কোরিয়ান ভাষা পারদর্শী পরীক্ষা ২০২৪ । শিপবিল্ডিং, মৎস্য ও কনস্ট্রাকশন খাতে নিবন্ধনকৃতদের পরীক্ষা কবে?

কোরিয়ান ভাষায় পারদর্শী নয় এমন কেউ চলতিমাসে রেজিস্ট্রেশন করতে পারেনি- ভাষা জ্ঞানহীন নাগরিক দক্ষিণ কোরিয়ার লটারিতে অংশ নিতে পারবে না – কোরিয়ান ভাষা পারদর্শী পরীক্ষা ২০২৪

শিপবিল্ডিং এর পরীক্ষা  কবে? বোয়েসেল সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানিয়েছে যে, কোরিয়ান ভাষা পারদর্শী শিপবিল্ডিং, মৎস্য ও কনস্ট্রাকশন খাতে নিবন্ধনকৃতদের পরীক্ষা আগামী ১১ মার্চ হতে শুরু হবে এবং শেষে উৎপাদন খাতের পরীক্ষা নেয়া হবে। তাই ভালভাবে প্রস্তুতি নিয়ে নির্ধারিত তারিখ ও সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করুন।

দক্ষিণ কোরিয়া ফ্লাইট-এর পূর্ব প্রস্তুতির কেমন হয়?  HRD-Korea থেকে অদ্য দুপুরে ৭৩ জন প্রার্থী আগামী ১১ মার্চ ২০২৪ খ্রি. তারিখ দক্ষিণ কোরিয়ায় গমন করবে সংক্রান্ত ইমেইল পাওয়া গিয়েছে। সেমতে সংশ্লিষ্ট প্রার্থীদের বোয়েসেল থেকে বার্তা প্রেরণ করা হবে/হয়েছে। তাছাড়া উক্ত প্রার্থীদের জুম অ্যাপস উপযোগী নিজস্ব মোবাইলে ইন্সটল করে জুম ক্লাস গ্রহণের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেয়া হয়েছে।  দক্ষিণ কোরিয়া গমনের জন্য নির্ধারিত নিয়ম নীতি মেনে চলতে বাধ্য করার লক্ষ্যে নিম্নবর্ণিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী ০৭ মার্চ ২০২৪ খ্রি. তারিখ বৃহস্পতিবার বিকাল ০৪ টা হতে ০৫ টার মধ্যে সিফিলিস টেস্ট, হোটেলে অবস্থান ও অন্যান্য কার্যাদি সম্পন্নের লক্ষ্যে প্রয়োজনীয় লাগেজ ও সামগ্রীসহ (কোনো ধরনের খাদ্য দ্রব্য, কোনো প্রকার মসলা, সকল প্রকার তামাক জাতীয় দ্রব্য, বডি স্প্রে, আতর, প্রেসক্রিপসন ব্যতীত কোন প্রকার ওষুধ ইত্যাদি ও অভিবাবক সাথে আনা যাবে না) তথ্য মোতাবেক নির্ধারিত হোটেলে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে শীত নিবারণের প্রয়োজনীয় সামগ্রী (প্রায় সময় কোরিয়ায় প্রচন্ড শীত)। নির্ধারিত টেস্ট-এর সময় ৩ (তিন) কপি রঙিন পাসপোর্টের কপি, কোভিড ৩য় ডোজ সম্পন্ন টিকার সনদ এবং লেবার কন্ট্রাক্ট সঙ্গে রাখতে হবে।

অবশ্যই একটি নোটবুক/ডায়েরী এবং কলম সঙ্গে রাখতে হবে।নির্ধারিত হোটেলে যাওয়ার সময় কোনো প্রকারের খাদ্য দ্রব্য ছাড়া প্রয়োজনীয় সামগ্রীসহ লাগেজ মিডিয়াম সাইজ ২৫-২৭ ইঞ্চি সর্বোচ্চ ২৩ কেজি এবং হ্যান্ড লাগেজ মিডিয়াম সাইজ ২১ ইঞ্চি সর্বোচ্চ ৭ কেজি (নমুনা সংযুক্ত), ব্রান্ডের উপযোগী স্মার্ট ফোন, সাদা শার্ট, কালো প্যান্ট, আনুমানিক ৫০০ মার্কিন ডলার, ৪ দিনের হোটেলে অবস্থান ও বীমা সংক্রান্ত প্রয়োজনীয় অর্থ ও নির্ধারিত টিকিট ফি সঙ্গে রাখার পরামর্শ দেয়া হলো। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট প্রার্থীর লেবার কন্ট্রাক্ট বাতিলসহ ফ্লাইট বাতিল করা হবে। উল্লেখ্য যে, দক্ষিণ কোরিয়ায় সুশৃঙ্খলভাবে গমনের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রার্থীদের জনসমাগম এড়িয়ে চলারও পরামর্শ দেয়া হলো। তাছাড়া ইপিএসকে আরও শক্তিশালীকরণ এবং নির্ধারিত কোটা পূরণের লক্ষ্যে  শর্ত সাপেক্ষে বর্নিত প্রার্থী থেকে অঙ্গিকারনামা গ্রহণ করা হবে।

এখনও কোভিড টেস্ট করানো হয়? হ্যাঁ। বাংলাদেশে হোটেলে থাকা অবস্থায় হোটেলের নিয়মনীতি অনুসরণ এবং নির্ধারিত রুম থেকে কোনো অবস্থায় বের হবো না। কোনো ধরণের খাদ্য দ্রব্য ও বীজ ল্যাগেজ/বিমান-এ বহন করবো না। এন ৯৫ ফেইস মাস্ক পরিধান করবো (বোয়েসেল থেকে সরবারহ করা হবে)। দুই বিমান বন্দরে খাদ্য গ্রহণ ও ধুমপান থেকে বিরত থাকা থাকবো।  ফ্লাইটের পূর্বে কোভিড টেস্ট সম্পন্ন করবো। দক্ষিণ কোরিয়াতে এয়ারপোর্ট ও নির্ধারিত প্রশিক্ষণে অন্যান্য বিষয়ে অভিযোগ থেকে বিরত থাকবো। বোয়েসেল কর্তৃক নির্ধারিত গ্রুপ লিডারকে অনুসরণ ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল নিশ্চিত করবো এবং জ) এইচআরডি কোরিয়া ও বোয়েসেল-এর নির্ধারিত নিয়মনীতি বাধ্যতামূলকভাবে অনুসরণ করবো। শর্তে রাজি ও স্বাস্থ্যগত কোনো সমস্যা না থাকলে আগামী ১১ মার্চ ২০২৪ খ্রি. তারিখ ৭৩ জন ইপিএস কর্মী দক্ষিণ কোরিয়ায় গমন করবে। প্রার্থীর সুবিধার্থে হোটেলে থাকা অবস্থায় ইপিএস কর্মী থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ টিকিট ফি গ্রহণ করবেন।

অনলাইন চূড়ান্ত নিবন্ধন-২০২৪ (কোরিয়ান ভাষা পারদর্শী) / কঠোর পরিশ্রম ব্যতীত সাফল্য আসে না

 কোনো প্রার্থী অনলাইন নিবন্ধনের সময় পাসপোর্ট নম্বরসহ অন্যান্য তথ্য ভুল দিলে বা ভুল হলে এবং নির্ধারিত প্রশিক্ষণ ও অভিজ্ঞতা সনদের পরিস্কার কপি, পরিস্কার পাসপোর্ট কপি ও ব্যকগ্রাউন্ড সাদা পরিস্কার ছবি না দিলে প্রবেশপত্র প্রাপ্তি সাপেক্ষেও চূড়ান্ত নিবন্ধন বাতিল বলে গণ্য হবে এবং প্রেরিত নিবন্ধন ফি বাজেয়াপ্ত হবে। এক্ষেত্রে কোনো ধরণের সুপারিশ বা তদবির গ্রহণযোগ্য নয়।

কোরিয়ান ভাষা পারদর্শীদের বিশেষ পদ্ধতিতে (আগে আসলে আগে পাবেন ভিত্তিতে) ৩০,৬৫২ জন (উৎপাদন শিল্প- ১৭৪৬০, মৎস্য-৭৭৬০ ও কনস্ট্রাকশন- ৪২৬৮ এবং জাহাজ নির্মাণ-১১৬৪);
২.২। লটারি পদ্ধতিতে ১২,৪০০ জন (উৎপাদন শিল্প)।
২.৩। প্রার্থীরা যেকোনো একটি ধাপে আবেদন করতে পারবে।
২.৪। কোনো প্রার্থী দুই ধাপে আবেদন করলে তার নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।
৩। অংশগ্রহণের যোগ্যতা
৩.১। কোরিয়ান ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে;
৩.২। শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান;
৩.৩। বয়স সীমা ১৮ থেকে ৩৯ বছর (জন্ম তারিখ ফেব্রুয়ারি ২০, ১৯৮৪ থেকে ফেব্রুয়ারি ১৯, ২০০৬ এর মধ্যে হতে হবে);
৩.৪। পাসপোর্ট-এর মেয়াদ ২০ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত হালনাগাদ থাকা সাপেক্ষে
৩.৫। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে নাম ও জন্ম তারিখ এবং ছবির মিল থাকতে হবে;
3.6। 3D (Dirty, Difficult and Dangerous) কাজ করার আগ্রহ থাকতে হবে;
৩.৭। উৎপাদন শিল্প, জাহাজ নির্মাণ, কনস্ট্রাকশন ও মৎস্য খাতে প্রশিক্ষণসহ বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;
৩.৮। কালার ব্লাইন্ডনেস বা রঙ বোঝার সক্ষমতার সমস্যা মুক্ত হতে হবে;
৩.৯। পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ ও কথোপকথনে মার্জিত হতে হবে;
৩.১০। মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
৩.১১। ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তিপ্রাপ্ত ব্যক্তিরা অযোগ্য বলে বিবেচিত হবেন;
৩.১২। দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
৩.১৩। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন এবং
৩.১৪। ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়াতে ৫ বছরের বেশি অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন।

Caption: For Details Click here

দক্ষিণ কোরিয়া যাওয়া শর্তসমূহ । প্রার্থীদের কোরিয়ান ভাষা পরীক্ষায় দুই ধাপে সম্পন্ন হবে?

  1. প্রার্থীদের কোরিয়ান ভাষা পরীক্ষায় দুই ধাপে সম্পন্ন হবে- (ক) ১ম ধাপ শুরু হবে ১১ মার্চ হতে ২২ মে ২০২৪ তারিখ এবং (খ) ২য় ধাপ শুরু হবে ২৭ মে হতে ২১ জুন ২০২৪ তারিখ।
  2. কোরীয় ভাষা শিক্ষা সনদ-এর বৈধতার মেয়াদ (ন্যূনতম ১২০ ঘণ্টা) ইস্যু থেকে ৫ বৎসর। উক্ত সনদের স্ক্যান কপি আপলোড করতে হবে। আরা যারা সিবিটি/ইউবিটি 2022 ও 20২৩-এ কাংঙ্খিত নম্বর পেয়েও চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত হতে পারেননি, তাদের মার্কশীটের স্ক্রীনশট কপি আপলোড করতে হবে। নিবন্ধনকালীন উৎপাদন ও মৎস্য শিল্পে অভিজ্ঞতার সনদ প্রয়োজন নেই। তবে চূড়ান্তভাবে উত্তীর্ণদের রোস্টারের সময় ন্যূনতম ৬ মাসের বাস্তব অভিজ্ঞতার সনদ বোয়েসেলে দাখিল করতে হবে ।
  3. উৎপাদন ও মৎস্য শিল্পে প্রশিক্ষণ ও অভিজ্ঞতার সনদ আপাতত প্রয়োজন নেই। তবে চূড়ান্তভাবে উত্তীর্ণদের রোস্টারের সময় ন্যূনতম ৩ মাসের উৎপাদন ও মৎস্য শিল্পে প্রশিক্ষণ এবং ন্যূনতম ৬ মাসের বাস্তব অভিজ্ঞতার সনদ বোয়েসেলে দাখিল করতে হবে। জাল/ভুয়া কোরিয়ান ভাষা শিক্ষা সনদ, ট্রেড ভিত্তিক প্রশিক্ষক সনদ প্রদানকারী ও ব্যবহারকারীকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আগামী ৫ বৎসর নিবন্ধন কার্যক্রমে যুক্ত থাকতে পারবে না মর্মে কালো তালিকাভুক্ত করা হবে।
  4. জাল/ভুয়া কোরিয়ান ভাষা শিক্ষা সনদ প্রদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদেরকে ভবিষ্যতে নিবন্ধন কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে না এবং জাল/ভুয়া কোরিয়ান ভাষা শিক্ষা সনদ প্রদানকারী শনাক্ত প্রতিষ্ঠানের নির্ধারিত নির্দেশিকা অনুযায়ী যোগ্যতা থাকা সত্ত্বেও মানসম্পন্ন কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে বোয়েসেল-এর অনুকূলে তালিকাভুক্তি করা হবে না।

জাহাজ নির্মাণ শিল্পে কত জন নেয়া হবে?

কোরিয়ান ভাষা পারদর্শীদের বিশেষ পদ্ধতিতে (আগে আসলে আগে পাবেন ভিত্তিতে) ৩০,৬৫২ জন (উৎপাদন শিল্প- ১৭৪৬০, মৎস্য-৭৭৬০ ও কনস্ট্রাকশন- ৪২৬৮ এবং জাহাজ নির্মাণ-১১৬৪); লটারি পদ্ধতিতে ১২,৪০০ জন (উৎপাদন শিল্প)।প্রার্থীরা যেকোনো একটি ধাপে আবেদন করতে পারবে।কোনো প্রার্থী দুই ধাপে আবেদন করলে তার নিবন্ধন বাতিল বলে গণ্য হবে। কোরিয়ান ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান। বয়স সীমা ১৮ থেকে ৩৯ বছর (জন্ম তারিখ ফেব্রুয়ারি ২০, ১৯৮৪ থেকে ফেব্রুয়ারি ১৯, ২০০৬ এর মধ্যে হতে হবে)। পাসপোর্ট-এর মেয়াদ ২০ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত হালনাগাদ থাকা সাপেক্ষে। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে নাম ও জন্ম তারিখ এবং ছবির মিল থাকতে হবে। 3D (Dirty, Difficult and Dangerous) কাজ করার আগ্রহ থাকতে হবে। উৎপাদন শিল্প, জাহাজ নির্মাণ, কনস্ট্রাকশন ও মৎস্য খাতে প্রশিক্ষণসহ বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কালার ব্লাইন্ডনেস বা রঙ বোঝার সক্ষমতার সমস্যা মুক্ত হতে হবে। পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ ও কথোপকথনে মার্জিত হতে হবে। মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন। ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তিপ্রাপ্ত ব্যক্তিরা অযোগ্য বলে বিবেচিত হবেন। দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন এবং ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়াতে ৫ বছরের বেশি অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন।

BOESL Korea Lottery 2023 । চূড়ান্ত রেজিস্ট্রেশন ফি ও বাছাই প্রক্রিয়া দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *