স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত সুদ বা মুনাফা হইতে আয়কর আইন, ২০২৩ এর ধারা ১০২ অনুযায়ী উৎসে কর কর্তন সংক্রান্ত স্পষ্টীকরণ করেছে বাংলাদেশ ব্যাংক-স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত সুদ বা মুনাফা ২০২৪

স্থানীয় কর্তৃপক্ষ কি করযোগ্য সত্তা? হ্যাঁ। স্থানীয় কর্তৃপক্ষের সকল আয় করযোগ্য নয়। আয়কর আইন, ২০২৩ এর ষষ্ঠ তফসিল এর অংশ- ১ এর দফা (৩) অনুযায়ী সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রাপ্ত অনুদান এবং যেকোনো প্রকারের কর, খাজনা ও শুল্ক মোট আয় পরিগণনা হতে বাদ যাবে। অর্থাৎ স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রাপ্ত অনুদান এবং যেকোনো প্রকারের কর, খাজনা ও শুল্ক ব্যতীত অন্যান্য প্রকারের আয় করযোগ্য।

স্থানীয় কর্তৃপক্ষকে কি রিটার্ন দাখিল করতে হবে? না। আয়কর আইন, ২০২৩ এর ধারা ১৬৬(২) অনুযায়ী স্থানীয় কর্তৃপক্ষের জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়। স্থানীয় কর্তৃপক্ষের আয় প্রযোজ্যক্ষেত্রে উৎসে কর কর্তন বা সংগ্রহযোগ্য হবে। যে সকল ক্ষেত্রে উৎসে কর কর্তন বা সংগ্রহের বিধান রয়েছে এমন সকল প্রযোজ্যক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষের আয়ের বিপরীতে উৎসে কর কর্তন বা সংগ্রহ প্রযোজ্য হবে। স্থানীয় কর্তৃপক্ষ একটি কোম্পানি এবং আয়কর আইন, ২০২৩ অনুযায়ী স্থানীয় কর্তৃপক্ষ কোম্পানি হিসেবে সংজ্ঞায়িত। আয়কর আইন, ২০২৩ এর ধারা ২(৯১) অনুযায়ী “স্থানীয় কর্তৃপক্ষ” অর্থ সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ।

কত শতাংশ কর কর্তন করতে হবে? আয়কর আইন, ২০২৩ এর ধারা ১০২(১) অনুযায়ী আয়কর আইন, ২০২৩ বা বাংলাদেশে বলবৎ অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন, কোনো নিবাসী ব্যক্তিকে কোনো ব্যাংক, কো-অপারেটিভ ব্যাংক, ইসলামী নীতি মোতাবেক পরিচালিত কোনো ব্যাংক, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, কোনো লিজিং কোম্পানি অথবা কোনো হাউজিং ফাইন্যান্স কোম্পানি কোনো সঞ্চয়ী আমানত, স্থায়ী আমানত, মেয়াদী আমানত বা অন্য কোনো প্রকার আমানতের বিপরীতে কোনো সুদ বা মুনাফা পরিশোধ করলে, সুদ বা মুনাফা পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সুদ বা মুনাফা কোনো ব্যক্তির হিসাবে ক্রেডিটের সময় অথবা সুদ বা মুনাফা পরিশোধের সময়, যা পূর্বে ঘটে, উৎসে কর কর্তনপূর্বক সরকারি কোষাগারে জমা করবেন। উক্ত সুদ বা মুনাফা যদি কোম্পানি করদাতা কর্তৃক গৃহীত হয় তবে ২০% হারে উৎসে কর কর্তন করতে হবে। যেহেতু স্থানীয় কর্তৃপক্ষ কোম্পানির সংজ্ঞাভুক্ত সেহেতু স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত সুদ বা মুনাফার ক্ষেত্রে উৎসে কর কর্তনের হার ২০% হবে।

স্থানীয় কর্তৃপক্ষ / সময় মত কর দাখিল না করলে স্থানীয় কর্তৃপক্ষ এর হার বৃদ্ধি করতে পারবে না

স্থানীয় কর্তৃপক্ষ বলতে স্থানীয় সরকারকে বোঝায় । যারা মেট্রো সিটিতে থাকেন তাদের জন্য সিটি কর্পোরেশন, যারা পৌর সভায় থাকেন তাদের জন্য পৌর কর্তৃপক্ষ ও যারা গ্রামে থাকেন তাদের জন্য ইউনিয়ন পরিষদকে স্থানীয় কর্তৃপক্ষ হিসেবে গণ্য করা হয়

স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত সুদ বা মুনাফা ২০২৪ । নতুন আইন কি উৎসে কর কর্তন করতে হবে?

Caption: Info Source Bangladesh Bank Download

স্থানীয় কর্তৃপক্ষ তালিকা ২০২৪। যেমন টাঙ্গাইলের স্থানীয় কর্তৃপক্ষগুলো কি কি?

  1. জেলা প্রশাসক: টাঙ্গাইল জেলার প্রধান নির্বাহী কর্মকর্তা।
  2. পুলিশ সুপার: টাঙ্গাইল জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা।
  3. উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO): টাঙ্গাইল জেলার প্রতিটি উপজেলার প্রধান নির্বাহী কর্মকর্তা।
  4. থানার অফিসার ইন-চার্জ (OC): টাঙ্গাইল জেলার প্রতিটি থানার প্রধান কর্মকর্তা।
  5. ইউনিয়ন পরিষদ: টাঙ্গাইল জেলার প্রতিটি ইউনিয়নের স্থানীয় সরকার।
  6. টাঙ্গাইল পৌরসভা: টাঙ্গাইল শহরের প্রশাসন পরিচালনা করে।
  7. টাঙ্গাইল জেলা পরিষদ: টাঙ্গাইল জেলার স্থানীয় উন্নয়ন কার্যক্রম তত্ত্বাবধান করে।
  8. ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন (WASA): টাঙ্গাইল জেলায় পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পরিচালনা করে।
  9. বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB): টাঙ্গাইল জেলায় বিদ্যুৎ সরবরাহ করে।
  10. বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (BTRC): টাঙ্গাইল জেলায় টেলিযোগাযোগ সেবা নিয়ন্ত্রণ করে।
  11. পরিবেশ অধিদপ্তর: টাঙ্গাইল জেলার পরিবেশ রক্ষা করে।
  12. অগ্নিনির্বাপক বাহিনী: টাঙ্গাইল জেলায় আগুন থেকে রক্ষা করে।

স্থানীয় কর্তৃপক্ষ কি কর কর্তনের হার বৃদ্ধি করতে পারে?

না। স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন ধরনের আমানতের বিপরীতে প্রাপ্ত সুদ বা মুনাফার বিপরীতে আয়কর আইন, ২০২৩ এর ধারা ১০২ অনুযায়ী উৎসে কর কর্তনের হার রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপনের ব্যর্থতায় ৫০% বৃদ্ধি পারে না। স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয় বিধায় রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপনের ব্যর্থতায় উৎসে কর কর্তনের হার ৫০% বৃদ্ধি পাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *