এস.এসসি ও এইচ.এসসি

HSC Exam Syllabus 2024 । ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস দেখুন

এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুসারে শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে হবে-এক্ষেত্রে পরীক্ষা যখনই হোক না কেন প্রস্তুতি সিলেবাস অনুসারেই নিতে হবে – HSC Exam Syllabus 2024

এইচএসসি ২০২৪ পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে?– বাংলাদেশে HSC 2024 পরীক্ষার সঠিক তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। যাইহোক, বাংলাদেশে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (HSC) পরীক্ষা সাধারণত ফেব্রুয়ারি মাসে হয়। আপডেট তথ্যের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে চেক করুন। জুন মাসে এসএসসি হলে তার দুই মাস পরে ধরে নেন এইচএসসি হতে পারে।

সিলেবাস অনুযায়ী কি পরীক্ষা অনুষ্ঠিত হবে? হ্যাঁ। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ সিলেবাস প্রকাশ করা হয়। এতে বলা হয়, আগামী বছরের (২০২৪ সাল) এইচএসসি পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত ২০২৩ সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে।

পরীক্ষা কত ঘন্টা হবে? বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয় ও পত্রে ৩ ঘণ্টা সময়ে পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সম্প্রতি এনসিটিবি’র চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সিলেবাস ঠিক করতে একটু দেরি হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ২০২৩ সালের মতোই ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে। করোনার কারণে ২০২০ সালের এইচএসসি পরীক্ষা হয়নি। এসএসসি ও জেএসসির ফলের ভিত্তিতে এইচএসসির ফল নির্ধারণ হয়। পরের দুই বছর এইচএসসি পরীক্ষা হয় সংক্ষিপ্ত সিলেবাসে।

৭৩টি বিষয়ে সিলেবাস প্রকাশ করা হয়েছে/ শিক্ষা বোর্ডের সিলেবাস মোতাবেক পরীক্ষা অনুষ্ঠিত হবে

এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি ২০২৪

HSC Bangla 1 2023

Caption: hsc syllabus 2024 Full Download by Zip File

এইচএসসি পরীক্ষার সিলেবাস ২০২৪ । যে সকল বিষয়ে সিলেবাস প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা । ৭৩টি বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়েছে

  • 1. HSC_Bangla 1-2023
  • 2. HSC_Bangla 2-2023
  • 3. HSC_English 1st Paper-2023
  • 4. English 2nd Paper 2023
  • 5. HSC_ICT -2023
  • 6. Physics 1st Paper 2023
  • 7. Physics 2nd Paper 2023
  • 8. Chemistry 1st Paper 2023
  • 9. Chemistry 2nd Paper 2023
  • 10. Biology 1st Paper 2023
  • 11.Biology 2nd Paper 2023
  • 12. Higher Math 1st Paper 2023
  • 13. Higher Math 2nd Paper 2023
  • 14. History 1st Paper 2023
  • 15. History 2nd Paper 2023
  • 16. Islamic History & Culture 1st Paper 2023
  • 17. Islamic History & Culture 2nd Paper 2023
  • 18. HSC_Civics 1-2023
  • 19. HSC_Civics 2-2023
  • 20. HSC_Economics 1-2023

২০২৩ সালে এইচএসসি পরীক্ষা কবে হয়েছিল?

উচ্চ মাধ্যমিকের দেশের ৯টি সাধারন শিক্ষা বোর্ডের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়, পরীক্ষা শুরু ১৭ই নভেম্বর ২০২৩ তারিখ আর শেষ হয় ২৫শে সেপ্টেম্বর। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আলিম, ডিআইবিএস, বিএম পরীক্ষাও এক সাথে শুরু হয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের রুটিন অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা ২৬শে সেপ্টেম্বর থেকে ০৪ই অক্টোবরের মাজে শেষ করতে হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *