আজকের খবর ২০২৪

Income Tax Form bangla Download । ২০১৬ সালে বাংলা ফর্ম এখনও ব্যবহার করা যাবে?

আয়কর রিটার্ন দাখিলের জন্য প্রথমেই প্রয়োজন পড়বে রিটার্ন ফরম-  ২০১৬ সালে প্রকাশিত আয়কর রিটার্ন ফরম এ বছরও ব্যবহার করা যাবে – Income Tax Form bangla Download

বাংলা নাকি ইংরেজী ফর্ম ভাল?– আপনি দেশের নাগরিক হিসেবে বাংলা বা ইংরেজী যে কোন ভাষার ফর্ম ব্যবহার করতে পারেন। বাংলার চেয়ে ইংরেজী ভাষা রিটার্ন দাখিলের ক্ষেত্রে তুলনামূলক বেশি বোধগম্য। যারা ইংরেজী ভালভাবে বুঝতে পারেন না তারা বাংলা ভাষায়ই রিটার্ন দাখিল করুন। বাংলা ফরম ব্যবহার করা যাবে। অনলাইন বা কর অফিস হতে ফরম সংগ্রহ করা যাবে।

রিটার্ন জমা দিতে কি কি কাগজপত্র লাগে? বেতন আয়ের ক্ষেত্রে বেতন বিবরণী, ব্যাংক সুদের ক্ষেত্রে ব্যংক বিবরণী, সঞ্চয় পত্রের উপর সুদের ক্ষেত্রে সুদ প্রদানকারী ব্যাংকের সনদ পত্র, গৃহ সম্পত্তির আয়ের ক্ষেত্রে ভাড়ার চুক্তিপত্র, পৌর কর ও খাজনা প্রদানের রশিদ, গৃহ ঋণের উপর সুদ থাকিলে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের সনদপত্র/বিবরণী, বীমা কিস্তি প্রদত্ত থাকিলে কিস্তি প্রদানের রশিদ, পেশাগত আয় থাকিলে আয়কর বিধি-৮ মোতাবেক আয়ের সপক্ষে বিবরণী, অংশিদারী ফার্মের আয়ের অংশ থাকিলে অংশিদারী ফার্মের কর নির্ধারণ আদেশের কপি/আয়-ব্যয়ের হিসাব ও স্থিতিপত্র, মূলধনী মুনাফা থাকিলে প্রমাণাদি, ডিভিডেন্ট আয় থাকিলে ডিভিডেন্ট প্রপ্তির সনদপত্র, অন্যান্য উৎসের আয় থাকিলে উহার বিবরণী এবং সঞ্চয়পত্র, এল.আই.পি, ডিপিএস, যাকাত,স্টক/শেয়ার ক্রয়, ইত্যাদিতে বিনিয়োগ থাকিলে প্রমাণাদি দিতে হবে।

স্ত্রী/স্বামী বা সন্তানের আয়ও অন্তর্ভূক্ত করতে হবে? হ্যাঁ। তারা আলাদা করে রিটার্ন দাখিল না করলে তাদের আয়ও আপনার রিটার্নে অন্তর্ভূক্ত হবে। করদাতার স্ত্রী বা স্বামী (করদাতা না হলে), নাবালক সন্তান ও নির্ভরশীলের নামে কোন আয় থাকলে উল্লেখ করতে হবে। কর অব্যাহতি প্রাপ্ত ও করমুক্ত আয় থাকলে উল্লেখ করতে হবে। স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিলের ক্ষেত্রে আয়কর বিধি-৩৮ এর শর্তাবলী পরিপালন করতে হবে। দাখিলকৃত দলিলপত্রাদি করদাতা অথবা করদাতার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। প্রতি ৫ বৎসর অন্তর করদাতার ছবি রিটার্নের সাথে দাখিল করতে হবে।

রিটার্ন ফরম প্রিন্ট করে হাতে লেখাই শ্রেয় / তবে কম্পিউটারে টাইপ করেও জমা দেয়া যাবে

রিটার্ন ফরম জমা দিলে কর কর্তৃপক্ষ নিচের অংশ ছিড়ে সিল ও স্বাক্ষর দিয়ে ফেরত দিবে। এটিই মূলত সংরক্ষণ করতে হবে এবং অফিসে জমা দিতে হবে।

Caption: Income Tax Form bangla Download

Income Tax Return Form 2023-24 PDF or Word File । বিভিন্ন প্রকার রিটার্ণ ফরম ২০২৩

কত বছর পর্যন্ত রিটার্নের কপি সংরক্ষণ করতে হবে?

৬ বছর পর্যন্ত সকল তথ্য হার্ড কপি সংরক্ষণ করতে হবে। কর অফিস অডিট শেষে ৫-৬ বছর পরও নাগরিকের কাছে তথ্য যাচাই করে প্রমানক চাইতে পারে। আয়কর রিটার্ণ ফর্ম আপনি অনলাইন হতে সংগ্রহ করে প্রিন্ট করে নিতে পারেন। চাইলে কর অঞ্চলের অফিসে গিয়েই প্রিন্ট করা ফরম সংগ্রহ করে নিতে পারেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে রিটার্ণ ফর্ম অফিসের নিচে ফটোকপির দোকানে দেয়া থাকে আপনি সেট ১০ টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারেন।

রিটার্ণ ফরম পূরণে পরিবর্তন ২০২৩ । আয়কর রিটার্ন তৈরিতে যে ভূলগুলো করা যাবে না Income Tax Return Form PDF 2023-24 । আয়কর রিটার্ন ফরম ২০২৩-২০২৪ pdf ডাউনলোড করুন
এক পৃষ্ঠার রিটার্ন ফরম ২০২৩ । সঞ্চয়পত্র ধারী গন এই ফর্মে রিটার্ন দাখিল করতে পারবে কি? আয়কর রিটার্ন ফরম ২০২২-২০২৩ pdf । ১ পাতার আয়কর রিটার্ন ফরম pdf ডাউনলোড

আয়কর রিটার্ন ফরম ২০২৩-২০২৪ ফরম কি নতুন এসেছে?

 না। পুরাতন আয়কর রিটার্ণ ফর্ম ২০১৬ এখনও প্রচলিত আছে এবং এটি ব্যবহার করে এ বছরও ব্যক্তি আয়কর দাখিল করা যাবে। আমি টিন সার্টিফিকেট খুলে সঞ্চয়পত্র কিনেছেন কিন্তু কর‍যোগ্য আয় নাই। ২ বছর হয়ে গেছে বা এ বছরই হয়তো সঞ্চয়পত্র কিনেছেন যদি রিটার্ণ দাখিল না করেন তবে ১লা জুলাই ২০২২ এর পর রিটার্ণ দাখিল না করলে আর নতুন করে সঞ্চয়পত্র কিনতে পারবেন না। এনবিআর ওয়েবসাইট হতেও রিটার্ণ ফর্ম সংগ্রহ করতে পারেন: আয়কর রিটার্ন ফরম ২০২২-২০২৩ pdf

https://technicalalamin.com/income-tax-return-form-pdf/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *