প্রতিবন্ধী ভাতা সাধারণত ৩ মাস পর পর প্রদান করা হয়-মোবাইলেই এখন প্রতিবন্ধী ভাতা পরিশোধ করা হয় – প্রতিবন্ধী ভাতা কবে দিবে 2024

প্রতিবন্ধী ভাতা কবে দিবে? – গত মাসের ২৫ তারিখ হতেই প্রতিবন্ধী ভাতা দেওয়া শুরু হয়েছে। চলতি ২০২৩-২৪ অর্থবছরে প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা ২৩ লক্ষ ৬৫ হাজার জন থেকে ৫ লক্ষ ৩৫ হাজার জন বৃদ্ধি করে ২৯ লক্ষ জন করা হয়। মাসিক ভাতার হার ৮৫০ টাকা। ২০২৩-২০২৪ অর্থবছরে প্রতিবন্ধী ভাতা কার্যক্রম খাতে মোট বরাদ্দের পরিমান ২৯৭৮.৭১ কোটি টাকা।

প্রতিবন্ধী ভাতা আসছে কিনা কিভাবে দেখবো? এখন যেহেতু বিকাশ, নগদ মোবাইল ব্যাংকি এর মাধ্যমে উপকারভোগীদের ভাতা প্রদান করা হয় তাই ব্যালেন্স চেক করলেই জানা যাবে ভাতা আসছে কিনা। তাছাড়া ভাতা বিতরণ হওয়ার সাথে সাথেই উপকারভোগীরদের মোবাইলে একটি মেসেজ যায়। নগদ একাউন্ট দেওয়া থাকলে আপনার মোবাইল নম্বর থেকে ডায়াল করুন *১৬৭# নম্বরে (যে নম্বরে নগদ একাউন্ট রেজিষ্ট্রেশন করা সেই নম্বর থেকে ডায়াল করবেন)। তারপর 7 নাম্বার অপশন My Nogad অপশনে যাবে। 1 নাম্বার অপশন Balance Enquiry অপশনে যাবেন। সর্বশেষ নগদের Pin Number দিয়ে সেন্ড করলে ভাতার টাকা দেখতে পাবেন। 

বিকাশে প্রতিবন্ধী ভাতা চেক করে কিভাবে? প্রথমত মোবাইলে চেক করবেন কোন মেসেজ আসছে কিনা। যদি মেসেজ খুজে না পান তবে বিকাশ একাউন্ট ব্যালেন্স চেক করবেন। আপনার মোবাইলের যে সিমে বিকাশ একাউন্ট সেই সিম থেকে ডায়াল করুন *২৪৭# নম্বরে। তারপর 9 নম্বর অপশন থেকে My Bkash অপশনে যান। তারপর 1 নম্বর অপশন Check Balance অপশনে যান। বিকাশ একাউন্টের Pin Code দিয়ে Send অপশনে ক্লিক করলে ভাতার টাকা দেখতে পারবেন। তাই বিশ্বস্ত কাউকে ছাড়া পিন বলে ভাতা চেক করাতে যাবেন না।

প্রতিবন্ধী ভাতা লিস্ট 2023 । প্রতিবন্ধী ভাতা কত তারিখে দেওয়া হয়

প্রতিটি ইউনিয়ন পরিশোধ উপকারভোগীদের নাম তথ্য ও তালিকা ওয়েবসাইটে প্রকাশের কথা থাকলে তা করে থাকে না। তবে কিছু কিছু প্রতিষ্ঠান প্রতিবন্ধী তালিকা প্রকাশ করে থাকে যাদের স্বচ্ছতা আছে। এখানে একটি তালিকা দেখুন- প্রতিবন্ধী ভাতা 2023

প্রতিবন্ধী ভাতা কবে দিবে 2023 । প্রতি মাসে প্রতিবন্ধী ভাতা কত টাকা করে পাওয়া যায়?

Caption: Disable Personed Vata 2023

প্রতিবন্ধী ভাতা প্রাপ্তির প্রার্থী নির্বাচনের মানদন্ড ২০২৪ । ইউপি কর্তৃক নিম্ন যোগ্যতা বাছাই করা হয়।

  • আবেদনকারীকে অবশ্যই প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ এর সংজ্ঞানুযায়ী প্রতিবন্ধী হতে হবে।
  • বাছাইকালে আবেদনকারীর আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় আনতে হবে।
  • ভাতা প্রদানের ক্ষেত্রে বৃদ্ধ/বৃদ্ধা প্রতিবন্ধীদের অগ্রাধিকার প্রদান করতে হব।
  • ভূমিহীন ও গৃহহীন প্রতিবন্ধীগণ ভাতা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার লাভ করবে।
  • নারী প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিতে হবে।
  • বহুমাত্রিক প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দিতে হবে।
  • নতুন ভাতাভোগী মনোনয়নে অধিকতর দারিদ্রপীড়িত ও অপেক্ষাকৃত পশ্চাদপদ বা দূরবর্তী এলাকাকে অগ্রাধিকার দিতে হবে।
  • চিকিৎসার লক্ষ্যে গরীব মানসিক/অটিস্টিক প্রতিবন্ধী শিশু এবং সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে অগ্রাধিকার দিতে হবে।

প্রতিবন্ধী ভাতা কি নগদ হাতে দেয়?

না। বর্তমান সরকারের সময় প্রতিবন্ধী ভাতা কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সর্বমহলে গ্রহণযোগ্য করে তোলার লক্ষ্যে বিদ্যমান বাস্তবায়ন নীতিমালা সংশোধন করে যুগোপযোগীকরণ, উপকারভোগী নির্বাচনে স্থানীয় মাননীয় সংসদ সদস্যসহ অন্যান্য জনপ্রতিনিধিদের সম্পৃক্তকরণ, ডাটাবেইজ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমানে সকল উপকারভোগীকে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার নগদ ও বিকাশ এবং এজেন্ট ব্যাংকিং-এর মাধ্যমে জিটুপি পদ্ধতিতে (গভর্মেন্ট টু পারসন) ভাতা প্রদান করা হয়। তাই কোন ভাবে কেউ মোবাইল পিন বা বিকাশ নগদের পিন বা পাসওয়ার্ড জানতে চাইলে বলবেন না। তাছাড়া পিন বা কোডের জন্য সমাজসেবা দপ্তর কোনদিনও জানতে চাইবে না।

সরকারি ভাতা বছরে কয়বার দেয়? সরকারি ভাতা বছরের ৪ বার বিতরণ করে থাকে। প্রতি ৩ মাস অন্তর অন্তর ভাতা ডিসবার্সমেন্ট করে থাকে। যেমন- জুলাই-সেপ্টেম্বর একটি ধাপ, পরবর্তী ধাপে অক্টোবর-ডিসেম্বর পর্যন্ত ভাতা প্রদান করা হয় এবং তৃতীয় ধাপে জানুয়ারী-মার্চ পর্যন্ত দেওয়া হয় এবং চূড়ান্ত বা শেষ ধাপে এপ্রিল-জুন পর্যন্ত সময়ের ভাতা প্রদান করা হয়। যেহেতু ইএফটি’র মাধ্যমে মোবাইলেই এখন ভাতা পৌছে দেয়া হয় তাই একটু দেরিতে হলেও ভাতা পেয়ে যাবে। ভাতা পেতে বিলম্ব হলে অস্থির হবেন না, ধৈর্য্য ধারণ করুন।

বিধবা ভাতা আবেদন ফরম 2023। বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের জন্য ভাতার আবেদন করার নিয়ম মুক্তিযোদ্ধা ভাতার উত্তরাধিকার ২০২৩ । নাতি-নাতনি কি মুক্তিযোদ্ধা ভাতা পায়?
Freedom Fighter Bangla New Year Allowance । মুক্তিযোদ্ধাদের বাংলা নববর্ষ ভাতা কত টাকা? এসিল্যান্ড অফিসের কর্মকর্তাদের বেতন ভাতাদি । ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বেতন কত?

মুক্তিযোদ্ধা উৎসব ভাতা ২০২৩ । ৯৩০০-৩০০০০ টাকা জন প্রতি ঈদ বোনাস পাবেন

2 thoughts on “প্রতিবন্ধী ভাতা কবে দিবে 2024 । প্রতি মাসে প্রতিবন্ধী ভাতা কত টাকা করে পাওয়া যায়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *