আজকের খবর ২০২৫

ঢাকার রাস্তার বাস চলাচল রুট সমূহ ২০২৪ । ইতিহাস ও ঠিকানা পরিবহন বাস কোথায় যায়?

ঢাকা শহর বা রাজধানীতে বাসের যেমন অভাব নাই তেমনি অলিগলি’রও অভাব নাই- বিভিন্ন বাস বিভিন্ন রোডে যাতায়াত করে থাকে- আজ আমরা জানবো কোন বাস কোন রোডে চলাচল করে–ঢাকার রাস্তার বাস চলাচল রুট সমূহ ২০২৪

ইতিহাস পরিবহন কি নিউ মার্কেট যায়? – এমন প্রশ্ন প্রায়ই শুনতে হয়। যারা ঢাকায় বসবাস করেন তা বাসগুলোকে ট্র্যাক করতে পারেন কিন্তু যারা গ্রাম থেকে শহরে পরীক্ষা দেওয়ার জন্য যায় অথবা কোন সাময়িক কাজের জন্য যায় তারা বাসের গন্তব্য ও চলাচলের রোড সম্পর্কে জ্ঞাত নয়। আজ আমরা এসব বিষয়ে র্পূনাঙ্গ জ্ঞান নিতে চেষ্টা করবো। প্রয়োজনে পেইজের লিংকটি আপনার মোবাইলে সেইভ করে রাখুন যাতে কোথাও যাতায়াত করার সময় আপনি বাসের রোড গুলো সম্পর্কে ধারনা নিতে পারেন।

ঢাকায় চলাচলের কিছু জনপ্রিয় বাস কোনগুলো? ১ নং বাস: মিরপুর ১২ – সদরঘাট, ২ নং বাস: মিরপুর চিড়িয়াখানা – ফুলবাড়িয়া, ৩ নং বাস: ফুলবাড়িয়া – খিলক্ষেত, ৪ নং বাস: শাহবাগ – বালুঘাট, ৬ নং বাস: কমলাপুর – গুলিস্তান – সদরঘাট, ১১ নং বাস: মিরপুর ১ – সদরঘাট, ১২ নং বাস: মিরপুর ১০ – সদরঘাট, ১৩ নং বাস: মিরপুর ১৪ – সদরঘাট, ১৫ নং বাস: গাবতলী – সদরঘাট, ২৭ নং বাস: মিরপুর ১ – ধানমন্ডি। ঢাকার বাস রুটগুলি প্রায়শই পরিবর্তিত হয়। তাই সর্বশেষ তথ্যের জন্য উপরে উল্লেখিত অ্যাপ, ওয়েবসাইট, অথবা বাস কর্মীদের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। ঢাকার বাসগুলি প্রায়ই যানজটের কারণে দেরিতে চলে। তাই আপনার যাত্রা শুরু করার আগে যানজটের খবর সম্পর্কে অবগত থাকা উচিৎ।

অ্যাপ হতে রোড সম্পর্কে জানা যায়? হ্যাঁ। ঢাকার বাস রুট সম্পর্কে তথ্য জানার জন্য অ্যাপ ব্যবহার করতে পারেন। ঢাকা বাস রুট: https://www.dhakabusroute.com/ অ্যাপটি ঢাকার সকল বাসের রুট, ভাড়া এবং সময়সূচী সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে। ঢাকা সিটি বাস রুট: https://www.dhakabusroute.com/ অ্যাপটি আরেকটি জনপ্রিয় অ্যাপ যা ঢাকার বাস রুট সম্পর্কে তথ্য প্রদান করে। এছাড়াও ওয়েবসাইট ব্যবহার করেও বাস ও রোডের তথ্য জানতে পারেন। ঢাকা বাস রুট: https://www.dhakabusroute.com/ ওয়েবসাইটে ঢাকার সকল বাসের রুটের তালিকা দেওয়া আছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি: https://bsp.brta.gov.bd/?lan=en ওয়েবসাইটে ঢাকার কিছু বাস রুটের তথ্য পাওয়া যায়। সরাসরি বাসের কন্ডাক্টর বা চালকের কাছে জিজ্ঞাসা করেও বাসের তথ্য জানা যায়। আপনি যে রাস্তায় যেতে চান, সেই রাস্তায় কোন বাস চলে, তা জানতে সরাসরি বাসের কন্ডাক্টর বা চালকের কাছে জিজ্ঞাসা করতে পারেন।

ঢাকা সিটি বাস রোড বা ঢাকায় কোন বাস কোন রুটে চলাচল করে? / ঢাকার বাস চলাচল সম্পর্কে ধারণা নিন

বাসে ওঠার পরে বয়স্ক, অসুস্থ, নারী ও শিশুদের জন্য আসন ছেড়ে দিন। জানালা দিয়ে মাথা বা হাত বের করবেন না। মোবাইল ফোনে কথা বলার সময় সাবধানে চলাফেরা করুন। বাসের মধ্যে খাবার-দাবার খাওয়ার সময় সাবধানে খান যাতে আশেপাশে নোংরা না হয়। জোরে জোরে কথা বলবেন না। বাসের মধ্যে ধূমপান করা নিষেধ।

ঢাকার রাস্তার বাস চলাচল রুট সমূহ ২০২৪ । ইতিহাস ও ঠিকানা পরিবহন বাস কোথায় যায়?

Caption: www.dtca.gov.bd

বাসের নাম ও রুট ও গন্তব্য স্থল ২০২৪ । কোন বাস কোন রুটে চলে দেখে নিন

  1. ইতিহাস পরিবহনঃ ইতিহাস গাড়িটি লাল রংয়ের এটি গাজিপুর জেলার চন্দ্রা হতে বাড়ইপাড়া, জিরানী, কবিরপুর হয়ে বলীভদ্র, বাইপাইল, নবীনগর, জাহাঙ্গীরনগর, সাভার, হেমায়েতপুর হয়ে আমিনবাজার, গাবতলী ও টেকনিক্যাল মোড় হয়ে মিরপুর ১, ২, ১০ হতে ১৪ নম্বর পর্যন্ত চলাচল করে। আবার ১৪ নম্বর হতে চন্দ্রা যায়।  
  2. রাজধানী পরিবহনঃ রাজধানী পরিবহন গাড়িটি লাল রংয়ের এটি গাজিপুরের কালিয়াকৈর হতে জিরানী, বাইপাইল, নবীনগর হয়ে সাভার আমিনবাজার গাবতলী থেকে টেকনিক্যাল মোড় হয়ে মিরপুর ১, ২, ১০ হয়ে ১২ নম্বর পর্যন্ত ।
  3. ঠিকানা পরিবহনঃ ঠিকানা পরিবহন গাড়িটি সবুজ রংয়ের এটি গাজিপুর চন্দ্রা হতে জিরানী, বাইপাইল, নবীনগর হয়ে সাভার, গাবতলী, টেকনিক্যাল থেকে কল্যাণপুর, শ্যামলী শিশু মেলা, আসাদগেইট, কলাবাগান, ধানমন্ডি ২৭, ৩২ হয়ে শুক্রাবাদ, সাইন্সল্যাব, নিউমার্কেট, নীলক্ষেত, পলাশী হয়ে সাইনবোর্ড।
  4. সাভার পরিবহনঃ সাভার পরিবহন গাড়িটি সবুজ রংয়ের, সাভার পরিবহন চন্দ্রা হতে জিরানী হয়ে সাভার, গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী শিশু মেলা হয়ে আসাদগেইট, কলাবাগান, ধানমন্ডি হয়ে সাইন্সল্যাব, গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত ।
  5. আবাবিল পরিবহনঃ মতিঝিল – শাপলা চত্বর – মালিবাগ – মৌচাক – রামপুরা – উত্তর বাড্ডা – নতুন বাজার – বসুন্ধরা – কুড়িল বিশ্বরোড – এয়ারপোর্ট – উত্তরা – টঙ্গী ।
  6. অনাবিল পরিবহনঃ যাত্রাবাড়ি – সায়েদাবাদ – মানিকনগর – কমলাপুর – খিলগাঁও – মালিবাগ – রামপুরা – বাড্ডা – লিংকরোড – নতুনবাজার – বসুন্ধরা – খিলক্ষেত – উত্তরা – আবদুল্লাপুর – টঙ্গী ।
  7. অনাবিল পরিবহনঃ বাসাবো – মালিবাগ – রামপুরা – সাদাতপুর – নতুনবাজার – বসুন্ধরা – কুড়িল – খিলক্ষেত – এয়ারপোর্ট – উত্তরা – টঙ্গী ।
  8. ATCL পরিবহনঃ মতিঝিল – শাপলাচত্বর – বঙ্গবন্ধু স্টেডিয়াম – পল্টন – প্রেসক্লাব – শাহবাগ-সাইন্সল্যাব – সিটি কলেজ – ঝিগাতলা – ধানমন্ডি ১৫ – স্টার কাবাব – সংকর – বিআরটিসি বাসস্টপ – মোহাম্মদপুর ।
  9. বলাকা পরিবহনঃ সায়েদাবাদ – মানিকনগর – কমলাপুর – মালিবাগ – মগবাজার – সাতরাস্তা – নাবিস্কো – মহাখালী – এয়ারপোর্ট – উত্তরা – টঙ্গি – গাজিপুর ।
  10. বলাকা স্পেশালঃ সদরঘাট – গুলিস্তান – নয়াবাজার – গুলিস্তান গোলাপ শাহ মাজার – পল্টন – কাকরাইল – মালিবাগ – সোহাগ হেড অফিস রামপুরা – বাড্ডা – শাহদাতপুর – নতুনবাজার – বসুন্ধরা – কুড়িল – খিলক্ষেত – এয়ারপোর্ট – উত্তরা ।
  11. বাহন পরিবহনঃ মিরপুর ১৪, ১৩, ১০, ২, ১ হয়ে টেকনিক্যাল কল্যাণপুর শ্যামলী কলেজগেইট আসাদগেইট কলাবাগান সিটি কলেজ সাইন্সল্যাব শাহবাগ প্রেসক্লাব পল্টন মতিঝিল শাপলাচত্বর আরামবাগ কমলাপুর রেলওয়ে স্টেশন ।
  12. বেস্ট ট্রান্সপোর্টঃ যাত্রাবাড়ি – মতিঝিল – শাপলা চত্বর – বঙ্গবন্ধু স্টেডিয়াম – পল্টন – প্রেসক্লাব – শাহবাগ – বাংলামোটর – ফার্মগেট – শেওড়াপাড়া – কাজীপাড়া – মিরপুর ১০ – পল্লবী – মিরপুর ১২ ।
  13. বিকল্প পরিবহনঃ মিরপুর ১২ – পল্লবী – মিরপুর ১০ – কাজীপাড়া – শেওড়াপাড়া – তালতলা – আগারগাঁও – শ্যামলী শিশুমেলা – কলেজগেইট – আসাদগেইট -কলাবাগান – সিটি কলেজ – নিউমার্কেট – আজিমপুর ।
  14. বন্ধু পরিবহনঃ গুলিস্তান – গোলাপ শাহ মাজার – পল্টন – কাকরাইল – মালিবাগ – রামপুরা – বাড্ডা । বোরাক পরিবহন ঃ খিলগাঁও – তালতলা – মতিঝিল – শাপলাচত্বর – গুলিস্তান – প্রেসক্লাব – শাহবাগ – কাঁটাবন – সাইন্সল্যাব – কলাবাগান – শুক্রাবাদ – ধানমন্ডি ২৭ – আসাদগেইট – কলেজগেইট – শ্যামলী – গাবতলী।
  15. বিআরটিসি বাসঃ মতিঝিল শাপলা চত্বর – বঙ্গবন্ধু স্টেডিয়াম – পল্টন – প্রেসক্লাব – শাহবাগ -বাংলামোটর – ফার্মগেট – শেওড়াপাড়া – কাজীপাড়া – মিরপুর ১০ – পল্লবী – মিরপুর ১২ ।
  16. বিআরটিসি বাসঃ মতিঝিল শাপলা চত্বর – বঙ্গবন্ধু স্টেডিয়াম – পল্টন – প্রেসক্লাব – শাহবাগ -বাংলামোটর – ফার্মগেট – শেওড়াপাড়া – কাজীপাড়া – মিরপুর ১০ – মিরপুর-২ রুপনগর।
  17. বিআরটিসি বাসঃ ডেমরা – যাত্রাবাড়ি – মতিঝিল – শাপলা চত্বর – বঙ্গবন্ধু স্টেডিয়াম – পল্টন – প্রেসক্লাব – শাহবাগ – বাংলামোটর – ফার্মগেট – আসাদগেইট – কলেজগেইট – শ্যামলী – গাবতলী ।
  18. বিআরটিসি বাসঃ মোহাম্মদপুর – শ্যামলী শিশুমেলা – আগারগাঁও – মহাখালী – গুলশান -১ – বাড্ডা।
  19. বিআরটিসি বাসঃ গুলিস্তান গোলাপ শাহ মাজার – পল্টন – প্রেসক্লাব – শাহবাগ – বাংলামোটর – ফার্মগেট – কুড়িল – খিলক্ষেত – মহাখালী – এয়ারপোর্ট – উত্তরা – টঙ্গি – গাজিপুর ।
  20. বিআরটিসি বাসঃ গুলিস্তান গোলাপ শাহ মাজার – পল্টন – প্রেসক্লাব – শাহবাগ – বাংলামোটর – ফার্মগেট – আসাদগেইট – কলেজগেইট – শ্যামলী – গাবতলী ।
  21. বিআরটিসি বাসঃ গুলিস্তান গোলাপ শাহ মাজার – পল্টন – প্রেসক্লাব – শাহবাগ – বাংলামোটর – ফার্মগেট – আসাদগেইট – কলেজগেইট – শ্যামলী – টেকনিক্যাল মোড়, গাবতলী – আমিনবাজার, হেমায়েতপুর , জাহাঙ্গীরনগর, সাভার – নবীনগর।
  22. বিআরটিসি বাসঃ মতিঝিল শাপলা চত্বর – বঙ্গবন্ধু স্টেডিয়াম – পল্টন – প্রেসক্লাব – শাহবাগ -বাংলামোটর – ফার্মগেট – মহাখালী – এয়ারপোর্ট – উত্তরা – টঙ্গি – গাজিপুর ।
  23. চয়েজ ট্রান্সপোর্টঃ যাত্রাবাড়ি – মতিঝিল – শাপলা চত্বর – বঙ্গবন্ধু স্টেডিয়াম – পল্টন – প্রেসক্লাব – শাহবাগ – বাংলামোটর – ফার্মগেট – শেওড়াপাড়া – কাজীপাড়া – মিরপুর ১০ – পল্লবী – মিরপুর ১২ ।
  24. ধামরাই পরিবহনঃ গুলিস্তান, চাংখারপুল, ঢাকেশ্বরী, নীলক্ষেত, নিউমার্কেট, সাইন্সল্যাব, শুক্রাবাদ, ধানমন্ডি ২৭, ৩২ হয়ে আসাদগেইট, কলাবাগান, শ্যামলী শিশু মেলা, টেকনিক্যাল থেকে কল্যাণপুর, গাবতলী, সাভার হয়ে নবীনগর ,ধামরাই ।
  25. দীপন ট্রান্সপোর্টঃ মতিঝিল – শাপলাচত্বর – বঙ্গবন্ধু স্টেডিয়াম – পল্টন – প্রেসক্লাব – শাহবাগ-সাইন্সল্যাব – সিটি কলেজ – ঝিগাতলা – ধানমন্ডি ১৫ – স্টার কাবাব – সংকর – বিআরটিসি বাসস্টপ – মোহাম্মদপুর ।
  26. ডি লিংকঃ গুলিস্তান, চাংখারপুল, ঢাকেশ্বরী , নীলক্ষেত, নিউমার্কেট, সাইন্সল্যাব, শুক্রাবাদ, ধানমন্ডি ২৭, ৩২ হয়ে আসাদগেইট, কলাবাগান, শ্যামলী শিশু মেলা, টেকনিক্যাল থেকে কল্যাণপুর, গাবতলী, সাভার হয়ে নবীনগর ,ধামরাই ।
  27. একতা পরিবহনঃ গুলিস্তান, জয়কালী মন্দির, যাএাবাড়ী, শনির আখড়া, রায়ের বাগ, মেডিকেল, সাইনবোর্ড, ভুঁইগর, জলকুড়ি, নারায়ণগঞ্জ ।
  28. এনা পরিবহনঃ মতিঝিল – শাপলা চত্বর – বঙ্গবন্ধু স্টেডিয়াম – পল্টন – প্রেসক্লাব – শাহবাগ – বাংলামোটর – ফার্মগেট – শেওড়াপাড়া – কাজীপাড়া – মিরপুর ১০ – পল্লবী – মিরপুর ১২ ।
  29. ইটিসি পরিবহনঃ গুলিস্তান, গোলাপ শাহ মাজার – পল্টন – প্রেসক্লাব – শাহবাগ – বাংলামোটর – ফার্মগেট – শেওড়াপাড়া – কাজীপাড়া – মিরপুর ১০ – পল্লবী – মিরপুর ১২ ।
  30. ফাল্গুন পরিবহনঃ আজিমপুর, সিটি কলেজ, সাইন্সল্যাব, শাহবাগ, কাকরাইল, মালিবাগ – সোহাগ হেড অফিস রামপুরা – বাড্ডা – শাহদাতপুর – নতুনবাজার – বসুন্ধরা – কুড়িল – খিলক্ষেত – এয়ারপোর্ট – উত্তরা ।
  31. এফ,টি,সি,এল পরিবহনঃ মতিঝিল – শাপলাচত্বর – বঙ্গবন্ধু স্টেডিয়াম – পল্টন – প্রেসক্লাব – শাহবাগ-সাইন্সল্যাব – সিটি কলেজ – ঝিগাতলা – ধানমন্ডি ১৫ – স্টার কাবাব – সংকর – বিআরটিসি বাসস্টপ – মোহাম্মদপুর ।
  32. গাজিপুর পরিবহণঃ ফুলবাড়িয়া – গুলিস্তান – গোলাপ শাহ মাজার – পল্টন – প্রেসক্লাব – শাহবাগ – ফার্মগেট – মহাখালী – কাকলি – কুড়িল – খিলক্ষেত – এয়ারপোর্ট – উত্তরা – আব্দুল্লাপুর – টঙ্গী – গাজীপুর।
  33. যাত্রাবাড়ি পরিবহনঃ ডেমরা – যাত্রাবাড়ী – কমলাপুর – রেলওয়ে স্টেশন – জংগীমাজার – রাজারবাগ পুলিশ লাইন – মগবাজার – সাতরাস্তা – মহাখালী – কাকলী – কুড়িল – খিলক্ষেত – এয়ারপোর্ট – উত্তরা – আব্দুল্লাপুর – টঙ্গী ।
  34. লাব্বাইকঃ যাত্রাবাড়ী – সায়েদাবাদ – মানিকনগর – মুগদাপাড়া – বাসাবো – খিলগাঁও – সোহাগ হেড অফিস – মগবাজার – বাংলামোটর – ফার্মগেট । মেট্রোলিংকঃ মিরপুর ১ – আনসার ক্যাম্প – টেকনিক্যাল – কল্যাণপুর – শ্যামলী – শিশুমেলা – কলেজগেট – আসাদগেট – কলাবাগান – সিটি কলেজ – নিউমার্কেট – আজিমপুর ।
  35. মিডওয়ে লিংকঃ মোহম্মদপুর – BRTC বাসস্টপ ১ – শংকর – স্টারকাবাব – ধানমন্ডি ১৫ – জিগাতলা – সিটি কলেজ – সাইন্সল্যাব – শাহবাগ – প্রেসক্লাব – পল্টন – গুলিস্তান আহাদ পুলিশ বক্স – বঙ্গবন্ধু স্টেডিয়াম – কমলাপুর রেলওয়ে স্টেশন – মুগদাপাড়া – বাসাবো – খিলগাঁও । মিরপুর ১০, ১১, ১২ঃ মতিঝিল – পল্টন – শাহবাগ – শেরাটন – কাওরান বাজার – ফার্মগেট – (সোজারাস্তা দিয়ে) – শেরে বাংলা ভার্সিটি – মিরপুর ১০ – মিরপুর ১১ – মিরপুর ১২ । মিরপুর ইউনাইটেড সার্ভিসঃ সদরঘাট – গুলিস্তান (গোলাপ শাহ মাজার) – পল্টন – প্রেসক্লাব – শাহবাগ – বাংলামটর – ফার্মগেট – শেওড়াপাড়া – কাজীপাড়া – মিরপুর ১০ – পল্লবী – মিরপুর ১২ ।
  36. মাই লাইনঃ মিরপুর ১৪ – মিরপুর ১৩ – মিরপুর ১০ – মিরপুর ২ – মিরপুর ১ – আনসার ক্যাম্প – টেকনিক্যাল – কল্যাণপুর – শ্যামলী – শিশুমেলা – কলেজগেট – আসাদগেট – কলাবাগান – সিটিকলেজ – সাইন্সল্যাব – শাহবাগ । নিউ ভিশনঃ মতিঝিল শাপলা চত্বর – বঙ্গবন্ধু স্টেডিয়াম – পল্টন – প্রেসক্লাব – শাহবাগ – বাংলামটর – ফার্মগেট – আসাদগেট – কলেজগেট – শিশুমেলা – শ্যামলী – কল্যাণপুর – টেকনিক্যাল – আনসার ক্যাম্প – মিরপুর ১ – মিরপুর চিড়িয়াখানা । ৬ নংঃ মতিঝিল – কমলাপুর – মালিবাগ – মগবাজার – ইস্কাটন – কাওরান বাজার – ফার্মগেট – এয়ারপোর্ট – বনানী ।
  37. ৭ নং লোকালঃ সদরঘাট – গুলিস্তান নয়া বাজার – গুলিস্তান (গোলাপ শাহ মাজার) – পল্টন – প্রেসক্লাব – শাহবাগ – সাইন্সল্যাব – সিটি কলেজ – কলাবাগান – আসাদগেট – কলেজগেট – শিশুমেলা – শ্যামলী – কল্যাণপুর – টেকনিক্যাল – গাবতলী । ৮ নং লোকালঃ গুলিস্তান – মতিঝিল – পল্টন – শাহবাগ – শেরাটন – কাওরান বাজার – ফার্মগেট – আসাদগেট – (সংসদভবন) – শ্যামলী – কল্যাণপুর – গাবতলী ।
  38. ৮ নং লোকালঃ যাত্রাবাড়ী – মতিঝিল শাপলা চত্বর – বঙ্গবন্ধু স্টেডিয়াম – পল্টন – প্রেসক্লাব – শাহবাগ – বাংলামটর – ফার্মগেট – আসাদগেট – কলেজগেট – শিশুমেলা – শ্যামলী – কল্যাণপুর – টেকনিক্যাল – গাবতলী ।
  39. পাঞ্জেরীঃ গুলিস্তান – পল্টন – কাকরাইল – মগবাজার – সাতরাস্তা – তিব্বত – নাবিস্কো – মহাখালী ১০ /বনানী – কাকলী – খিলক্ষেত – এয়ারপোর্ট – রাজলক্ষী – হাউজবিল্ডিং – আব্দুল্লাহপুর – টঙ্গী স্টেশন রোড – কামারপাড়া ।
  40. প্রভাতী বনশ্রীঃ গুলিস্তান (গোলাপ শাহ মাজার) – পল্টন – কাকরাইল – মগবাজার – সাতরাস্তা – মহাখালী – কাকলী – কুড়িল – খিলক্ষেত – এয়ারপোর্ট ।
  41. রাইদাঃ পোস্তগোলা – যাত্রাবাড়ী – সায়েদাবাদ – মানিকনগর – কমলাপুর – মালিবাগ – মগবাজার – সাতরাস্তা – নাবিস্কো – মহাখালী – এয়ারপোর্ট – উত্তরা – টঙ্গী – গাজীপুর ।
  42. ছালছাবিলঃ সায়েদাবাদ – মানিকনগর – কমলাপুর – মালিবাগ – রামপুরা – বাড্ডা – গুলশান আমেরিকা এ্যাম্বাসি – বারিধারা – এয়ারপোর্ট – উত্তরা – টঙ্গী । ছালছাবিলঃ বাসাবো – মালিবাগ – রামপুরা – শাহজাদপুর – নতুন বাজার – বসুন্ধরা – কুড়িল – খিলক্ষেত – এয়ারপোর্ট – উত্তরা – টঙ্গী ।
  43. স্বকল্প পরিবহণঃ কমলাপুর – রাজারবাগ পুলিশ লাইন – মগবাজার – বাংলামটর – ফার্মগেট – আঁগারগাও – শেওড়াপাড়া – কাজীপাড়া – মিরপুর ১০ – মিরপুর ২ – মিরপুর ১ – মিরপুর চিড়িয়াখানা ।
  44. শিকড় পরিবহনঃ যাত্রাবাড়ী – মতিঝিল শাপলা চত্বর – বঙ্গবন্ধু স্টেডিয়াম – পল্টন – প্রেসক্লাব – শাহবাগ – বাংলামটর – ফার্মগেট – শেওড়াপাড়া – কাজীপাড়া – মিরপুর ১০ – পল্লবী – মিরপুর ১২ ।
  45. শতাব্দী পরিবহনঃ মতিঝিল শাপলা চত্বর – বঙ্গবন্ধু স্টেডিয়াম – পল্টন – প্রেসক্লাব – শাহবাগ – সাইন্সল্যাব – ঝিগাতলা – ধানমন্ডি ১৫ – স্টার কাবাব – শংকর – BRTC বাসস্টপ ১ – BRTC বাসস্টপ ২ – আসাদগেট – কলেজগেট – শিশুমেলা – শ্যামলী।
  46. স্কাইলাইনঃ সদরঘাট – গুলিস্তান নয়াবাজার – গুলিস্তান (গোলাপ শাহ মাজার) – পল্টন – প্রেসক্লাব – শাহবাগ – ফার্মগেট – মহাখালী – কাকলী – কুড়িল – খিলক্ষেত – এয়ারপোর্ট – উত্তরা – আব্দুল্লাপুর – টঙ্গী – শফীপুর ।
  47. সুপ্রভাত পরিবহনঃ সদরঘাট – গুলিস্তান নয়াবাজার – গুলিস্তান (গোলাপ শাহ মাজার) – পল্টন – মালিবাগ – রামপুরা – শাহজাদপুর – নতুন বাজার – বসুন্ধরা – কুড়িল – খিলক্ষেত – এয়ারপোর্ট – উত্তরা।
  48. তানজিল পরিবহনঃ সদরঘাট – গুলিস্তান নয়াবাজার – গুলিস্তান (গোলাপ শাহ মাজার) – পল্টন – প্রেসক্লাব – শাহবাগ – বাংলামটর – ফার্মগেট – আসাদগেট – কলেজগেট – শিশুমেলা – শ্যামলী – কল্যাণপুর – টেকনিক্যাল – মিরপুর -১ তুরাগ পরিবহনঃ সায়েদাবাদ – মানিকনগর – কমলাপুর – মালিবাগ – রামপুরা – বাড্ডা – গুলশান আমেরিকা এ্যাম্বাসি – বারিধারা – এয়ারপোর্ট – উত্তরা – টঙ্গী ।
  49. উল্লাস পরিবহনঃ গুলিস্তান – যাত্রাবাড়ী – জুরাইন – পোস্তগোলা – ধলেশ্বরী – পাগলা – ফতুল্লা – পঞ্চবটী – নারায়ণগঞ্জ। VIP ভি আই পি পরিবহনঃ আজিমপুর – নিউমার্কেট, সাইন্সল্যাব, শুক্রাবাদ, ধানমন্ডি ২৭, ৩২ হয়ে আসাদগেইট,ফার্মগেট – মহাখালী – কাকলী – কুড়িল – খিলক্ষেত – এয়ারপোর্ট – উত্তরা – আব্দুল্লাপুর – টঙ্গী।
  50. ভিক্টর পরিবহনঃ সদরঘাট – গুলিস্তান নয়াবাজার – গুলিস্তান (গোলাপ শাহ মাজার) – পল্টন – কাকরাইল – মালিবাগ – রামপুরা – শাহজাদপুর – নতুন বাজার – বসুন্ধরা – কুড়িল – খিলক্ষেত – এয়ারপোর্ট – উত্তরা।

বাসে যাতায়াতের সতর্কতা কি কি?

বাসে ওঠার আগে যথেষ্ট সময় হাতে নিয়ে বাসা থেকে বের হন। তাড়াহুড়ো করলে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। বাসে ভিড় থাকলে এড়িয়ে চলুন। ভিড়ের বাসে আপনার জিনিসপত্র হারানোর সম্ভাবনা থাকে। বাসে ওঠার আগে টিকিট কেটে রাখুন। লম্বা, ঝলমলে পোশাক পরিধান করা থেকে বিরত থাকুন। এতে পোশাক আটকে যাওয়ার ঝুঁকি থাকে। মূল্যবান জিনিসপত্র হাতের কাছে রাখুন এবং সাবধানে দেখাশোনা করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *