ইন্টারনেট ও কল রেট

টেলিটক জেন-জি ২০২৪ । Gen-G তে ডিফল্ট কল রেট ৫০ পয়সা/মিনিট?

বাংলাদেশ টেলিটক চালু করেছে নতুন প্যাকেজ জেন জি-যা তরুনদের জন্য বাজারে এসেছে- থাকছে আকর্ষনীয় কলরেট এবং ইন্টারনেট প্যাকেজ–টেলিটক জেন-জি ২০২৪

সিম কিনতে কত লাগবে?–প্যাকেজের নাম হচ্ছে জেন-জি এবং প্রথম ৩০ দিনের জন্য প্রমোশনাল মূল্য হিসেবে প্যাকেজ মূল্য হবে ১০০=/। গ্রাহক সাড়া বিবেচনা করে উক্ত অফারমূল্যের সময়সীমা হ্রাস/বৃদ্ধি হতে পারে। পরবর্তীতে প্যাকেজ মূল্য ১৫০.০০ টাকা করা হবে।

কেনার সময় কি কি অফার থাকবে? হ্যাঁ। বায়োমেট্রিক ভেরিফিকেশন হয়ে সিম অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে গ্রাহক পাবে-প্রি-লোডেড ব্যালেন্স ৫ টাকা যার মেয়াদ হবে ১৫ দিন। ফ্রি ডাটা হিসেবে পাওয়া যাবে ১ জিবি এবং মেয়াদ ৭ দিন দেওয়া থাকবে। ফ্রি এসএমএস  ১০০টি থাকবে এবং মেয়াদ ৭ দিন দেওয়া থাকবে। অফারটি শুধু নতুন গ্রাহককের জন্য প্রযোজ্য এবং লাইফ টাইমে একবার। ফ্রি এসএমএস যেকোন লোকাল অপারেটরে ব্যবহার করা যাবে।

ডিফল্ট কল রেট কত? ডিফল্ট ট্যারিফ বা রেট ৫০ পয়সা/মিনিট যাতে ভ্যাট ও অন্যান্য চার্জ অন্তর্ভূক্ত নেই। সুতরাং এতে ভ্যাট ও অন্যান্য চার্জ কাটবে। এসএমএস ট্যারিফ বাংলা ২৫ পয়সা এবং ইংরেজি ৪০ পয়সা হিসেবে কাটবে। পালস্ ১ সেকেন্ড অর্থাৎ এক সেকেন্ড কথা বললে ১ সেকেন্ডের টাকা কাটবে। পে-পার-ইউজ হিসেবে ১ টাকা/MB (Up to Tk 5.00) যদি ইন্টারনেট কেনা না থাকে।

টেলিটক জেন জি / তরুন যোদ্ধাদের জন্য নতুন সরকারি সিম

‘জেনারেশন জেড’ (Generation z); সংক্ষেপে ‘জেন জি’ হলো সেই প্রজন্ম যারা বর্তমান যুগের ডিজিটাল ও প্রযুক্তি নির্ভর একটি শক্তিশালী প্রজন্ম।এরা প্রযুক্তি ব্যবহার, উদ্ভাবনী চিন্তা, এবং নতুন ধারণা গ্রহণ করার ক্ষমতা রাখে।

GEN G জেন-জি

Caption: Teletalk Gen G

Teletalk Gen G package 2024 । জেন জি প্যাকেজের বিস্তারিত দেখে নিন

  1. প্যাকেজের নাম ও মূল্যঃ প্যাকেজের নাম : জেন-জি প্রথম ৩০ দিনের জন্য প্রমোশনাল মূল্য হিসেবে প্যাকেজ মূল্য হবে ১০০=/। গ্রাহক সাড়া বিবেচনা করে উক্ত অফারমূল্যের সময়সীমা হ্রাস/বৃদ্ধি হতে পারে। প্যাকেজ মূল্য :১৫০.০০  
  2. প্লাগ & প্লে অফারঃ বায়োমেট্রিক ভেরিফিকেশন হয়ে সিম অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে গ্রাহক পাবে-অফার: প্রি-লোডেট ব্যালেন্স : ৫ টাকা; মেয়াদ: ১৫ দিন ফ্রি ডাটা : ১ জিবি; মেয়াদ ৭ দিন ফ্রি এসএমএস : ১০০; মেয়াদ ৭ দিন অফারটি শুধু নতুন গ্রাহককের জন্য প্রযোজ্য এবং লাইফ টাইমে একবার। ফ্রি এসএমএস যেকোন লোকাল অপারেটরে ব্যবহার করা যাবে।  
  3. ডিফল্ট ট্যারিফঃ ডিফল্ট ট্যারিফ : ৫০ পয়সা/মিনিট এসএমএস ট্যারিফ :বাংলাঃ ২৫ পয়সা ইংরেজিঃ ৪০ পয়সা। পালস্ : ১ সেকেন্ড পে-পার-ইউজ : ১ টাকা/MB (Up to Tk 5.00)

জেন জি কি সবাই নিতে পারবে?

না। বাংলাদেশে জেনারেশন জেড প্রজন্মের তরুণরা ডিজিটাল যুগের সাথে খাপ খাইয়ে নতুনত্ব এবং সামাজিক পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। তাইতো বাংলাদেশের জেনারেশন জেড কে একটি উদ্ভাবনী, প্রযুক্তি-প্রেমী এবং সামাজিকভাবে সচেতন প্রজন্ম হিসেবে তৈরি করতে টেলিটক নিয়ে এলো ‘জেন-জি’ প্যাকেজ। যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ এর মধ্যে এবং যাদের NID আছে শুধু তারাই এই প্যকেজের সিম গ্রহণ করতে পারবে।

নং

ভলিউম

মূল্য

মেয়াদ

শর্তাবলি

২ জিবি

৳১৭

৭ দিন

৭ দিনে একবার, মাসে সর্বোচ্চ ৪ বার।

১ জিবি

৳২১

৩০ দিন

৫ জিবি

৳৪৭

৭ দিন

প্রথম ৩০ দিন গ্রাহক ৫ জিবির সাথে বোনাস ১ জিবি সহ মোট ৬ জিবি পাবে।

১০ জিবি

৳৭১

৭ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *