সূচীপত্র
মূল্যস্ফিতি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে এখন মোবাইল অপারেট কল রেট বাড়াচ্ছে – New Call rate for GP Users from 28 August – গ্রামীণফোন নতুন কল রেট ২০২২
জিপি কি কোন নোটিশ দিয়েছে? – গ্রামীনফোন প্রতিটি ইউজারের মোবাইলে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছে যে, কল রেট বাড়ানো হচ্ছে যা চলতি মাসের আগামীকাল ২৮ তারিখ হতেই কার্যকর হবে। তাদের ফেসবুক পেইজ বা ওয়েবসাইটে এ বিষয়ে কোন নোটিশ এখনও দেয়নি কিন্তু মোবাইলে ক্ষুদ্রে বার্তা এবং অ্যাপে কল রেট পরিবর্তনের নোটিশ দিচ্ছে। GP unlimited validity internet । গ্রামীনফোনের নতুন প্যাকেজ ২০২২
গ্রামীণফোন নরওয়েভিত্তিক কোম্পানি টেলিনর এর একটি জিএসএম ভিত্তিক একটি মুঠোফোন নেটওয়ার্ক সেবা প্রদানকারী কোম্পানি যা বাংলাদেশে টেলিযোগাযোগ সেবা প্রদান করে থাকে। ১৯৯৭ সালের ২৬ মার্চ থেকে কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। নরওয়ের কোম্পানি টেলিনর গ্রামীণফোনের ৫৫.৮ শতাংশ শেয়ারের মালিক। গ্রামীণফোন বাংলাদেশের অন্যতম মুঠোফোন সেবাদাতা কোম্পানি। Teletalk Unlimited Meyad Internet । টেলিটক মেয়াদবিহীন ইন্টারনেট ২০২২
অন্যান্য সিমেও কি কল রেট বাড়বে? গ্রামীনফোন কল রেট বৃদ্ধির পরই অন্যান্য অপারেটরও কলরেট বৃদ্ধি করবে। বাজার প্রতিযোগীতার অজুহাতে গ্রামীনফোন যে রাস্তা বা পথ বেছে নেয় অন্যান্য অপারেটর সম বাজার প্রতিযোগীতার ইস্যু দেখিয়ে এক রকম গোপনেই কল রেট বাড়িয়ে থাকে। যেমন আমরা দেখেছি প্রথমে গ্রামীনফোন সর্বনিম্ন রিটার্জ ২০ টাকা করা হলে অন্যান্য অপারেটর যেমন, রবি, বাংলালিংকও পরবর্তীতে একই পথে হেটেছে। GP Unlimited Validity Internet Pack । গ্রামীণফোন মেয়াদহীন ইন্টারনেট প্যাক ২০২২
গ্রামীনফোন নতুন কলরেট চালু করছে ২৮ আগস্ট হতেই / জিপি’র নতুন কলরেট কার্যকর হবে আগামীকাল।
জিপি পাবলিক ফোনে ১ সেকেন্ড পালস থাকলেও এখন তা বাতিল করে ১০ সেকেন্ড করা হল।
জিপি পাবলিক ফোনের নতুন কল রেট ভ্যাট, এসডি, এসসি সহ দাঁড়াবে ১ টাকা ৬০ পয়সা
গ্রামীনফোন নতুন কলরেট ২০২২ । ভ্যাট, এসডি, এসসি সহ নতুন কলরেট
- গ্রামীণফোন নিশ্চিত প্যাকেজ- প্রতি মিনিটে ২.১২ টাকা (অর্থাৎ ২ টাকা ১২ পয়সা)
- জিপি ডিজুস প্যাকেজ – প্রতি মিনিটে ২.১৬টাকা (অর্থাৎ ২ টাকা ১৬ পয়সা)
- গ্রামীণফোন বন্ধু প্যাকেজ – প্রতি মিনিটে ২.২৪টাকা (অর্থাৎ এফএনএফ ছাড়া ২ টাকা ২৪ পয়সা)
- জিপি পাবলিক ফোন – প্রতি মিনিটে ১.৬০টাকা পড়বে (অর্থাৎ ১ টাকা ৬০ পয়সা)
মোবাইল অবৈধ কিনা জানার উপায় ২০২২
এফএনএফ কল রেট কত থাকবে?
FNF Call Rate 2022 – গ্রামীণফোন সুপার এফএনএফ এর এর কল রেট নির্ধারণ করা হয়েছে প্রতি মিনিটে ৭২ পয়সা। অন্যদিকে সাধারণ এফএনএফ এর ক্ষেত্রে কল রেট থাকবে প্রতি মিনিটে ১টাকা। তবে সব প্যাকেজে এফএনএফ সেট করা যাবেনা। মূলত বন্ধু প্যাকেজে সবচেয়ে বেশি এফএনএফ সুবিধা আছে। বলতে গেলে সকল প্রিপেইড প্যাকেজে প্রতি মিনিটে ৪ পয়সার মত করে বৃদ্ধি পেয়েছে গ্রামীণফোন সিমের কল রেট (সুপার এফএনএফের ক্ষেত্রে আলাদা)। অন্তত জিপি কাস্টমার কেয়ার থেকে এমনটিই জানা গেছে। অর্থাৎ এখন থেকে গ্রামীণফোন সিম থেকে দেশের যেকোনো নাম্বারে কল করলে প্রতি মিনিটে আগের চেয়ে কিছুটা বেশি খরচ হবে। তবে আপনার প্যাকেজের কলরেট আপনি মেসেজের মধ্যে জানতে পারবেন অথবা মাইজিপি অ্যাপে দেখতে পারবেন।
Sim registration check 2022 । আপনার নামে কতটি সিম রেজিস্ট্রেশন রয়েছে?
Pingback: সবচেয়ে কম কলরেট কোন সিমে ২০২৪ । টেলিটক প্যাকেজে মিনিটে সব সহ কলরেট ৬৩ পয়সা - Technical Alamin