সূচীপত্র
অনলাইনে এবং অফলাইনে রেজাল্ট দেখা যায় – মেসেজ ও স্মার্ট ফোন ব্যবহার করে ভর্তি রেজাল্ট দেখা যাবে – GSA Teltealk com bd Result 2023
২০২৪ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তির লক্ষ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় (সরকারি বিদ্যালয়) প্রকাশিত হয়েছে আজ ২৮ নভেম্বর ২০২৩, দুপুর ২টায় (বেসরকারি বিদ্যালয়) এর ডিজিটাল লটারি অনুষ্ঠিত হয়।
মোবাইলে মেসেজ দিয়ে কি ফলাফল দেখা যাবে? হ্যা, ফলাফল পেতে আপনার টেলিটক মোবাইল নাম্বার থেকে GSA <space> RESULT <space> USER ID লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে। অন্য মোবাইল নম্বর থেকেও ফলাফল একইভাবে দেখা যাবে।
উদাহরণ : GSA RESULT DFSRESGSJD লিখে যেকোনো টেলিটক মোবাইল থেকে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে। ডিজিটাল লটারি অনুষ্ঠান ২০২৩ । ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তি ফলাফল প্রকাশিত হয়েছে
বেসরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন ২০২৪ / ইউজার আইডি না থাকলে জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে ইউজার আইডি বের করা যায়।
ইউজার আইডি হারিয়ে থাকলে বা মেসেজ মুছে গেলে অথবা কাছে না থাকলে আপনি জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে অনলাইন থেকে বের করে নিতে পারেন। এজন্য gsa.teletalk.com.bd/gov/student/id-recover/status.php এই লিংকে গিয়ে জন্ম নিবন্ধন নম্বর দিয়ে Submit ক্লিক করুন।
Caption: gsa.teletalk.com.bd
অনলাইনেও ভর্তি ফলাফল চেক করা যাবে। চলুন দেখে নিই কিভাবে চেক করতে হবে
- বেসরকারি স্কুলে ভর্তির লটারির রেজাল্ট দেখতে ভিজিট করুন সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট http://gsa.teletalk.com.bd
- বেসরকারি বিদ্যালয়ের ফলাফল লিংকে ক্লিক করুন।
- প্রথমে Merit List ক্লিক করে ইউজার আইডি দিয়ে Submit ক্লিক করলেই ফলাফল দেখাবে।
- যদি মেরিট লিস্টে না থাকে তবে 1st Waiting ক্লিক করে ইউজার আইডি দিয়ে Submit ক্লিক করলেই ফলাফল দেখাবে।
অনলাইনে কি ফলাফল চেক করা যাবে?
হ্যাঁ যাবে। আপনি আপনার স্মার্ট ফোন বা কম্পিউটার থেকে ভিজিট করুন – https://gsa.teletalk.com.bd আবেদেনর সময় প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে ফলাফল বের করা যাবে। যে কেউ শুধুমাত্র ইউজার আইডি হলেই ফল দেখতে পারবেন।