যতীত) সিম/রিম নিবন্ধন করতে পারবেন না। তাই আপনি সিম নিবন্ধনের ক্ষেত্রে সতর্ক থাকুন ১০টি’র বেশি সিম আপনি রেজিস্ট্রেশন করে থাকলে পূর্ব বা আগে করা সিম বাদ পড়ে যাবে। অথবা আপনি সিম রেজিস্ট্রেশন করতে গেলে সিম রেজিস্ট্রেশন সম্পন্ন হবে না। অন্যের এনআইডি দিয়ে আপনার ফিঙ্গারের মাধ্যমে কোন ভাবে নিজের সিম রেজিস্ট্রেশন করে আইনত অপরাধ করবেন না। অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে আপনি যদি নিজের সিম রেজিস্ট্রেশন করেন তবে জেল এবং আর্থিক জরিমানা অথবা জেল/জরিমানা হতে পারে। Sim registration check 2025 । আপনার নামে কতটি সিম রেজিস্ট্রেশন রয়েছে?

সিম কার্ড সাময়িক বন্ধ করার নিয়ম / সিম কার্ড চূড়ান্ত বন্ধ বা ক্যানসেল করার পদ্ধতি

জিপি সিম সাময়িক বন্ধ করার নিয়ম- জিপি সিম সাময়িক ভাবে সিম বন্ধ করার জন্য আপনাকে জিপি সিমের হেল্পলাইন নাম্বার 121 এ কল করতে হবে। কল করে আপনাকে বলতে হবে যে আমার এই (০১৭) নাম্বারের সিমটা হারিয়ে গেছে আমি সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিতে চাচ্ছি। এরপর আপনার জিপি সিমটা সাময়িক সময়ের জন্য বন্ধ করতে আপনার কিছু তথ্য বা ডকুমেন্ট চাইবে!

সংশ্লিষ্ট সিমের গ্রাহক সেবা কেন্দ্রে গিয়ে *১৬০০১# ডায়াল করে ফিরতে মেসেজে সিমের তালিকা দেখিয়ে নম্বররের প্রথম তিন ডিজিট এবং শেষ ৩ ডিজিট দেখালের পূর্ণ নম্বর বের করে বন্ধ করতে সাহায্য করবে। যেমন: ৮৮০১৯*****৪৫৮

 SIM Off Process 2025 । সিম বন্ধ বা রেজিস্ট্রেশন ক্যানসেল করার নিয়ম

  1. আপনি যদি আপনার হারিয়ে যাওয়া আপনার নির্দিষ্ট সিমটা স্থায়ীভাবে বন্ধ করতে চান তাহলে আপনি পরবর্তিতে আর কখনোই এই সিমটি তুলতে বা ব্যবহার করতে পারবেন না।
  2. অর্থাৎ স্থায়ীভাবে যদি আপনার আপনি একবার বন্ধ করেন তাহলে কিন্তু এই সিমটি আপনার কোনদিনও ব্যবহার করতে পারবেন না। এজন্য অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার পর ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিবেন।
  3. যেকোন সিম স্থায়ীভাবে বন্ধ করার নিয়ম অনুযায়ী উক্ত সিমের হেল্পলাইন নাম্বারে কল করে আপনার জিপি সিমটি স্থায়ীভাবে বন্ধ করতে পারবেন না।
  4. এজন্য আপনাকে সরাসরি চলে যেতে হবে আপনার নিকটস্থ যেকোনো সিমের কাস্টমার কেয়ারে। আপনি যে সিমটি স্থায়ীভাবে বন্ধ করতে চাচ্ছেন সেটি যদি আপনার নামে রেজিস্ট্রেশন করা হয়ে থাকে তাহলে অবশ্যই সাথে করে আপনার ভোটার আইডি কার্ড নিয়ে যেতে হবে এবং যদি অন্য কারো ভোটার আইডি কার্ড দিয়ে সিম রেজিস্ট্রেশন করা হয়ে থাকে তাহলে তাকে সাথে করে নিয়ে যেতে হবে।
  5. পাশাপাশি তার ভোটার আইডি কার্ড নিয়ে উক্ত সিম কাস্টমার কেয়ারে তাদের যে প্রতিনিধি রয়েছে তাকে বলতে হবে আপনি আপনার সিমটি স্থায়ীভাবে বন্ধ করতে চাচ্ছেন।
  6. সেক্ষেত্রেও আপনার ভোটার আইডি কার্ডটা নিবে এবং আপনার হাতের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনার সিমটি স্থায়ীভাবে বন্ধ করে দিবে।

ফোনে বা হেল্প লাইনে কল করে সিম বন্ধ অথবা অনলাইনে ক্যানসেল করার সুযোগ আছে কি?

না নাই। – যেকোন সিম স্থায়ীভাবে বন্ধ করার নিয়ম অনুযায়ী উক্ত সিমের হেল্পলাইন নাম্বারে কল করে আপনার জিপি সিমটি স্থায়ীভাবে বন্ধ করতে পারবেন না। অনলাইনেও এমন কোন অ্যাপস নাই যে আপনি সেটি ব্যবহার করে বন্ধ করবেন। তবে জিপি সম্প্রতি জিপি সিমের মালিকা পরিবর্তনের জন্য আবেদনের সুযোগ দিয়েছে। তবুও আবেদনের শেষ পর্যায়ে আপনাকে কাস্টমার কেয়ারে যেতেই হবে।

বি:দ্র: রবি বা এয়ারটেল সিমের মালিকানা বা সিম বন্ধ একদিনে ৪-৭টি করতে পারলেও জিপি বা গ্রামীনফোন মাত্র ১টি সিম বন্ধ বা মালিকানা পরিবর্তন করতে পারবেন ৭২ ঘন্টার মধ্যে। ৭২ ঘন্টার মধ্যে ১টির বেশি সিম আপনি চাইলেও বন্ধ করতে পারবেন না। তাই একাধিক জিপি সিম বন্ধ করতে চাইলে একাধিকবারই কাস্টমার সার্ভিসে যেতে হবে।

অতিরিক্ত মোবাইল সিম বন্ধ করার জন্য, আপনাকে প্রথমে যে সিমটি বন্ধ করতে চান তার মোবাইল নেটওয়ার্কের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে। সেখানে আপনার পরিচয়পত্র যাচাই করে সিমটি বন্ধ করার জন্য আবেদন করতে হবে। প্রয়োজনে, সিম যে অপারেটরের, তাদের কাস্টমার কেয়ার সেন্টারে গিয়েও সিমটি বন্ধ করার জন্য আবেদন করতে পারেন। 

Sim registration check 2023 । আপনার নামে কতটি সিম রেজিস্ট্রেশন রয়েছে?