সেবা সহজিকরণের অংশ হিসেবে বর্তমানে বিআরটিএ’র যে কোনাে সার্কেল অফিস (মেট্রো/জেলা) থেকে মােটরযানের ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য বায়ােমেট্রিক প্রদান কার্যক্রম চালু করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)
বিআরটিএ ভবন নতুন বিমানবন্দর সড়ক, বনানী, ঢাকা-১২১২।
মােটরযানের ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ডিআরসি) এর বায়ােমেট্রিক যে কোন সার্কেল অফিস থেকে প্রদান সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি
সংশ্লিষ্ট মােটরযান মালিকগণের জ্ঞাতার্থে জানানাে যাচ্ছে যে, সেবা সহজিকরণের অংশ হিসেবে বর্তমানে বিআরটিএ’র যে কোনাে সার্কেল অফিস (মেট্রো/জেলা) থেকে মােটরযানের ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য বায়ােমেট্রিক প্রদান কার্যক্রম চালু করা হয়েছে। এমতাবস্থায়, মােটরযান মালিকগণকে তাঁর সুবিধা অনুযায়ী মােটরযানের ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ডিআরসি) এর বায়ােমেট্রিক যে কোনাে সার্কেল অফিস থেকে প্রদানের সুযােগ গ্রহণ করার জন্য অনুরােধ করা যাচ্ছে।
পরিচালক (ইঞ্জিনিয়ারিং)
মােটরযানের ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য বায়ােমেট্রিক সংক্রান্ত: ডাউনলোড