আজকের খবর ২০২৫

শিক্ষা প্রতিষ্ঠানের রেজিষ্ট্রেশন ২০২৩ । অনলাইনে লটারিতে ভর্তি কার্যক্রমে অংশগ্রহণের জন্য নিবন্ধন নির্দেশনা

চলতি অর্থ বছরে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অনলাইন লটারির আওতায় ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে – শিক্ষা প্রতিষ্ঠানের রেজিষ্ট্রেশন ২০২৩

কোথায় রেজিস্ট্রেশন করতে হবে?  – ২০২৪ শিক্ষাবর্ষে সারাদেশের সকল সরকারি (জাতীয়করণসহ) ও বেসরকারি (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়ের) মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল লটারির মাধ্যমে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। উক্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে আপনার প্রতিষ্ঠানের শূন্য আসনসহ অন্যান্য তথ্যাদি আগামী ১০/১০/২০২৩ হতে ১৭/১০/২০২৩ খ্রিষ্টাব্দের মধ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর লিংক gsa.teletalk.com.bd এ প্রবেশ করে টেলিটক কর্তৃক প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রদান করতে হবে।

ভর্তি কার্যক্রম কি লটারিতেই হবে? হ্যাঁ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও বেসরকারি (মহানগর ও জেলার সদর উপজেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ে ১ম শ্রেণি হতে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় ২০২৪ শিক্ষাবর্ষে সারাদেশের সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং সকল মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়ে অবস্থিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া ডিজিটাল লটারির মাধ্যমে অনুষ্ঠিত হবে।

গত বছরতো অনেকেই লটারি মানে নাই? বিগত বছরগুলোতে অনুষ্ঠেয় ডিজিটাল লটারির এ প্রক্রিয়ায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (জাতীয়করণকৃতসহ) বেশিরভাগ প্রতিষ্ঠান অংশগ্রহণ করলেও উপজেলা পর্যায়ের অনেক প্রতিষ্ঠান অংশগ্রহণ করেনি। একইভাবে সকল মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়ে অবস্থিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের অধিকাংশ প্ৰতিষ্ঠান ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেনি, যা বিধিসম্মত নয়। ভবিষ্যতে যে সকল প্রতিষ্ঠান ডিজিটাল লটারি প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না সে সকল প্রতিষ্ঠানের অধ্যক্ষ/প্রধান শিক্ষক ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। উল্লেখ্য, ২০২৪ শিক্ষবর্ষে ভর্তি সংক্রান্ত সকল নির্দেশনা পর্যায়ক্রমে মাউশি’র ওয়েবসাইট www.dshe.gov.bd এ প্রকাশ করা হবে।

শিক্ষা প্রতিষ্ঠানের রেজিষ্ট্রেশন ২০২৩ । অনলাইনে লটারিতে ভর্তি কার্যক্রমে অংশগ্রহণের জন্য নিবন্ধন নির্দেশনা

মাধ্যমিকে ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পন্ন হবে।

Caption: dshe.gov.bd

১ম থেকে ৯ম শ্রেণী পর্যন্ত অনলাইনে ভর্তি কার্যক্রম । ঢাকার স্কুল গুলোও কি লটারির আওতায় থাকবে? হ্যা।

  1. তথ্য ফরমে ঢাকা মহানগরীর প্রতিষ্ঠান প্রধানগণ প্রতিষ্ঠান সংলগ্ন সর্বোচ্চ ০৩টি থানাকে (পুলিশ স্টেশন ক্যাচমেন্ট এরিয়া হিসেবে নির্ধারণ করবেন।
  2. তথ্য ফরমের ব্যাংক সংক্রান্ত তথ্যে অবশ্যই প্রত্যেক প্রতিষ্ঠানগণ অনলাইন ব্যাংক হিসাব নম্বর ও রাউটিং নম্বর প্রদান করবেন। কোন প্রকার এনালগ নম্বর প্রদান করা যাবে না।
  3. রেজিষ্ট্রেশন ফরম পূরণের সময় কোন প্রকার ভুল তথ্য প্রদান করা হলে এবং এ বিষয়ে পরবর্তীতে কোন জটিলতা তৈরি হলে তথ্য প্রদানকারী ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।
  4. ২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া স্বচ্ছতার সাথে সম্পন্ন করার লক্ষ্যে নির্ধারিত তারিখের মধ্যে সকল সম্মানিত প্রতিষ্ঠান প্রধানকে রেজিষ্ট্রেশন ফরম পূরণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছৈ।

প্রথম শ্রেণীতে ভর্তির বয়স কত লাগে? ?

২০২৪ শিক্ষাবর্ষে কেন্দ্ৰীয় পর্যায়ে অনুষ্ঠেয় ডিজিটাল লটারি কার্যক্রমে সারাদেশের সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়কে অংশগ্রহণ করতে হবে। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া নিস্পন্ন করা ব্যতিত অন্য কোন পরীক্ষা গ্রহণ করা যাবে না। অন-লাইন লটারি প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তির কাজ সম্পন্ন করতে হবে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তির জন্য জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী ১ম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স ৬+ বছর নির্ধারণ করা হয়েছে।

 

স্কুলের অনলাইন টিসি ২০২৩ । দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ছাড়পত্র ও ভর্তি বাতিল সময়সীমা বৃদ্ধিসহোদর ভাই বোন একই স্কুলে ভর্তি নীতিমালা ২০২৩ । ১ম শ্রেণি হতে ৯ম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে নির্দেশনাএকাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন টিসি । বিষয়/গ্রুপ পরিবর্তন এবং ভর্তি বাতিল ফি কত টাকা?

শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি 2023 । ১ম থেকে ৯ম শ্রেণীতে ভর্তি কার্যক্রম লটারির মাধ্যমেই হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *