কিভাবে লাইভ ফুটবল খেলা দেখবো? এমন প্রশ্নের উত্তর হচ্ছে আপনি মোবাইল বা কম্পিউটার বা এন্ড্রয়েট টিভিতে Toffee App ব্যবহার করে অথবা toffeelive.com লাইভ ব্যবহার করে ফুটবল ম্যাচ দেখতে পারবেন– ফুটবল খেলা লাইভ 2022

Toffee TV –  Enjoy the ultimate entertainment platform with access to the highest number of local and international TV channels, live sports, exclusive web series, movies, dramas, and music videos – all on the go. Not only that! Now you can upload your own content and earn money through Toffee.

বিশ্বকাপ ফুটবল খেলা ২০২২ Live?  বাংলাদেশে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও বিশ্বকাপের প্রতিটি খেলা সরাসরি সম্প্রচার করা হবে ৩টি চ্যানেলে। দেশি চ্যানেলগুলো হলো বিটিভি (BTV), টি স্পোর্টস (T sports) এবং গাজী টিভি (G tv) এবং ২০ নভেম্বর ২০২২ তারিখ রাত ৮টা থেকে এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে।  কম্পিউটার বা মোবাইল থেকে অ্যাপ ছাড়াই অনলাইন Toffee তে লাইভ দেখুন: Toffeelive.com

বিশ্বকাপ ফুটবল কোন অ্যাপে দেখা যাবে? হ্যাঁ, অনলাইনে স্মার্টফোন অ্যাপ টফিতে- Toffee ম্যাচটি দেখা যাবে। অ্যান্ড্রয়েড বা আইওএস অপারেটিং সিস্টেমে চলা ফোনের পাশাপাশি ট্যাবলেট কম্পিউটার, ল্যাপটপ, কম্পিউটার ও স্মার্ট টেলিভিশনে উপভোগ করা যাবে এই ম্যাচ। Toffee লিখে স্মার্টফোনের Google Play Store-এ সার্চ করলেই এই অ্যাপটি পাওয়া যাবে। অথবা, সরাসরি এই লিংক থেকেও অ্যাপটি ইনস্টল বা ডাউনলোড করতে পারেন। Toffee app download link : Click here

টফি অ্যাপ কি ডাউনলোড করতে হবে? / অ্যাপ ডাউনলোড না করেও অনলাইনে উপভোগ করা যাবে মোবাইল, ট্যাবলেট বা কম্পিউটার থেকেই এজন্য নিচের লিংকে ক্লিক করুন।

https://toffeelive.com/#video/36a828a74c6b885ba29eab98e118168c33

ফুটবল খেলা লাইভ 2022

Caption: Toffee Live TV

ফুটবল খেলা লাইভ 2022 । কোন কোন টিভিতে কাতার বিশ্বকাপ সম্প্রচার করা হবে?

  1. বিটিভি BTV – Click Here
  2. টি স্পোর্টস T sports – Click Here
  3. গাজী টিভি G tv – Click Here
  4. টফ Toffee- Click Here

২০ নভেম্বর কোন কোন দল খেলবে?

আজ ৮টায় উদ্ভোধনী অনুষ্ঠান শুরু হবে। উপরোক্ত টিভিগুলো সরাসরি সম্প্রচার করবে। কাতার এবং ইকুয়েডর এর মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে মরুর বুকে ফুটবল বিশ্বকাপ। এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে এক শহরক্রেন্দ্রিক পুরো বিশ্বকাপ আসর। রবিবার (২০ নভেম্বর) উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর। বেদুইনদের তাঁবুর আদলে নির্মিত আল বায়েত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। বাংলাদেশে বসেই বিশ্বকাপের ম্যাচটি উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *