জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশে ৩৭ নম্বর ক্রমিকে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মােতাবেক ৫ম ধাপের ৭০৭ টি ইউনিয়ন পরিষদের (পরিশিষ্ট-অনুযায়ী) সাধারণ নির্বাচন উপলক্ষ্যে ভােটগ্রহণের দিন অর্থাৎ আগামী ০৫ জানুয়ারি ২০২২ তারিখ বুধবার সাধারণ ছুটি ব্যতীত নির্বাচনী এলাকাধীন যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও স্থাপনা ভােটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে, সেগুলাে বন্ধ ঘােষণা করা হলাে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জনপ্রশাসন মন্ত্রণালয়
বিধি-৪ শাখা
নম্বর-০৫.০০.০০০০.১৭৩.০৮.০০২.১৮-০১ তারিখ: – ০২ জানুয়ারি ২০২২
প্রজ্ঞাপন
Allocation of Business Among The Different Ministries and Divisions (Schedule 1 of The Rules of Business, 1996) (Revised up to April 2017) এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশে ৩৭ নম্বর ক্রমিকে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মােতাবেক ৫ম ধাপের ৭০৭ টি ইউনিয়ন পরিষদের (পরিশিষ্ট-অনুযায়ী) সাধারণ নির্বাচন উপলক্ষ্যে ভােটগ্রহণের দিন অর্থাৎ আগামী ০৫ জানুয়ারি ২০২২ তারিখ বুধবার সাধারণ ছুটি ব্যতীত নির্বাচনী এলাকাধীন যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও স্থাপনা ভােটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে, সেগুলাে বন্ধ ঘােষণা করা হলাে। তাছাড়া সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাধীন স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল অফিস/সংস্থা/প্রতিষ্ঠানে কর্মরত ভােটারদের ভােটাধিকার প্রয়ােগের সুযােগ দানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরােধ করা হলাে।
রাষ্ট্রপতির আদেশক্রমে,
(মাে: মশিউর রহমান তালুকদার)
উপসচিব
৭০৭টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন সংক্রান্ত: ডাউনলোড