সূচীপত্র
TA DA বিল করার নিয়ম – বাস্তব সম্মত একটি টিএ ডিএ বিলের উদাহরণ দেখা যাক – ভ্রমণ বিল করার নিয়ম ২০২৫
দৈনিক ভাতা ও ভ্রমণ ভাতা – ধরি জনাব কালাম মিয়া তিনি তৃতীয় শ্রেণী ১১ গ্রেডে টেকনিশিয়ান পদে চাকরি করেন। তিনি রংপুর থেকে আগারগাঁও, ঢাকার সদর দপ্তরে কাজে এসেছেন এবং ২ দিন অবস্থান করে কাজ শেষে ফেরত আসবেন। ভ্রমনের সময়সীমা অবস্থান সহ ২৮-০৭-২০২২ হতে ০১-০৮-২০২২ তারিখ পর্যন্ত। ভ্রমণ বিধিমালা ২০২২ চোখের সামনে নিয়ে নিন।
প্রথমেই আমরা বের করে নিবো রংপুর থেকে ঢাকার দূরত্ব কত? চলুন গুগল করি। দূরত্ব ২৯৮ কি:মি:। চলুন দেখে নিই আমরা কোন ক্যাটাগরিতে পড়ছি। যেহেতু গ্রেড ১১ তাই তৃতীয় ক্যাটাগরির কর্মচারী। সে হিসেবে দৈনিক ভাতা ঢাকার জন্য আসবে ৭০০ টাকা এবং সাথে ৩০% অতিরিক্ত ব্যয় বহুল এলাকার জন্য। ভ্রমণ ভাতা ২০০ কি: মি: এর তদুর্ধ্ব বা উপরে হওয়ার কারণে ক্যাটাগরি-৩ অনুসারে ৬ টাকা। যে কোন প্রকার যানবাহনেই যাতায়াত করুন কেন দূরত্বকে হার দিয়ে গুন করতে হবে। ভ্রমণ বিল ফরম
এখন আমরা বিল হিসাব করবো। ২ দিন অবস্থানের জন্য অবস্থান ডি/এ বা দৈনিক ভাতা হবে ৭০০+৩০% = ৯১০ টাকা হারে ৯০০*২ = ১৮০০ টাকা। আগমন ও প্রস্থানের জন্য ১/২+১/২ আরও ১টি ডিএ পাবেন। তাহলে সর্বমোট ১৮০০+৯০০ = ২৭০০ টাকা। এখন দূরত্ব অনুসারে ভ্রমণ ভাতা ২৯৮*৬ = ১৭৮৮ টাকা করে আপ এবং ডাউন অর্থাৎ যাওয়া এবং আসার জন্য ১৭৮৮*২ = ৩,৫৭৬ টাকা। তাহলে সর্বমোট টিএ ডিএ বা ভ্রমণ ভাতা বিল হবে ২৭০০+৩৫৭৬ = ৬,২৭৬ টাকা। এভাবে ঢাকা যাতায়াত বা ট্রেনিং বাবদ ভ্রমণ বিল তৈরি করতে হবে। ভ্রমণ বিল ফর্ম কিভাবে পূরণ করবেন তা আরেকটি পোস্টে জানিয়ে দেয়া হবে। New TA DA Bill PDF Form টিএ/ডিএ নতুন বিল ফরম ।
রংপুর থেকে ঢাকা দূরত্ব বের করার নিয়ম ২০২৫ / গুগলে সার্চ করলেই প্রকৃত দূরত্ব বের করা যায়।
নিচে যেভাবে সার্চ করেছি ঠিক সেভাবে সার্চ করে দূরত্ব বের করুন।
Caption: Distance from Rangpur to Dhaka / Just do google you will get distance in KM
নতুন নিয়মে টিএ ডিএ বিল করার ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনায় আসবে না
- বাসে বা ট্রেনে বা লঞ্চে যে বাহনেই যাতায়াত করুন না কেন তা বিবেচ্য নয়।
- বাস ভাড়ার দ্বিগুন বা লঞ্চ ভাড়ার ১.৮ গুন এগুলো উঠে গেছে।
- সিএসজি হলে একগুন এবং রিক্সা হলে প্রকৃত ভাড়া এগুলো ভুলে যেতে হবে।
- কোথায় থাকলেন এবং কেন্দ্র থেকে হোটেলে যাওয়া বা হোটেল থেকে অফিস বা দপ্তরে আসার এসব বিবেচনায় আসবে না।
- বিমানে আসার পর বাস বা সিএনজি ধরলেন কিনা এয়ারপোর্ট থেকে এগুলো বিবেচ্য বিষয় নয়।
গেজেটেড ও নন গেজেটেড কর্মচারীদের ভ্রমণ বিল ফরম কি একই নাকি পরিবর্তন হয়েছে?
ভ্রমন বা টিএ /ডিএ বিল ফরম –না ভ্রমণ বিল ফর্মে এখনও পরিবর্তন আনা হয় নি। তাছড়া অক্টোবর/২২ মাসের পূর্বে ভ্রমণের ক্ষেত্রে নতুন ভ্রমণ আদেশ কার্যকর নয়। সরকারি ভ্রমণ সম্পন্ন করার পর ভ্রমণ বিল দাখিল করতে হয়। TA / DA means Travelling Allowance/ Dearness Allowance. ভ্রমণ বিল তৈরি করা একটু জটিল তাই অফিসার ও কর্মচারীর অধিকাংশই ভ্রমণ বিল দাখিল করতে পারেন। একটি দপ্তরের গুটিকয়েক লোক ছাড়া কেউ ভ্রমণ বিল তৈরি করতে পারে না। ভ্রমণ বিধিমালা ২০২২ ছাড়াও বিভিন্ন বিধি মেনে ভ্রমণ বিল তৈরি করতে হয়। ভ্রমণ বিল ফরম ডাউনলোড করুন
নতুন TA/DA নিয়ম অনুযায়ী দূরত্ব হিসেবের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের Distance Matrix অনুযায়ী থানা থেকে থানার দূরত্বে পরিমাপ করতে হবে। Google এ সার্চ দিয়ে হবে না যদিও দূরত্ব খুব বেশী পার্থক্য হবে না। সুতরাং Distance Matrix অনুযায়ী দূরত্ব হবে রংপুর সদর থানা – শেরে বাংলা নগর থানা = ৩০০ কিলোমিটার। [আগারগাঁও হলো শেরে বাংলা নগর থানায়]
জি। Distance Matrix ব্যবহার করাই উত্তম।
কেউ যদি ২৮/০৫/২০২৩ তারিখ রাত ১০:০০ টায় চট্টগ্রাম থেকে যাত্রা করে ২৯/০৫/২০২৩ তারিখ সকাল ৫:০০ ঘটিকায় ঢাকা পৌঁছে সারাদিন দাপ্তরিক কাজ করে আবার ২৯/০৫/২০২৩ তারিখ রাত ১০:০০ ঘটিকায় ঢাকা হতে যাত্রা করে ৩০/০৫/২০২৩ তারিখ সকাল ৫:০০ টায় চট্টগ্রাম নিজ কর্মস্থলে পৌছে, এ ক্ষেত্রে সে কয় দিনের ডিএ প্রাপ্য হবে?
ভাড়া এবং যাত্রা পথে জন্য অর্ধেক ডিএ এবং পরের দিনের জন্য ভাড়া এবং একটি হাফ ডিএ এবং অবস্থানের জন্য একটি পূর্ণ ডিএ পাবেন। অবস্থান না করলে ১/২+১/২ = ১টি পূর্ণ ডিএ মাত্র।
কোন কর্মচারীর পোস্টিং ঢাকাতে এবং সে কর্মচারীর খুলনা অফিস ডরমেটরীতে যদি বাসা থাকে তবে সে ব্যাক্তি ঢাকা থেকে খুলনা বদলীর সময় নতুন ভ্রমণ ভাতার নিয়মে পরিবার ভ্রমণের ক্ষেত্রে ভাতা পাবে কি না।
একা ভ্রমণ দেখাতে হবে।