দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বিষয়/বোর্ড পরিবর্তন ও টিসি ফি ২০২৩ । ছাড়পত্র (বিটিসি), বিষয়/গ্রুপ/শিফট/ভার্সন/ছবি পরিবর্তন এবং ভর্তি বাতিল কার্যক্রম

অনলাইনে টিসি প্রাপ্তির ক্ষেত্রে ফি পরিশোধ করা যাবে মোবাইল ব্যাংকিং এ এবং বিষয় বা গ্রুপ পরিবর্তনের ক্ষেত্রে নির্ধারিত ফি গুণতে হবে – দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বিষয়/বোর্ড পরিবর্তন ও টিসি ফি ২০২৩

বিষয় পরিবর্তন বা ভর্তি বাতিলের শেষ সময় কত?–২০২১-২২ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন টিসি, বোর্ড পরিবর্তনের মাধ্যমে ছাড়পত্র (বিটিসি), বিষয়/গ্রুপ/শিফট/ভার্সন/ছবি পরিবর্তন এবং ভর্তি বাতিল কার্যক্রম আগামী ২৬/০১/২০২৩ থেকে ২৮/০২/২০২৩ তারিখ পর্যন্ত চলবে। উক্ত অনলাইন কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডে যোগাযোগের কোন প্রয়োজন নেই ।

প্রথমে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) এ গিয়ে ই-টিসি (e-TC) বাটনে ক্লিক করে টিসি আবেদন ফরম পূরণ করে Submit your Application বাটনে ক্লিক করতে হবে। আবেদন সাবমিট হওয়ার পর শিক্ষার্থীর মোবাইল নম্বরে একটি গোপনীয় সিকিউরিটি কোডসহ এসএমএ যাবে।

শিক্ষার্থী কতৃক টিসি(TC)ফরম সঠিক ভাবে পূরণ করে “Submit your application” বাটনে ক্লিক করবে এবং সোনালী সেবার স্লিপ প্রিন্ট নিবে। টিসির আবেদনটি সাবমিট করার পর প্রথমে নিজ প্রতিষ্ঠান দেখতে পাবে এবং অনুমোদন করবে। এরপর ভর্তিচ্ছু প্রতিষ্ঠান আবেদনটি দেখতে পাবে এবং অনুমোদন করলে শিক্ষার্থী বোর্ডের ফি জমা দেবার জন্য একটি SMS পাবে। অতঃপর বোর্ড কতৃক আবেদন চূড়ান্ত অনুমোদনের পর শিক্ষার্থী আর একটি SMS পাবে। তখন সে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে e-TC থেকে টিসির আদেশ প্রিন্ট নিয়ে নতুন প্রতিষ্ঠানে ভর্তি হবে। আবেদনটি কোথায় কি অবস্থায় আছে ও সোনালী সেবার স্লিপ প্রিন্ট করতে Transfer certificate status বাটন ক্লিক করে রোল, রেজিস্ট্রেশন এবং সিকিউরিটি কোড দিয়ে লগইন করলে দেখা যাবে।

দ্বাদশ শ্রেণীতে অধ্যায়নকালে কি গ্রুপ পরিবর্তন করা যায়? / ভর্তি বাতিলের ক্ষেত্রেও ফি গুণতে হবে

কুমিল্লা বোর্ড হটলাইন 09611991188( সকাল ৯:৩০ – ৬:৩০ ) ( যেকোনো মোবাইল ও টেলিফোন থেকে )

 

২০২১-২২ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন টিসি, বোর্ড পরিবর্তনের মাধ্যমে ছাড়পত্র (বিটিসি), বিষয়/গ্রুপ/শিফট/ভার্সন/ছবি পরিবর্তন এবং ভর্তি বাতিল কার্যক্রম প্রসঙ্গে।

বিষয় পরিবর্তন বা গ্রুপ পরিবর্তন ফি কত ? ২০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত ফি গুণতে হবে

  1. প্রতি বিষয় পরিবর্তন ২০০/-
  2. বিভাগ/গ্রুপ পরিবর্তন ৮০০/-
  3. অনলাইন টিসি/ বিটিসি ৭০০/-
  4. ভর্তি বাতিল ৬০০/-

ফোর্থ সাবজেক্ট পরিবর্তন করতেও কি ফি গুনতে হবে?

না। ফোর্থ সাবজেক্ট বা ৪র্থ শ্রেণীর শিফট, ভার্সন, ছবি পরিবর্তন ও চতুর্থ বিষয় বাতিলের জন্য কোন ফি লাগবে না। অন্যান্য পরিবর্তন যেমন বিষয়, বিভাগ বা টিসি প্রাপ্তি বা ভর্তি বাতিলে ফি লাগলেও ফোর্থ সাবজেক্ট পরিবর্তনে কোন ফি দ্বাদশ শ্রেণীর পরিক্ষার্থীদের গুণতে হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *