বিদেশে বাংলাদেশি মহিলা গৃহকর্মী প্রেরণের নিমিত্ত লাইসেন্সধারী  রিক্রুটিং এজেন্সির আবেদণে শর্ত সাপেক্ষে অনুমোদিত হয়েছে– বিদেশ যেতে দালালের সাথে যোগাযোগ না করে এজেন্সীর সাথে যোগাযোগ করুন- গৃহকর্মী রিক্রুটিং এজেন্সির তালিকা ২০২৪

এজেন্সীকে জামানত কত দিতে হয়? – অনুমতি প্রাপ্ত প্রত্যেক রিক্রুটিং এজেন্সিকে নিরাপত্তা জামানত বাবদ ১৫ (পনেরো) লক্ষ টাকা এফডিআর আকারে মহাপরিচালক, বিএমইটি-র অনুকূলে লিয়েনমার্ক করে জমা দিতে হবে। বিএমইটি’র পত্র জারীর ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে অবশ্যই জামানত জমা প্রদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জামানত প্রদানে ব্যর্থ হলে কোনোরূপ নোটিশ প্রদান ব্যতিরেকে এ অনুমোদন বাতিল বলে গণ্য হবে। নিরাপত্তা জামানত জমা দেয়ার পরই কেবল সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি বিদেশে মহিলা গৃহকর্মী প্রেরণের কার্যক্রম গ্রহণ করতে পারবে।

মহিলা রিক্রুটিং এ কোন অভিভাবসন ব্যয় লাগবে না? না। রিক্রুটিং এজেন্সি কর্তৃক মহিলা গৃহকর্মীর নিকট থেকে অভিবাসন ব্যয় বাবদ কোনো অর্থ গ্রহণ করবে না মর্মে ৩০০ (তিনশত) টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দাখিল করতে হবে। রিক্রুটিং লাইসেন্স সংক্রান্ত বর্তমানে বলবৎ এবং ভবিষ্যতে সরকার কর্তৃক প্রণীতব্য সকল বিধি-বিধান মেনে চলতে হবে।

বিদেশ যেতে কি কোন অভিজ্ঞতা লাগে? বিদেশ গমনে আগ্রহী কর্মীগণ এর রেজিষ্ট্রেশন কার্যক্রম নিকটস্থ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে চলমান রয়েছে। বিদেশ গমনে আগ্রহী কর্মীগণ (অর্থাৎ যারা এখনো ভিসা পাননি) নিকটস্থ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রশিক্ষণ সনদ (যদি থাকে), অভিজ্ঞতা সনদ (যদি থাকে), ২০০ টাকা রেজিষ্ট্রেশন ফি (নগদ/ বিকাশ এপে বিএমইটি বরাবর প্রেরণ) এবং নির্ধারিত ফরমে আবেদনপত্রসহ রেজিষ্ট্রেশন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা নূন্যতম পঞ্চম শ্রেণী হতে হবে। বয়সঃ ১৮-৪৫। শুধুমাত্র নারী গৃহকর্মী পেশায় বিদেশ যেতে আগ্রহী কর্মীদের বয়স ২৫-৪৫ এর মধ্যে হতে হবে।

গৃহকর্মী নিয়োগে যাদের অনুমতি দেয়া হয় শুধুমাত্র তারাই গৃহ কর্মী পাঠাতে পারেন / গৃহকর্মী রিক্রুটিং এজেন্সির তালিকা ২০২৪

দেশে বা বিদেশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করানোর জন্য জনশক্তি রপ্তানি করাই ম্যানপাওয়ার রিক্রুটিং এজেন্সি র প্রধান কাজ। এদের কাজ হলো বৈধ ভিসা ও কর্মসংস্থান তৈরী করা।

Caption: Full Circular PDF Download

বিদেশ যাওয়ার পূর্বের প্রস্তুতি ও করণীয় ২০২৪ । কাজের জন্য বিদেশ যাওয়ার পূর্বের প্রস্তুতি ও করণীয়

  1. বৈধভাবে বিদেশ যাবার জন্য সিদ্ধান্ত নিন এবং পাসপোর্টকরুন।
  2. প্রথমে লাভ ক্ষতি হিসাব করুন তারপর বিদেশ গমনের ব্যাপারে সিদ্ধান্ত নিন
  3. পাসপোর্ট পাবার পর আপনার নিজ জেলার জোন DEMOতে গিয়ে নিবন্ধন করুন।
  4. গন্তব্য দেশের ভাষার প্রশিক্ষণ নিন। সারাদেশে ৪০টি টিটিসিতে মন্ত্রণালয়ের আওতাধীন বিএমইটি ভাষা প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
  5. পছন্দ ও দক্ষতা অনুযায়ী কাজের প্রশিক্ষণগ্রহণ করুন। বর্তমানে ৬৪টি টিটিসি এবং ৬টি আইএমটিতে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
  6. সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সি‘র মাধ্যমে গমন করুন।
  7. ভালোমত পড়ে ও বুঝে চুক্তিপত্র স্বাক্ষর করুন।টিভিসি-১
  8. বিদেশ যাওয়ার পূর্বে সমস্ত কাগজপত্রের ৩ সেট ফটোকপি করুন।
  9. বিএমইটির স্মার্ট কার্ড গ্রহণ করুন।টিভিসি-২
  10. বিদেশ যাওয়ার পূর্বে ব্যাংক হিসাব খুলু্ন। (TVC)
  11. বিদেশ যাওয়ার পূর্বে ৩ দিনের প্রাক বর্হিগমন প্রশিক্ষণে অংশ নিন। (TVC)
  12. সংশ্লিষ্ট ডিইএমও অফিসে ফিঙ্গার প্রিন্ট বা আঙ্গুলের ছাপ নিন। (TVC)
  13. অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করুন।
  14. প্রবাসীদের সহযোগিতা ও সামগ্রিক কল্যাণের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সাহায্য নিন।
  15. বিদেশ যেতে ও বিদেশ থেকে ফিরে সহজ শর্তে স্বল্প সুদে ঋণ নিন।

প্রবাসী রিক্রুটিং এজেন্সির লাইসেন্স করতে কত টাকা লাগে??

প্রবাসী নিয়োগ এজেন্সীর মাধ্যমে লোক বিদেশে পাঠানো হয়। লাইসেন্স এর আবেদন ফিস ৫০০ টাকা, লাইসেন্স ফিস ৩ লক্ষ টাকা, জামানত ২০ লক্ষ টাকা এবং ডুপ্লিকেট লাইসেন্স ফিস ৫০০ টাকা। এছাড়া লাইসেন্স নবায়নের আবেদন ফিস ২ হাজার টাকা এবং লাইসেন্স নবায়ন ফিস ১ লক্ষ টাকা প্রযোজ্য। এটা বর্তমান ফিস, সরকার চাইলে যে-কোন সময় এই ফিস এর পরিমান কম বেশি করতে পারে। এছাড়াও নিয়মিত কাগজপত্রাদি আপডেট রাখতে হয় এবং সরকার কর্তৃক প্রদত্ত নির্দেশনা অনুসরণ করতে হয়।

 

Total Number of Valid Agencies । সরকারি ভাবে অনুমোদিত আদম এজেন্ট তালিকা দেখুন BMET Recruiting Agency List । বিদেশ যাওয়ার এজেন্সি গুলোর তালিকা ২০২৩ যাত্রী ব্যাগেজ বিধিমালা ২০১৬ । যে জিনিসগুলো এয়ারপোর্টে শুল্ক না দিয়ে বিদেশ থেকে আনা যাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *