রাজনৈতিক দল নিবন্ধন আইন ২০২০ – বাংলাদেশে প্রধানত দ্বিদলীয় শাসনব্যবস্থা বিরাজমান। অর্থাৎ দুই দলের বাইরে অন্য কোনো দলের নামে নির্বাচনে জয়লাভ কারো পক্ষে অত্যন্ত কঠিন। এখানে প্রধান দুই দল পালাক্রমে দেশ শাসন করে থাকে। যা রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে সমস্যার কারণ। তাছাড়া বর্তমানে কমিউনিস্ট দলগুলো জোটবদ্ধ হয়ে বিভিন্ন ইস্যুতে গণ আন্দোলন করে থাকে। তবে বর্তমানে বিরোধী দলের শক্তিশালী অবস্থান নেই। রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন,২০২০

রাজনৈতিক দলের নিবন্ধনে শর্ত মানলেই হবে– বাংলাদেশের স্বাধীনতার পর যে কোন একটি নির্বাচনে একটি দলের অন্তত একটি আসন অথবা পাঁচ শতাংশ ভোট পাওয়ার রেকর্ড থাকতে হবে। এছাড়া একটি দলের কমপক্ষে ২১টি জেলায় বা দু’শ উপজেলায় কমিটি থাকতে হবে। এখন স্বতন্ত্র আইনের খসড়ায় দু’টি শর্ত পূরণের বাধ্যবাধকতা রাখা হয়েছে।

বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ২০২২ / ঐক্যজোট দলের সংখ্যা/ অনিবন্ধিত দলের সংখ্যা ২০২২

রাজনৈতিক ঐক্যজোট দল রয়েছে ৭টি এরা হলো– চৌদ্দ দলীয় জোট, বিশ দলীয় জোট, জাতীয় ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্ট, বাম গণতান্ত্রিক জোট, সম্মিলিত জাতীয় জোট, গণঐক্য

রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধিকরণ।

৩০ অক্টোবর ২০২২ পর্যন্ত দল নিবন্ধনের জন্য আবেদন করু যাবে

বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ২০২২ । দেশে এখন কয়টি রাজনৈতিক দল রয়েছে?

নিবন্ধন নংরাজনৈতিক দলের নামপ্রতীকনেতামতাদর্শঅবস্থান
০০১লিবারেল ডেমোক্রেটিক পার্টিছাতাঅলি আহমেদউদারনীতিবাদ , সামাজিক উদারনীতিবাদকেন্দ্রপন্থী
০০২জাতীয় পার্টি – জেপিবাইসাইকেলআনোয়ার হোসেন মঞ্জুবাংলাদেশী জাতীয়তাবাদ
০০৩বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল)চাকাদিলীপ বড়ুয়ামার্কসবাদ-লেনিনবাদবামপন্থী
০০৪কৃষক শ্রমিক জনতা লীগগামছাআবদুল কাদের সিদ্দিকীমুজিববাদ
০০৫বাংলাদেশের কমিউনিস্ট পার্টিকাস্তেমোঃ শাহ আলমসাম্যবাদ, মার্কসবাদ-লেনিনবাদবামপন্থী
০০৬বাংলাদেশ আওয়ামী লীগনৌকাশেখ হাসিনামুজিববাদমধ্য বাম, মধ্য
০০৭বাংলাদেশ জাতীয়তাবাদী দলধানের শীষখালেদা জিয়াবাংলাদেশী জাতীয়তাবাদমধ্য-ডান , ডানপন্থী
০০৮গণতন্ত্রী পার্টিকবুতর
০০৯বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টিকুঁড়েঘর
০১০বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিহাতুড়ীরাশেদ খান মেননসাম্যবাদ, মার্কসবাদ-লেনিনবাদবামপন্থী
০১১বিকল্পধারা বাংলাদেশকুলাএকিউএম বদরুদ্দোজা চৌধুরীবাংলাদেশী জাতীয়তাবাদ
০১২জাতীয় পার্টিলাঙ্গলজি এম কাদেরবাংলাদেশী জাতীয়তাবাদ
০১৩জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদমশালহাসানুল হক ইনুসমাজতন্ত্রবামপন্থী
০১৪নিবন্ধন বাতিল করা হয়েছে
০১৫জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডিতারাআ স ম আব্দুর রবসমাজতন্ত্রবামপন্থী
০১৬জাকের পার্টিগোলাপ ফুলইসলামবাদ
০১৭বাংলাদেশের সমাজতান্ত্রিক দলমইসাম্যবাদ,

মার্কসবাদ-লেনিনবাদ

বামপন্থী
০১৮বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপিগরুরগাড়ীআন্দালিব রহমান পার্থবাংলাদেশী জাতীয়তাবাদ
০১৯বাংলাদেশ তরিকত ফেডারেশনফুলের মালাসৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীইসলামবাদ
০২০বাংলাদেশ খেলাফত আন্দোলনবটগাছআতাউল্লাহ হাফেজ্জীইসলামবাদ
০২১বাংলাদেশ মুসলিম লীগহারিকেন
০২২ন্যাশনাল পিপলস্‌ পার্টি (এনপিপি)আম
০২৩জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশখেজুরগাছইসলামবাদ
০২৪গণফোরামউদীয়মান সূর্যকামাল হোসেন
০২৫গণফ্রন্টমাছ
০২৬প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)বাঘ
০২৭বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপগাভী
০২৮বাংলাদেশ জাতীয় পার্টিকাঁঠাল
০২৯নিবন্ধন বাতিল করা হয়েছে
০৩০ইসলামিক ফ্রন্ট বাংলাদেশচেয়ারইসলামবাদ
০৩১বাংলাদেশ কল্যাণ পার্টিহাতঘড়ি
০৩২ইসলামী ঐক্যজোটমিনারইসলামবাদ
০৩৩বাংলাদেশ খেলাফত মজলিসরিক্সাইসলামবাদ
০৩৪ইসলামী আন্দোলন বাংলাদেশহাতপাখাসৈয়দ রেজাউল করিমইসলামবাদ
০৩৫বাংলাদেশ ইসলামী ফ্রন্টমোমবাতিইসলামবাদ
০৩৬জাতীয় গণতান্ত্রিক পাটি-জাগপাহুক্কা
০৩৭বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকোদাল
০৩৮খেলাফত মজলিসদেওয়াল ঘড়িইসলামবাদ
০৩৯নিবন্ধন বাতিল করা হয়েছে
০৪০বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএলহাত (পাঞ্জা)
০৪১বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট)ছড়ি
০৪২বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফটেলিভিশন
০৪৩জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএমসিংহ
০৪৪বাংলাদেশ কংগ্রেসডাব

বাংলাদেশে কি অনিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে? সেগুলোর নাম কি?

অনিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশে বর্তমানে ১৭টি রাজনৈতিক দল রয়েছে। এদের মধ্যে গণসংহতি আন্দোলন, বাংলাদেশ ফ্রিডম পার্টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, শ্রমিক কৃষক সমাজবাদী দল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) (উমর), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশের সাম্যবাদী দল (সাঈদ) জাতীয় পার্টি (কাজী জাফর), ন্যাপ ভাসানী, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, নেজামে ইসলাম পার্টি, নাগরিক ঐক্য, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, আমার বাংলাদেশ পার্টি, গণ অধিকার পরিষদ অন্যতম।