বাের্ডের আওতাধীন অনুমােদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২০২১ সালে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড আগামী ০৬/০২/২০২২ ইং তারিখ থেকে ২৮/০২/২০২২ তারিখ পর্যন্ত বিতরণ করা হবে। উক্ত রেজিস্ট্রেশন কার্ড বিদ্যালয় শাখা থেকে গ্রহণ করার জন্য অনুরােধ করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বাের্ড, ঢাকা
www.dhakaeducationboard.gov.bd
নং-ঢাশিবাে/বি/৬৪/জেএসসি/এসএসসি রেজিঃ/৬৬ তারিখ : ০১/০২/২০২২
জরুরি বিজ্ঞপ্তি
বিষয়: ২০২১ সালের ৮ম শ্রেণির শিক্ষার্থীদের (২০২১ সালে জেএসএসসি পরীক্ষার্থী) রেজিস্ট্রেশন কার্ড বিতরণ প্রসঙ্গে।
উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানাে যাচ্ছে, বাের্ডের আওতাধীন অনুমােদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২০২১ সালে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড আগামী ০৬/০২/২০২২ ইং তারিখ থেকে ২৮/০২/২০২২ তারিখ পর্যন্ত বিতরণ করা হবে। উক্ত রেজিস্ট্রেশন কার্ড বিদ্যালয় শাখা থেকে গ্রহণ করার জন্য অনুরােধ করা হলাে।
০১। শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম স্বীকৃতিসহ সর্বশেষ স্বীকৃতি নবায়নের পুত্র এবং কমিটির অনুমােদন পত্র দাখিল করতে হবে।
০২। উল্লিখিত তারিখের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ না করলে শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মােতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
চেয়ারম্যান মহােদয়ের আদেশক্রমে
প্রফেসর মােহাম্মদ আবুল মনছুর ভূঞা
বিদ্যালয় পরিদর্শক। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বাের্ড
ঢাকা।
ফোন :০২-৫৮৬১০০৬৯
SSC Registration Card 2022 । ৮ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ: ডাউনলোড
Assalam allaikum,
I just to ask on how can I get a copy of my son’s JSC registration card 2022? I went to the school and they told me that the distribution of the registration cards has already finished. So, they told me to pay to get a copy because that is the system they told me. I also want to ask how much charge for a copy of the JSC registration card?
Schedule of charge এখানে দেখুন https://dhakaeducationboard.gov.bd/data/Income_Fee_List_of_Dhaka_Board.pdf